empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.09.202515:08 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন শ্রমবাজার পরিস্থিতির অবনতি মার্কেটে ইতিবাচক প্রবণতার সংকেত হিসেবে বিবেচিত হতে পারে

সোমবার বিনিয়োগকারীরা ফেডের প্রধান অর্থনীতিবিদ লিসা কুককে ঘিরে বিতর্ক এবং বাণিজ্য যুদ্ধের ম্লান হয়ে আসা বিষয়ের দিকে মনোযোগ দেওয়ার পর, এখন দৃষ্টি গুরুত্বপূর্ণ মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দিকে সরে গেছে—যা ফেড কর্তৃক সুদের হার হ্রাস করা প্রয়োজন কিনা, সেই আলোচনাকে পুরোপুরি নতুনভাবে গড়ে তুলতে পারে।

বুধবার প্রকাশিত জুলাই মাসের JOLTS কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত প্রতিবেদন দিয়ে শুরু করা যাক। প্রতিবেদনে পূর্বাভাস ও আগের ফলাফলের তুলনায় উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে (7.181 মিলিয়ন বনাম পূর্বাভাস 7.380 মিলিয়ন এবং সংশোধিত আগের ফলাফল 7.357 মিলিয়ন)।

এই ফলাফল স্পষ্টভাবে এই ইঙ্গিত দিচ্ছে যে জুলাই মাসে মার্কিন শ্রমবাজার সার্বিকভাবে মন্থর হতে শুরু করেছে, যা আগের ADP এবং শ্রমবিভাগের প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এখন ট্রেডারদের দৃষ্টি আজ প্রকাশিতব্য ADP বেসরকারি খাতের কর্মসংস্থানের দিকে নিবদ্ধ হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে মার্কিন অর্থনীতিতে প্রায় 73,000 বেসরকারি চাকরি যুক্ত হওয়ার কথা, যেখানে জুনে 104,000 ছিল। এই প্রতিবেদনের প্রকৃত ফলাফল যদি পূর্বাভাসের সাথে মেলে বা তার চেয়ে কম হয়—এমনকি সামান্য বেশি হলেও 100,000-এর নিচে থাকে—তাহলে এটি শ্রমবাজার পরিস্থিতির অবনতি হওয়ার শক্তিশালী নিশ্চিতকরণ হবে। বিদ্রূপাত্মকভাবে, এ ধরনের নেতিবাচক ভালো খবর হিসেবে ধরা হবে। এই ক্ষেত্রে ট্রেডাররা সেই প্রচলিত নীতি অনুসরণ করবেন—"খারাপ খবরই ভালো খবর," কারণ এটি 17 সেপ্টেম্বরের বৈঠকে ফেড কর্তৃক 0.25% সুদের হার হ্রাসের সম্ভাবনা নিশ্চিত করবে।

যদিও ADP থেকে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল সার্বিক পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয় না এবং মার্কিন শ্রমবাজারের সম্পূর্ণ চিত্র প্রদর্শন করে না, তবুও এটি স্টকের চাহিদা বাড়াতে পারে, বিশেষত যখন শুক্রবার শ্রম বিভাগের অফিসিয়াল নন-ফার্ম পেরোল প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।

মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফলের প্রতি ট্রেডাররা কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে?

আগেও যেমন উল্লেখ করেছি, ফেডের সুদের হার হ্রাসের সম্ভাবনাই এখন ট্রেডারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সার্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে। সুদের হার হ্রাস পেলে আমানত থেকে মুনাফার হার ও বন্ডের ইয়েল্ড কমে যাবে, যা ফরেক্স মার্কেটে ডলারের দরপতনের অনুঘটক হবে। তবে, আগেই বলেছি, ডলারের দরপতন সীমিত থাকবে, কারণ ডলার বাস্কেটের অনেক কারেন্সি—বিশেষত পশ্চিমা অর্থনীতি যেমন যুক্তরাজ্য, ইইউ, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের কারেন্সি—এখনও উল্লেখযোগ্য অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে।

দুর্বল ডলার স্বর্ণের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে, তবে এই প্রভাব সম্ভবত সীমিত হবে, কারণ ফেড কর্তৃক মুদ্রানীতি নমনীয় করার সম্ভাবনা ইতোমধ্যেই মার্কেটে মূল্যায়িত হয়েছে এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি হ্রাস পেলে সেটি (যেমন ইউক্রেনে সামরিক সংঘাতের প্রশমন) নতুনভাবে স্বর্ণের চাহিদা বাড়াবে—এমন প্রত্যাশা খুবই কম।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, বিশেষ করে ডলারের সঙ্গে পেয়ার করা অ্যাসেটগুলোতে, সুদের হার হ্রাসের পরে সীমিত ও স্বল্পমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে। তবুও, এই প্রভাব দীর্ঘস্থায়ী হবে না, কারণ আয় প্রদানকারী সম্পদ—যেমন লভ্যাংশ প্রদানকারী স্টক—এই পরিস্থিতিতে আরও আকর্ষণীয় থাকবে।

মার্কেটের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে বলা যায় মাঝারি মাত্রায় ইতিবাচক প্রবণতা বিরাজ করছে।

Exchange Rates 04.09.2025 analysis

Exchange Rates 04.09.2025 analysis

আজকের পূর্বাভাস:

#USDX
মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের প্রত্যাশায় মার্কিন ডলার সূচক 97.60–98.65 এর বিস্তৃত রেঞ্জে রয়ে গেছে। যদি ADP এবং শ্রম বিভাগের প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের চেয়ে নিম্নমুখী হয়, তাহলে ডলার সূচক 97.60-এর দিকে নেমে যেতে পারে। 98.12 লেভেল সম্ভাব্য সেলিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।

AUD/USD
এই পেয়ার এখনো সাইডওয়েজ ট্রেড করছে, তবে ADP থেকে প্রকাশিতব্য প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতে মূল্য ঊর্ধ্বমুখী হয়ে 0.6560-এর লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে। 0.6527 লেভেল একটি ভালো বাই এন্ট্রি পয়েন্ট হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.