empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

18.08.202510:38 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: মার্কেটে কী ধরনের প্রভাব পড়বে? (EUR/USD এবং AUD/USD পেয়ারের পুনরায় দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে)

শুক্রবার বিনিয়োগকারীদের দৃষ্টি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আলাস্কায় অনুষ্ঠিত ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে ছিল। যদিও বৈঠকটি থেকে দৃশ্যমান কোনো ফলাফল আসেনি, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল এবং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য এবং পশ্চিমাদের সাথে ইউক্রেনের সংঘাতের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যেহেতু বৈঠকটি শুক্রবার, অর্থাৎ মার্কেটে ট্রেডিং কার্যক্রম বন্ধ হওয়ার পর অনুষ্ঠিত হয়েছিল, বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেনি। কেবলমাত্র রাশিয়ান স্টক মার্কেটে শনিবার ওভার-দ্য-কাউন্টার (OTC) ট্রেডিংয়ে ঐতিহ্যবাহীভাবে মুনাফা তুলে নেওয়ার ধরণ পরিলক্ষিত হয়, যেখানে শেয়ারের সামগ্রিক মূল্য প্রায় 3% কমে যায়। এই ক্ষেত্রে, পেশাদার ট্রেডাররা—যাদের OTC ট্রেডে এক্সেস ছিল—ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে কেনার পর বিক্রি করেছে ("গুজবের ভিত্তিতে ক্রয়, কারণের ভিত্তিতে বিক্রয়")। তবে এর পরও আজ OTC মার্কেটে একটি ইতিবাচক রিবাউন্ড দেখা যাচ্ছে, যেখানে শেয়ারের মূল্য আবার বিক্রির আগের লেভেলে ফিরে আসছে। এই ইতিবাচক প্রবণতা সম্ভবত এক্সচেঞ্জ ট্রেডিং শুরু হলে আরও জোরদার হবে।

শীর্ষ পর্যায়ের বৈঠকের ফলাফলের দিক থেকে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টের প্রতি সর্বোচ্চ ব্যক্তিগত সদিচ্ছা প্রকাশ করেছেন এবং একইভাবে উল্টোটিও ঘটেছে। যদিও কোনো বড় অগ্রগতি বা চুক্তির ঘোষণা দেয়া হয়নি, যা প্রত্যাশিতও ছিল না, বিশেষ করে কয়েক বছর আগে জো বাইডেনের সময় পুতিন ও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে। কোনো নির্দিষ্ট ফলাফল প্রকাশ না করার মানে হতে পারে উভয় পক্ষ আপাতত তা গোপন রাখতে চাইছে, কারণ বিরোধীরা এই সম্পর্কের ঘনিষ্ঠতা ব্যাহত করার চেষ্টা করতে পারে। বৈঠকটি মূলত দেশগুলোর মধ্যে যোগাযোগের ভিত্তি তৈরি করেছে এবং বিরোধ ও সমস্যাগুলোর সমাধানের একটি পথরেখা এঁকেছে। এটি দুই দেশের প্রেসিডেন্টের জন্যই ব্যক্তিগতভাবে বড় সাফল্য, এবং ফিন্যান্সিয়াল মার্কেটের ট্রেডাররা নিঃসন্দেহে এটিকে স্বাগত জানাবে, কারণ পারমাণবিক সংঘাতের ঝুঁকি, যদি পুরোপুরি দূর না-ও হয়, অনেকটা কমে গেছে।

ইতোমধ্যেই সকালে তেলের দরপতনের মাধ্যমে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে, যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তেলের বাজার পুনরুদ্ধারের চেষ্টা করছে। প্রাথমিক নেতিবাচক প্রতিক্রিয়ার কারণ ছিল যে আলাস্কার বৈঠকটি মার্কিন-রাশিয়া নতুন করে যোগাযোগের সূচনা হিসেবে, শুধু নতুন মার্কিন নিষেধাজ্ঞা স্থগিতই নয় বরং আংশিকভাবে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথও খুলে দিতে পারে। এমনকি আংশিক নিষেধাজ্ঞা শিথিলকেও বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা রাশিয়াকে তার জ্বালানি সম্পদ আরও সক্রিয়ভাবে রপ্তানির সুযোগ করে দেবে।

সামগ্রিকভাবে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এবং মার্কেটগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

আজ মার্কেট থেকে কী প্রত্যাশা করা যায়?

আমার ধারণা, বিনিয়োগকারীরা মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার বৈঠকের ফলাফল মূল্যায়ন করবে। এটি সবচেয়ে স্পষ্ট হবে রাশিয়ান ট্রেডিং সেশনে। তবে অন্যান্য বৈশ্বিক মার্কেটেও ইতিবাচক প্রভাব পড়তে পারে, যা ইতোমধ্যেই ভারত ও চীনে দেখা যাচ্ছে, যেখানে স্থানীয় স্টক সূচকগুলো ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি প্রদর্শন করছে।

আগামী সপ্তাহেও ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য থেকে বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে—বিশেষ করে ভোক্তা মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া, ফেডারেল রিজার্ভের সদস্যদের ভাষণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তৃতাও অন্তর্ভুক্ত রয়েছে, মার্কেটের বিনিয়োগকারীরা সেপ্টেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। চলতি সপ্তাহে আরও ফেডের সর্বশেষ মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে, সেইসাথে যুক্তরাষ্ট্রের পরিষেবা ও উৎপাদন সংক্রান্ত PMI প্রতিবেদন প্রকাশ করা হবে এবং নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠুত হবে, যেখানে মূল সুদের হার 3.25% থেকে কমিয়ে 3.00% এ নামানোর প্রত্যাশা রয়েছে।

মার্কেটের সামগ্রিক চিত্র বিবেচনা করলে আমি মনে করি, এটি মাঝারি পর্যায়ে ইতিবাচক থাকবে।

দৈনিক পূর্বাভাস

Exchange Rates 18.08.2025 analysis

Exchange Rates 18.08.2025 analysis

EUR/USD
এই পেয়ার 1.1715-এর রেজিস্ট্যান্স লেভেলের নিচে কনসোলিডেট করছে। ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি চাহিদা বৃদ্ধির ফলে যদি মূল্য এই লেভেল ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হয়, তবে এই পেয়ারের মূল্য প্রথমে 1.1750 এবং পরে 1.1790-এ পৌঁছাতে পারে। এই পেয়ার কেনার জন্য উপযুক্ত এন্ট্রি পয়েন্ট হতে পারে প্রায় 1.1723।

AUD/USD
ফেডের মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় এই পেয়ার একটি সাইডওয়ে চ্যানেলে কনসোলিডেট করছে। একইসাথে, চীনের স্টক মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ট্রাম্প–পুতিন বৈঠকের পর বৈশ্বিক উত্তেজনা হ্রাসের কারণে এই পেয়ার সুবিধাজনক অবস্থানে রয়েছে। সামগ্রিক ইতিবাচক পরিস্থিতির ফলে এই পেয়ারের মূল্য 0.6535 এর লেভেক ব্রেক করার পর ঊর্ধ্বমুখী হওয়ার পর 0.6620 পর্যন্ত যেতে পারে। এই পেয়ার কেনার জন্য উপযুক্ত এন্ট্রি পয়েন্ট হতে পারে প্রায় 0.6541।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.