empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

01.08.202511:48 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিটকয়েনের মূল্য $114,300-এর কাছাকাছি নেমে গিয়েছে, ইথেরিয়ামের মূল্য $3,615 লেভেলে পৌঁছেছে

নতুন মাসের শুরুটা তুলনামূলকভাবে স্থিরভাবেই শুরু হয়েছে, যদিও সপ্তাহের শুরুতে বিটকয়েন $120,000 লেভেলের কাছাকাছি ট্রেড করছিল। এখন দেখার বিষয় হলো, বড় ট্রেডাররা এই দরপতনের সুযোগ কাজে লাগিয়ে বিটকয়েন ক্রয় করবে নাকি কারেকশন আরও গভীর হয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্যাপক নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হবে।

Exchange Rates 01.08.2025 analysis

এদিকে, মাইকেল সেলরের নেতৃত্বাধীন বিখ্যাত প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রতিষ্ঠানটি অতিরিক্ত $4.2 বিলিয়ন তোলার পরিকল্পনা করছে। এটি স্পষ্ট যে, এই অর্থ বিটকয়েন কেনার জন্য ব্যবহার করার উদ্দেশ্য তোলা হবে। এই পদক্ষেপটি স্ট্র্যাটেজি এবং মাইকেল সেলরের বিটকয়েনের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি দৃঢ় আস্থার প্রতিফলন ঘটায়। ক্রিপ্টো মার্কেটের অস্থিরতা এবং মাঝে মাঝে সমালোচনামূলক মন্তব্য সত্ত্বেও, প্রতিষ্ঠানটি BTC-এর পজিশন সম্প্রসারণ করে চলেছে, এটিকে একটি কৌশলগত সম্পদ এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দেখছে। বিটকয়েন কেনার জন্য এত বড় অঙ্ক সংগ্রহের প্রচেষ্টা স্ট্র্যাটেজির উচ্চাকাঙ্ক্ষারই ইঙ্গিত দেয় এবং একইসঙ্গে মার্কেটে অতিরিক্ত চাহিদা তৈরি করে যা BTC-র মূলে সহায়ক প্রভাব ফেলতে পারে।

একই সঙ্গে, এতটা আগ্রাসী কৌশল গ্রহণের ফলে ঝুঁকির নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, স্ট্র্যাটেজির অ্যাসেটের একটি বড় অংশ শুধুমাত্র বিটকয়েনের সঙ্গে যুক্ত, যা প্রতিষ্ঠানটিকে বিটকয়েনের মূল্যের তীব্র ওঠানামার সম্মুখীন করতে পারে। তবে স্ট্র্যাটেজির সমর্থকরা তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ দৃষ্টিভঙ্গি এবং BTC-র মূল্যের স্থিতিশীল বৃদ্ধির প্রতি আস্থার দিকটি তুলে ধরছেন। সর্বশেষে, স্ট্র্যাটেজির $4.2 বিলিয়ন সংগ্রহ করে বিটকয়েন কেনার সিদ্ধান্ত একটি সাহসী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা মার্কেটের বিনিয়োগকারীদের কড়া নজরদারিতে থাকবে। এটি ক্রিপ্টো মার্কেটে আরও ঊর্ধ্বমুখী প্রবণতায় সহায়ক হতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুরূপ পদক্ষেপ নিতে ও ঝুঁকির ক্ষেত্রে বৈচিত্র্য আনতে উৎসাহিত করতে পারে।

ট্রেডিংয়ের পরামর্শ

Exchange Rates 01.08.2025 analysis

বিটকয়েনের টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি
বর্তমানে ক্রেতারা বিটকয়েনের মূল্যকে $116,000 লেভেলের পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছেন, যা এটির মূল্যের $117,500 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে এবং সেখান থেকে $118,800 লেভেলে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা হলো $120,400 উচ্চতা, যা ব্রেকআউট করে বিটকয়েনের মূল্য ঊর্ধ্বমুখী হলে সেটি মার্কেটে শক্তিশালী বুলিশ প্রবণতা নিশ্চিত করবে। যদি দরপতন ঘটে, তাহলে মূল্য $114,000 লেভেলের আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রেডিং ইন্সট্রুমেন্টের মূল্য উল্লিখিত লেভেলের ফিরে এলে BTC-এর মূল্য দ্রুত $112,000 লেভেলের দিকে নেমে যেতে পারে। সর্বনিম্ন লক্ষ্যমাত্রা থাকবে $109,600 জোন।

Exchange Rates 01.08.2025 analysis

ইথেরিয়ামের টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি
$3,690 লেভেলের উপরে একটি স্পষ্ট কনসোলিডেশন সরাসরি ইথেরিয়ামের মূল্যের $3,753 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সবচেয়ে দূরবর্তী লক্ষ্য হবে $3,828-এর উচ্চতা, যার ব্রেক করে মূল্য ঊর্ধ্বমুখী হলে সেটি মার্কেটে নতুন করে ক্রেতাদের আগ্রহ নির্দেশ করবে। যদি ইথেরিয়ামের দরপতন হয়, তাহলে মূল্য $3,607 লেভেলের আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল্য এই লেভেলের নিচে ফেরত এলে ETH-এর মূল্য দ্রুত $3,534 লেভেলের দিকে নেমে যেতে পারে। সর্বনিম্ন লক্ষ্যমাত্রা হবে $3,457 জোন।

চার্টে যা আছে

  • লাল লাইনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে বা তীব্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
  • সবুজ লাইন 50-দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • নীল লাইন 100-দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • লাইম রঙের লাইন 200-দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • যদি মূল্য এই মুভিং এভারেজগুলো টেস্ট বা অতিক্রম করে, তাহলে তা প্রায়শই মূল্যের মুভমেন্ট থামিয়ে দেয় অথবা মার্কেটে নতুন মোমেন্টাম আনতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.