empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.07.202511:26 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: কেন ইউরোর তীব্র দরপতন ঘটলো?

ইইউ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর ইউরো 1%–এর বেশি হারে দরপতনের শিকার হয়েছে—যদিও এই চুক্তি নিয়ে সকল পক্ষ একমত নন।

ইউরোপীয় নেতাদের মধ্যে বিভক্তি পরিলক্ষিত হয়েছে। কেউ কেউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পাদিত চুক্তিকে সমর্থন করেছেন—যার অধীনে ইউরোপীয় ইউনিয়ন তার অধিকাংশ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রে 15% শুল্ক সম্মত হয়েছে—অন্যদিকে অনেকে এর বিরোধিতা করেছেন, কারণ তারা মনে করেন এতে শিল্প খাত, বিশেষ করে জার্মানিতে, ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা যেতে পারে।

Exchange Rates 29.07.2025 analysis

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, যিনি রোববার ট্রাম্পের সঙ্গে স্কটল্যান্ডের টার্নবেরিতে তার গল্ফ ক্লাবে দেখা করেন, এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের জন্য স্থিতিশীলতা এবং পূর্বানুমানযোগ্যতা বয়ে আনবে। ইইউ জানত যে এই চুক্তি আমেরিকার জন্য বেশি সুবিধাজনক, কিন্তু ভন ডার লেইন সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন যে, আমরা কোথা থেকে এসেছি ভুলে যাবেন না—ট্রাম্পের শুল্ক হুমকি 50% পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারত।

রপ্তানিনির্ভর ইইউ দেশগুলো, বিশেষ করে জার্মানির জন্য এই শুল্ক হ্রাস স্বস্তির বিষয় ছিল, যারা 2024 সালে $34.9 বিলিয়ন মূল্যের নতুন গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ বলেন, "এই চুক্তি একটি বাণিজ্য সংঘর্ষ এড়াতে সাহায্য করেছে, যা রপ্তানিনির্ভর জার্মান অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারত।" তিনি স্বীকার করেন, তিনি ট্রান্সআটলান্টিক বাণিজ্যের ক্ষেত্রে আরও বিস্তৃত ছাড় পছন্দ করতেন, তবে চুক্তিটি মূল স্বার্থগুলো রক্ষা করেছে।

অর্থনীতিবিদদের মতে, এই চুক্তি না হলে, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে গড় কার্যকর শুল্ক হার 13.5% থেকে বেড়ে প্রায় 18%–এ পৌঁছে যেত। নতুন চুক্তির মাধ্যমে এটি 16%–এ নামানো হয়েছে। এই প্রেক্ষাপটে, ইউরো ডলারের বিপরীতে দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে—যা প্রায় 1%। এটি ১২ মে-এর পর থেকে সবচেয়ে বড় দরপতন, এবং বর্তমানে ইউরো প্রধান মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল পারফর্ম করছে।

তবে জার্মানির অটোমোটিভ শিল্পের প্রতিনিধিরা ম্যার্জের সঙ্গে একমত নন। তাদের মতে, এই চুক্তি গাড়ি খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং ইউরোপীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করেছে। জার্মান শিল্প ফেডারেশন BDI-এর নির্বাহী বোর্ড সদস্য উলফগ্যাং নিডারমার্ক বলেন, "এই চুক্তি একটি অসম্পূর্ণ আপোষ এবং উভয় পক্ষের ঘনিষ্ঠভাবে সংযুক্ত অর্থনীতির জন্য এক বিপর্যয়কর বার্তা। ইইউ যন্ত্রণাদায়ক শুল্ক মেনে নিয়েছে। এমনকি 15% শুল্কও জার্মানির রপ্তানিনির্ভর শিল্প খাতের ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে।"

ফ্রান্স, যারা আলোচনার সময় আরও আগ্রাসী অবস্থান নিয়েছিল, চুক্তির আনীত স্থিতিশীলতাকে স্বীকার করলেও ইইউর এনফোর্সমেন্ট টুল সক্রিয় করার পরামর্শ দিয়েছে—যা একটি পাল্টা ব্যবস্থা, যার অধীনে মার্কিন টেক কোম্পানিগুলোর ওপর আঘাত হানা এবং ইউরোপে মার্কিন কোম্পানিগুলোর পাবলিক প্রকিউরমেন্টে অংশগ্রহণ নিষিদ্ধ করা যেতে পারে। ফরাসি ইউরোপীয় বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, "স্পষ্ট করে বলা যাক: বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় এবং টেকসই হতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রান্সআটলান্টিক অঞ্চলে যে মুক্ত বাণিজ্য যৌথ সমৃদ্ধি এনেছিল, তা এখন যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে এবং তারা অর্থনৈতিক চাপ প্রয়োগ ও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখাচ্ছে।"

ডাচ বৈদিশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী হান্নেকে বুরমা–ও এই চুক্তিকে অনুকূল মনে করেন না এবং ইউরোপীয় কমিশনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, যিনি বহুদিন ধরে ব্রাসেলসের জন্য বিরক্তির কারণ, আরও কঠোর অবস্থান নিয়েছেন—তিনি আংশিকভাবে ভন ডার লেইনের সমালোচনা করে এবং একযোগে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন: "স্পষ্ট যে এই চুক্তি ডোনাল্ড ট্রাম্প এবং উরসুলা ভন ডার লেইনের মধ্যে হয়েছে বলে মনে হয় না," অরবান সোমবার একটি সরকার পক্ষের ইনফ্লুয়েন্সারের সঙ্গে অনলাইন সাক্ষাৎকারে এই কথা বলেন। "ডোনাল্ড ট্রাম্প উরসুলা ভন ডার লেইনকে সকালের নাশতার সঙ্গে খেয়ে ফেলেছেন। মার্কিন প্রেসিডেন্ট একজন হেভিওয়েট আলোচক, আর ম্যাডাম প্রেসিডেন্ট একজন ফেদারওয়েট।"

স্পষ্টতই, এই মতবিরোধ আরও তীব্র হবে, যতোই মার্কিন-ইইউ বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ পাবে ইউরোর ওপর আরও চাপ পড়বে।

EUR/USD-এর টেকনিক্যাল চিত্র:

বর্তমানে, ক্রেতাদের এই পেয়ারের মূল্যকে 1.1580 লেভেলে পুনরুদ্ধারের পথ খুঁজে বের করতে হবে। কেবল তখনই 1.1620 লেভেল টেস্ট করার চেষ্টা করা যেতে পারে। সেখান থেকে এই পেয়ারের মূল্যের 1.1635 পর্যন্ত উঠার সম্ভাবনা তৈরি হবে—তবে বড় ক্রেতাদের সমর্থন ছাড়া এটি করা বেশ কঠিন হবে। সর্বোচ্চ ঊর্ধ্বমুখী লক্ষ্যমাত্রা হলো 1.1660। যদি এই পেয়ারের দরপতন ঘটে, তাহলে মূল্য 1.1560 লেভেলের আশেপাশে থাকা অবস্থায় উল্লেখযোগ্য ক্রয়ের চাপের আশা করা যায়। যদি সেখানে বড় ক্রেতারা সক্রিয় না থাকে, তাহলে 1.1510 নিকটস্থ নিম্ন লেভেল অথবা 1.1480 থেকে লং পজিশনের কথা বিবেচনা করা যেতে পারে।

GBP/USD-এর টেকনিক্যাল চিত্র:

পাউন্ডের ক্রেতাদের প্রথমে এই পেয়ারের মূল্যকে 1.3360–এর নিকটবর্তী রেজিস্ট্যান্সে পুনরুদ্ধার করতে হবে। কেবল তা করা হলে মূল্যের 1.3385-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে, যদিও এটি ব্রেক করা কঠিন হবে। সর্বোচ্চ ঊর্ধ্বমুখী লক্ষ্য হলো 1.3415। যদি এই পেয়ারের দরপতন ঘটে, তাহলে মূল্য 1.3330–এর নিচে থাকা অবস্থায় বিক্রেতারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা এতে সফল হয়, তাহলে এই রেঞ্জ ব্রেক করা হলে সেটি ক্রেতাদের অবস্থানে বড় ধরনের আঘাত দেবে এবং GBP/USD পেয়ারের মূল্যকে 1.3295 লেভেলের দিকে নামিয়ে আনবে, যেখানে 1.3255 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও তৈরি হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.