empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.07.202510:12 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৮ জুলাই: S&P 500 ও নাসডাক স্টক সূচক নতুন সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে

গত শুক্রবার, মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়। S&P 500 সূচক 0.40% বৃদ্ধি পেয়েছে, নাসডাক 100 সূচক 0.20% বৃদ্ধি পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.47% বৃদ্ধি পেয়েছে।

Exchange Rates 28.07.2025 analysis

মার্কিন স্টক মার্কেটের এই রেকর্ড ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পাদনের পর, যা ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ অনেকটাই প্রশমিত করেছে। এটি স্পষ্ট যে, মার্কিন কোম্পানিগুলোর মুনাফার পূর্বাভাস উন্নত হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক বাধা অপসারণের অর্থ হলো পণ্য ও সেবার অধিক মুক্ত চলাচল, যা মুনাফা ও রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে। বিনিয়োগকারীরা এই খবরকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে, প্রধান সূচকগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতায় যার প্রতিফলন ঘটেছে। তবে, মার্কেটের অন্যান্য অনুঘটকগুলোও উপেক্ষা করা উচিত নয়। মূল্যস্ফীতি এখনো উদ্বেগের কারণ, এবং ফেডারেল রিজার্ভ সম্ভবত মূল্যস্ফীতি বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখবে। এর ফলে করপোরেট প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর চাপ পড়তে পারে এবং অর্থনৈতিক সম্প্রসারণের গতি মন্থর হতে পারে।

শুক্রবার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর আজ S&P 500 ফিউচার 0.5% বেড়েছে। মার্কিন-ইইউ চুক্তি স্বাক্ষরের পর ইউরোপীয় ইকুইটি ফিউচার 1.1% বৃদ্ধি পেয়েছে। MSCI অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যদিও এশিয়ার স্টক সূচকগুলো স্থিতিশীল মার্কিন-ইইউ চুক্তি স্বাক্ষরের পর। ডলারের বিপরীতে ইউরো পূর্বের দর বৃদ্ধি ধরে রেখেই সামান্য পরিবর্তিত হয়েছে। অপরিশোধিত তেলের দাম 0.5% বেড়েছে।

মার্কেট এপ্রিলের নিম্নমুখী প্রবণতা থেকে ঘুরে দাঁড়িয়েছে, বিনিয়োগকারীরা সর্বশেষ বাণিজ্য চুক্তি ও যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য সম্প্রসারণ থেকে আশাবাদ খুঁজে নিচ্ছে। ট্রাম্প প্রতিশ্রুত 30%-এর তুলনায় 15% শুল্ক অনেকটাই কম, তবে এটি ইউরোপীয় কর্মকর্তাদের প্রত্যাশিত 10%-এর চেয়ে বেশি। নিঃসন্দেহে, এই সপ্তাহের আশাবাদী আবহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফলের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বে, পাশাপাশি ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অফ জাপানের আসন্ন বৈঠক অনুষ্ঠিত হবে এবং বড় কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদনও প্রকাশিত হবে, যেগুলো বিনিয়োগকারীদের মনোভাব ও বৈশ্বিক অর্থনীতির গতিপথ নির্ধারণ করতে পারে।

এই চুক্তি ইকুইটি বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে, যদিও পরবর্তী ঊর্ধ্বমুখী প্রবণতা তুলনামূলকভাবে দুর্বল হতে পারে, কারণ এই চুক্তির খবর আগেই জাপান চুক্তির পটভূমিতে মার্কেটে মূল্যায়িত হয়ে থাকতে পারে। এখন সম্ভাবনা রয়েছে যে, এই বাণিজ্য চুক্তির পর মার্কিন ডলার বিক্রির প্রবণতা হয়তো আর ফিরে নাও আসতে পারে।

এদিকে, হংকং ও চীনের স্টক মার্কেটে প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, কারণ সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন শুল্ক যুদ্ধবিরতি আরও তিন মাস বাড়াতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনের ভাইস-প্রিমিয়ার হে লিফেং আজ স্টকহোমে সাক্ষাৎ করবেন। পাশাপাশি, আশাব্যঞ্জক বাণিজ্য পরিস্থিতি এবং শক্তিশালী ইউয়ানের কারণে গোল্ডম্যান শ্যাক্স তাদের ১২ মাসের MSCI চায়না ইনডেক্সের মূল্যায়ন উন্নত করে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে।

এশিয়াতে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও শাসক দলের ভেতর থেকে পদত্যাগের চাপ বাড়ছে।

Exchange Rates 28.07.2025 analysis

S&P 500 সূচকের টেকনিক্যাল পূর্বাভাস:
আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স $6,423 ব্রেক করা। সূচকটির দর এই লেভেলের ওপরে গেলে সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং সূচকটির $6,434-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। একইভাবে, ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হবে সূচকটিকে $6,446 লেভেলের ওপরে রাখা, যা তাদের অবস্থান আরও মজবুত করবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের প্রেক্ষিতে নিম্নমুখী প্রবণতা শুরু হয়, তাহলে সূচকটির দর $6,410 লেভেলে থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হতে পারে। এই লেভেল ব্রেক করে গেলে, সূচকটির দর দ্রুত $6,400-এর দিকে নামতে পারে এবং $6,392-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.