empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

10.07.202507:15 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ১০ জুলাই

GBP/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

Exchange Rates 10.07.2025 analysis

বুধবার ডিসেন্ডিং চ্যানেলের ভেতরে GBP/USD পেয়ারের মূল্যের মুভমেন্ট অব্যাহত ছিল। তবে 4-ঘণ্টার টাইমফ্রেমে একটি আরও আকর্ষণীয় পরিস্থিতি দেখা গেছে, যেখানে এই পেয়ারের মূল্য একাধিকবার সেনকৌ স্প্যান B লাইন ব্রেক করার চেষ্টা করেছে—কিন্তু তা ব্যর্থ হয়েছে। এর অর্থ হলো, ইচিমোকু সূচক এখনো এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হওয়ার সংকেত দিচ্ছে না; বরং এটি একটি কারেকশন, যা আজ বা আগামীকালই শেষ হতে পারে।

একইসাথে, 1-ঘণ্টার টাইমফ্রেমে ডিসেন্ডিং চ্যানেলের উপরে এই পেয়ারের কনসোলিডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিম্নমুখী কারেকশনের সমাপ্তির ইঙ্গিত দেবে। খুব সহজেই এই ধরনের মুভমেন্ট ঘটতে পারে।

এর পাশাপাশি, গত এক সপ্তাহে ডলারের দর শুধুমাত্র টেকনিক্যাল কারেকশনের ভিত্তিতে বেড়েছে। মার্কেটের ট্রেডাররা আপাতত ডলার বিক্রির পুনরায় শুরু থেকে নিজেকে বিরত রেখেছে। ট্রাম্প বেশ কয়েকটি নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পরও বাস্তবে কোনো শুল্ক প্রয়োগ করা হয়নি বা বৃদ্ধি পায়নি। তবুও, ট্রেডাররা সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল মৌলিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফল উপেক্ষা করছে—যেমনটি গত সপ্তাহেও দেখা গেছে। তাহলে ডলারকে কী সাহায্য করতে পারে? যদি ট্রাম্পের শুল্ক বাতিল হয়। আর সেটা কে করবে? কেউ না।

5-মিনিটের চার্টে, এই পেয়ারের মূল্য সেনকৌ স্প্যান B লাইন এবং 1.3615 লেভেলের মধ্যে অবস্থিত সংকীর্ণ সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। এই লোয়ার টাইমফ্রেমেও, এই পেয়ারের মূল্য একদিনে চারবার ইচিমোকু ক্লাউডের নিচের সীমা থেকে রিবাউন্ড করেছে—যা প্রত্যেকবারই বাই সিগনাল হিসেবে কাজ করেছে। এর মধ্যে কেবলমাত্র একটি ট্রেডই 1.3615 লেভেলের নিকটতম টার্গেটে পৌঁছেছে, তবে কোনো লং পজিশন থেকেই লোকসান হয়নি। 1.3615 লেভেল থেকেও মূল্য দুইবার রিবাউন্ড করেছে, যা ট্রেডারদের জন্য দুটি অতিরিক্ত শর্ট পজিশন ওপেন করার সুযোগ দিয়েছে। উভয় ক্ষেত্রেই এই পেয়ারের মূল্য প্রায় সেনকৌ স্প্যান B লাইনের কাছাকাছি ফিরে গেছে।

COT রিপোর্ট

ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্ট অনুযায়ী, কমার্শিয়াল ট্রেডারদের মনোভাব গত কয়েক বছরে বারবার পরিবর্তিত হয়েছে। কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন নির্দেশকারী লাল এবং নীল লাইনগুলো প্রায়শই একে অপরকে অতিক্রম করছে এবং সাধারণত শূন্য স্তরের কাছাকাছি রয়েছে। বর্তমানে এই লাইনগুলো আবারও কাছাকাছি অবস্থান করছে, যা লং এবং শর্ট পজিশনের সংখ্যা প্রায় সমান হওয়ার ইঙ্গিত দেয়। তবে গত 18 মাসে সামগ্রিকভাবে নেট পজিশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতেও এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতিমালার কারণে ডলার অব্যাহতভাবে দুর্বল হয়ে পড়ছে, তাই পাউন্ডের প্রতি মার্কেট মেকারদের চাহিদার বিষয়টি বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যেভাবেই হোক, বাণিজ্য যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলবে বলে মনে হচ্ছে। সেই অনুযায়ী, ডলারের চাহিদা দুর্বল থাকাটাই স্বাভাবিক। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, "নন-কমার্শিয়াল" গ্রুপ 7,300টি লং এবং 10,300টি শর্ট পজিশন ওপেন করেছে। সুতরাং, সপ্তাহজুড়ে নেট পজিশনের সংখ্যা 3,000 কমেছে, যা বিশেষ গুরুত্বপূর্ণ নয়।

2025 সালে, পাউন্ড উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে, তবে এর কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি। এই প্রভাব একবার শেষ হলে, ডলার আবারও শক্তিশালী হতে পারে, তবে তা কখন হবে কেউ জানে না। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কেবল দায়িত্ব গ্রহণ করেছেন, এবং আগামী চার বছরে আরও অনেক অস্থিরতা দেখা যেতে পারে।

GBP/USD 1H চার্টের পেয়ারের বিশ্লেষণ

1-ঘণ্টার টাইমফ্রেমে, এখনো GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী মুভমেন্ট বজায় রয়েছে, যা একটি টেকনিক্যাল কারেকশন। গত সপ্তাহে মার্কেটের ট্রেডাররা মার্কিন যুক্তরাষ্ট্রের সামষ্টিক প্রতিবেদনের সকল ইতিবাচক ফলাফল উপেক্ষা করেছে এবং সেনকৌ স্প্যান B লাইনের উপরে উঠতে ব্যর্থ হয়েছে। তাই আমরা মনে করি, পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা খুব শিগগিরই পুনরায় শুরু হবে। ইচিমোকু ক্লাউডের নিচে কনসোলিডেশন ঘটলে ডলারের মূল্য স্বল্প সময়ের জন্য বৃদ্ধি পেতে পারে, তবে এমন অবস্থায়ও আমরা উল্লেখযোগ্য বৃদ্ধির আশা করছি না।

১০ জুলাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ট্রেডিং লেভেল:

1.3212, 1.3288, 1.3358, 1.3439, 1.3489, 1.3537, 1.3615, 1.3741–1.3763, 1.3833, 1.3886
প্রাসঙ্গিক লেভেল: সেনকৌ স্প্যান B - 1.3569 এবং কিজুন-সেন - 1.3602

এই পেয়ারের মূল্য সঠিক দিকে 20 পয়েন্ট এগিয়ে গেলে ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। মনে রাখবেন, ইচিমোকু সূচকের লাইনসমূহ দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় তা বিবেচনায় রাখতে হবে।

বৃহস্পতিবারের দৃষ্টিভঙ্গি

বৃহস্পতিবার যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র—কোনো দেশেই কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নেই। এই সপ্তাহে ডলারের নেতিবাচক মৌলিক প্রতিবেদন উপেক্ষিত হয়েছে করেছে, তবে বর্তমান মুভমেন্ট এখনো একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি খুব শিগগিরই শেষ হতে পারে।

চার্টের উপাদানগুলোর ব্যাখ্যা:

  • গাঢ় লাল লাইন – রেজিস্ট্যান্স/সাপোর্ট লেভেল, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে। এগুলো ট্রেড সিগনালের উৎস নয়।
  • কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান B লাইন – ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘণ্টা টাইমফ্রেম থেকে 1-ঘণ্টা টাইমফ্রেমে স্থানান্তর করা হয়েছে। এগুলো শক্তিশালী লেভেল।
  • হালকা লাল লাইন – মূল্য যে চূড়ান্ত পয়েন্টগুলো থেকে পূর্বে বাউন্স করেছে। এগুলো ট্রেড সিগনালের প্রদানকারী লেভেল।
  • হলুদ লাইন – ট্রেন্ডলাইন, ট্রেন্ড চ্যানেল অথবা অন্যান্য টেকনিক্যাল প্যাটার্ন।
  • COT চার্টের ইনডিকেটর 1 – প্রতিটি ক্যাটাগরির ট্রেডারদের নেট পজিশনের সংখ্যা নির্দেশ করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.