empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.07.202511:42 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৯ জুলাই: S&P 500 এবং নাসডাক সূচক প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যর্থ হচ্ছে

সোমবার মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রতিফলন ঘটায়। S&P 500 সূচক 0.07% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক সামান্য 0.03% বৃদ্ধি পেয়েছে, আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.37% হ্রাস পেয়েছে।

অন্যদিকে, চীনের স্টক মার্কেটে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যেখানে ঋণাত্নক মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নতুন পদক্ষেপ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্দীপনার আশায় বিনিয়োগকারীদের আশাবাদী মনোভাব প্রতিফলিত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক হুমকির পর কপারের ফিউচারসের দাম বেড়েছে। সাংহাই স্টক এক্সচেঞ্জ সূচকের দর 0.4% বেড়ে বার্ষিক সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে, এবং চীনের CSI 300 সূচক ডিসেম্বরের পর সর্বোচ্চ লেভেলের কাছাকাছি উঠেছে।

Exchange Rates 09.07.2025 analysis

বুধবার প্রকাশিত নতুন প্রতিবেদন দেখা গেছে, চীনের শিল্প খাত টানা 33 মাস ধরে ঋণাত্নক মুদ্রাস্ফীতির মধ্যে রয়েছে, যদিও জুনে ভোক্তা মূল্যস্ফীতিতে আশাতীত ঊর্ধ্বগতি দেখা গেছে। এটি বেইজিংয়ে আসন্ন জুলাইয়ের পলিটব্যুরো বৈঠকে আলোচনার খোরাক দিয়েছে, যেখানে দেশটির সরকার শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন হ্রাসের প্রতিশ্রুতি দেওয়ার পর বিনিয়োগকারীরা আরও শক্তিশালী নীতিগত পদক্ষেপের প্রত্যাশায় রয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে চীনের এই ঋণাত্নক মুদ্রাস্ফীতিবিরোধী পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন হলে তা বৈশ্বিক বাণিজ্য ও স্টক মার্কেটের সহায়ক হতে পারে। এর ফলে ঋণাত্নক মুদ্রাস্ফীতির চাপ কমে গেলে ও কর্পোরেট মার্জিন উন্নত হলে সস্তা চীনা পণ্যের রপ্তানি হ্রাস পেয়ে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনাও প্রশমিত হতে পারে।

তবে চীনের স্টক মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও, এশিয়ার অন্যান্য স্টক মার্কেট এবং S&P 500 ও নাসডাক ফিউচারের দরপতন ঘটেছে। ট্রাম্প ফের বাণিজ্য উত্তেজনা উসকে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি আগ্রহ কমে গেছে। মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড টানা পাঁচদিন ধরে কমেছে, কারণ বিশ্বব্যাপী দুর্বল চাহিদা পরিলক্ষিত হচ্ছে এবং এই সপ্তাহে প্রচুর বন্ড নিলাম রয়েছে। মার্কিন ডলারের দর সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে।

অন্যদিকে, ট্রেডাররা সতর্ক মনোভাব গ্রহণ করেছে—ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাতের প্রভাব নিয়ে দুশ্চিন্তা এবং গত সপ্তাহের রেকর্ড উচ্চতার পর স্টকের ভবিষ্যৎ দিক নির্ধারণে ইঙ্গিতের অপেক্ষা চলছে। মঙ্গলবার ট্রাম্প আবারও আগ্রাসী হারে শুল্ক আরোপের পক্ষে জোর দিয়েছেন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানসহ বেশ কিছু দেশকে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আগস্টের শুরু থেকে আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ কার্যকর করা হবে এবং আর কোনো ছাড়ের মেয়াদ বাড়ানো হবে না। তিনি তামা আমদানির ওপর 50% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন এবং বিদেশি ওষুধের ওপর 200% শুল্ক আরোপ এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দেন, যাতে সংশ্লিষ্ট শিল্প খাত নতুন পরিস্থিতির সাথে সমন্বয় করার সময় পায়।

Exchange Rates 09.07.2025 analysis

অন্য এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নের কর ও জরিমানা নিয়ে অসন্তোষ অব্যাহত থাকলে তিনি আগামী দুই দিনের মধ্যে একতরফাভাবে ইউরোপীয় পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন, যদিও ইউরোব্লকের সঙ্গে বিস্তৃত বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, আজকের জন্য S&P 500 সূচকের ক্রেতাদের মূল লক্ষ্য হলো $6,223-এর রেজিস্ট্যান্স লেভেলটি ব্রেক করে সূচকটিকে ঊর্ধ্বমুখী করা। এতে সফল হলে $6,234-এর দিকে দর বৃদ্ধির সুযোগ তৈরি হবে। আরও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে হলে ক্রেতাদের $6,245 লেভেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, যা তাদের অবস্থানকে আরও মজবুত করবে। তবে যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা দুর্বল হয়, তাহলে ক্রেতাদের অবশ্যই সূচকটিকে $6,211 সাপোর্ট লেভেলের উপরে ধরে রাখতে হবে। সূচকটি এই লেভেলের নিচের নেমে গেলে এটি তীব্রভাবে $6,200 পর্যন্ত নেমে যেতে পারে এবং আরও নিচে $6,185 পর্যন্ত দরপতনের ঝুঁকি তৈরি হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.