empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

08.07.202510:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় মার্কিন স্টক মার্কেটে দরপতন। কারেকশন কি শুরু হলো?

Exchange Rates 08.07.2025 analysis

S&P 500

৮ জুলাইয়ের পর্যালোচনা

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় মার্কিন স্টক মার্কেটে দরপতন

সোমবার প্রধান মার্কিন স্টক সূচকসমূহের ফলাফল: ডাও জোন্স -0.9%, নাসডাক -0.9%, S&P 500 সূচক -0.8%, S&P 500 সূচক: 6,230, ট্রেডিং রেঞ্জ: 5,900–6,400।

ছুটির সপ্তাহান্তের আগে মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছিল। জুন মাসে কর্মসংস্থান খাতের প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল, ট্রাম্পের "বিগ বিউটিফুল বিল" পাস হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ, এবং S&P 500 ও নাসডাক সূচকের রেকর্ড উচ্চতা—সব মিলিয়ে স্টক মার্কেটে যেন আতশবাজির রোশনাই ছড়িয়ে পড়েছিল।

তবে, এই ঊর্ধ্বমুখী মোমেন্টাম সোমবার হঠাৎ থমকে যায়, যা একটি ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বাভাবিক কারেকশনের অংশ হিসেবে দেখা যাচ্ছে, আর মার্কেটে আসা নেতিবাচক সংবাদের স্রোত স্টক বিক্রির জন্য একটি যথাযথ অজুহাত হিসেবে কাজ করেছে।

বিশেষ করে, প্রেসিডেন্ট ট্রাম্প কিছু নির্দিষ্ট দেশের উদ্দেশে চিঠি পাঠানো শুরু করেছেন, যেখানে জানানো হয়েছে—যদি আগামী 1 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অনুকূল বাণিজ্য চুক্তি সম্পাদিত না হয়, তাহলে সেই দেশগুলোর ওপর উচ্চ হারে শুল্ক কার্যকর করা হবে। এই তালিকায় ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল না। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি, ট্রাম্প শুল্ক সংক্রান্ত আলোচনা শেষ করার সময়সীমা 9 জুলাই থেকে বাড়িয়ে 1 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন।

এই খবর আসলে আগেই আলোচিত হয়েছিল, তাই এটি একদম নতুন কিছু ছিল না। তবুও, এটি সোমবারে বিস্তৃত এবং তুলনামূলকভাবে নিয়ন্ত্রিতভাবে স্টক বিক্রির একটি সুস্পষ্ট কারণ হিসেবে কাজ করেছে।

দিনজুড়ে নিম্নমুখী প্রবণতার মধ্যে S&P 500 সূচকের ট্রেড করা হয়েছে, যা 6,200 লেভেলের কাছাকাছি নেমে আসে, যদিও শেষ 90 মিনিটে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়।

ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক (-1.9%) এবং রাসেল 2000 সূচক (-1.6%)—সাম্প্রতিক সময়ে যেসব সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে—তারা মঙ্গলবারের সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে।

NYSE-এ প্রায় 4:1 এবং Nasdaq-এ প্রায় 3:1 হারে দরপতনের শিকার হওয়া স্টকের সংখ্যা দর বৃদ্ধি পাওয়া স্টকের সংখ্যার চেয়ে এগিয়ে ছিল, যা মার্কেটে বড় আকারের পতনের ইঙ্গিত দেয়।

S&P 500-এর 11টি সেক্টরের মধ্যে 9টিতেই নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে।

মাত্র দুটি সেক্টর—ডিফেন্সিভ ইউটিলিটিজ (+0.2%) এবং কনজিউমার স্ট্যাপলস (+0.1%)—সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

সবচেয়ে খারাপ ফলাফল প্রদর্শন করেছে কনজিউমার ডিসক্রিশনারি (-1.3%), যার প্রধান কারণ হচ্ছে টেসলার শেয়ারের তীব্র দরপতন (TSLA 294.11, -21.24, -6.74%)।

এই দরপতনের পেছনে এই আশঙ্কা ছিল যে, ইলন মাস্ক হয়তো তাঁর নতুন রাজনৈতিক দল "পার্টি অব আমেরিকা" নিয়ে অতিরিক্তভাবে ব্যস্ত হয়ে পড়েছেন। একইসঙ্গে, ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে যে, টেসলা চীনে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়ছে।

অন্য যেসব সেক্টরে নেতিবাচক ফলাফল দেখা গেছে সেগুলো হলো: ম্যাটেরিয়ালস (-1.0%), এনার্জি (-1.0%), ফাইন্যান্সিয়ালস (-1.0%), কমিউনিকেশন সার্ভিসেস (-0.9%), এবং হেলথকেয়ার (-0.9%)।

শেল পিএলসির (SHEL 69.84, -2.08, -2.89%)–এর দ্বিতীয় প্রান্তিকের দুর্বল গাইডেন্স এবং OPEC+–এর আগস্ট মাসে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তে এনার্জি স্টকগুলো চাপে পড়ে। জুলাইয়ে যেখানে দৈনিক উৎপাদনের মাত্রা 411,000 ব্যারেল ছিল, সেখানে আগস্টে তা দিন প্রতি 548,000 ব্যারেল করা হয়েছে।

তবে, WTI ক্রুড ফিউচারস দিনশেষে 1.5% বেড়ে প্রতি ব্যারেল $67.96–এ থাকা অবস্থায় লেনদেন শেষ করেছে।

এদিকে, ট্রেজারি বন্ড মার্কেটে সম্পূর্ণ ইয়িল্ড কার্ভজুড়ে ক্ষতির সাথে দিন শেষ হয়েছে। দীর্ঘমেয়াদি বন্ডে সবচেয়ে বেশি দরপতন দেখা গেছে, যার ফলে কার্ভ কিছুটা স্টিপ হয়েছে। অনেক বিশ্লেষক এটিকে উচ্চ স্তরের দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ফেডের সুদের হার কমানোর ইচ্ছার অভাব হিসেবে ব্যাখ্যা করছেন।

2-বছর মেয়াদি নোটের ইয়িল্ড এক বেসিস পয়েন্ট বেড়ে 3.89%-এ দাঁড়িয়েছে, আর 10-বছর মেয়াদি বন্ডের ইয়িল্ড 4 বেসিস বেড়ে 4.39% পয়েন্টে পৌঁছেছে।

গতকাল যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি।

চলতি বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ফলাফল:

S&P 500: +5.9%
নাসডাক: +5.7%
ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ: +4.5%
S&P 400 সূচক: +1.2%
রাসেল 2000 সূচক: -0.7%

এনার্জি: ব্রেন্ট ক্রুডের দর $69.20-এ পৌঁছেছে — যা একদিনে প্রায় $1 বৃদ্ধি। OPEC+ উৎপাদন বৃদ্ধির ঘোষণা সত্ত্বেও তেলের দাম স্থিতিশীল রয়েছে।

উপসংহার: যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে কারেকশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পরামর্শ দিচ্ছি যে, যদি S&P 500 সূচক প্রায় 6,000 লেভেলে বা বর্তমান লেভেল থেকে প্রায় 4% নিচে নামে, তাহলে সেখানে লং পজিশন ওপেন করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.