empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.06.202507:27 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিশ্ববাজারে ইউরোর শক্তিশালী অবস্থান ও বিনিয়োগকারীদের আগ্রহ বজায় থাকবে

আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা তাঁর ভাষণে বলেন, তিনি ইউরোর বৈশ্বিক ভূমিকাকে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা দেখছেন। তাঁর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ভূরাজনৈতিক অস্থিরতা বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বিভাজনের বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। জর্জিয়েভা জোর দিয়ে বলেন, কোভিড-১৯ মহামারি এবং জ্বালানি সংকটসহ সাম্প্রতিক ধাক্কাগুলোর মুখেও ইউরোজোনের অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিশীলতা প্রদর্শন করেছে। তিনি উল্লেখ করেন যে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং সদস্য দেশগুলোর সরকারগুলোর সমন্বিত রাজস্ব ও মুদ্রানীতিগত পদক্ষেপগুলো এই সংকটগুলোর নেতিবাচক প্রভাব প্রশমিত করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করতে সাহায্য করেছে।

Exchange Rates 21.06.2025 analysis

জর্জিয়েভা বলেন, "বৈশ্বিক অর্থনীতিতে ইউরোর আরও গুরুত্বপূর্ণ এক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।"

তিনি আরও বলেন, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ইউরোজোনে অর্থনৈতিক ও আর্থিক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মূলধন বাজারগুলোর আরও গভীর একীভূতকরণ প্রয়োজন।

জর্জিয়েভা আরও বলেন, ইউরোর ভূমিকা শক্তিশালী হলে এটি ইউরোজোন ও বৈশ্বিক অর্থনীতি উভয়ের জন্যই উপকারী হতে পারে। শক্তিশালী ইউরো বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহ দিতে পারে এবং একই সঙ্গে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে পারে। তবে, তাঁর মতে, এই লক্ষ্যে পৌঁছাতে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে ইউরোজোনের কিছু দেশের ঋণের পরিমাণ হ্রাস এবং ইউরোপীয় অর্থনীতির প্রতিযোগিতামূলকতা উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি বৃহস্পতিবার লুক্সেমবার্গে সাংবাদিকদের বলেন, "ইউরোর সামনে বিশ্বব্যাপী আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিশাল সুযোগ রয়েছে। যদি আপনি উচ্চমানসম্পন্ন নিরাপদ বিনিয়োগের চাহিদার দিকে তাকান, এই মুহূর্তে তা সীমিত সরবরাহের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।"

তাঁর এই মন্তব্য অন্যান্য নীতিনির্ধারকদের বক্তব্যের সঙ্গেও প্রতিধ্বনিত হয়েছে, যার মধ্যে রয়েছেন ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে, যিনি ইউরোপকে এই মুহূর্তের সুযোগ কাজে লাগাতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য খাতের ওপর আক্রমণকে ইউরোপের পক্ষে ঘুরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন।

জর্জিয়েভা স্বীকার করেন যে ইউরোর সম্ভাব্য বিনিয়োগকারীরা এখনো বিভক্ত নিয়ন্ত্রণব্যবস্থা, গভীর মূলধন বাজারের অভাব, অসম্পূর্ণ অভ্যন্তরীণ বাজার এবং উচ্চ জ্বালানি খরচের কারণে দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে। তবে, তিনি বলেন, এই বাধাগুলো ইউরোপ অতিক্রম করতে পারে।

তিনি বলেন, "একটি গতিশীল, সমন্বিত ইউরোপীয় অর্থনীতি যেখানে ইক্যুইটি বিনিয়োগ এবং উদ্ভাবনী কোম্পানিগুলোর জন্য আরও সুযোগ রয়েছে, তা একক ইউরোপীয় মুদ্রায় মূলধন প্রবাহ আকর্ষণ করবে।"

২০১৯ সালের শেষ থেকে আইএমএফ-এর নেতৃত্বে থাকা জর্জিয়েভা বলেন, "ইইউ যখন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির দিকে এবং জ্বালানি ব্যবস্থার একীভূতকরণের দিকে এগোচ্ছে, তখন এটি ইউরোর প্রবৃদ্ধির জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করছে। আমি যেখানেই যাই, ইউরোপের প্রতি বিনিয়োগকারীদের দৃঢ় আগ্রহ দেখতে পাই।"

EUR/USD-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের এখন এই পেয়ারের মূল্যকে 1.1537 এর লেভেল ব্রেক করাতে হবে। কেবল তখনই এই পেয়ারের মূল্য 1.1579 লেভেলের টেস্টের দিকে অগ্রসর হতে পারবে। সেখান থেকে মূল্য 1.1628-এ উঠতে পারে, যদিও বড় ট্রেডারদের সহায়তা ছাড়া এটি করা কঠিন হবে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হবে 1.1670-এর লেভেল। যদি এই ইন্সট্রুমেন্টের দরপতন, তাহলে আমি কেবল 1.1495 লেভেলের কাছাকাছি ক্রেতাদের উল্লেখযোগ্য সক্রিয়তার আশা করছি। যদি সেই লেভেলে কোনো ক্রেতা সক্রিয় না থাকে, তবে 1.1450-এর নিম্ন লেভেলের টেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভাল অথবা 1.1410 থেকে লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করা যেতে পারে।

GBP/USD-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, পাউন্ড ক্রেতাদের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স 1.3425-এ পুনরুদ্ধার করতে হবে। কেবল তখনই এই পেয়ারের মূল্যের 1.3445-এর দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে—যা ব্রেক করে ওপরের দিকে যাওয়া বেশ কঠিন হবে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হচ্ছে 1.3475 এর লেভেল। যদি এই পেয়ারের দরপতন হয়, তাহলে বিক্রেতারা 1.3385 লেভেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, তাহলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিচের দিকে গেলে সেটি ক্রেতাদের জন্য বড় ধাক্কা হবে এবং GBP/USD পেয়ারের মূল্য 1.3360-এর নিম্ন পর্যন্ত নেমে যাবে, পরবর্তী লক্ষ্যমাত্রা হবে 1.3335 এর লেভেল।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.