empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.06.202512:04 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ডোনাল্ড ট্রাম্প – ভূরাজনৈতিক অনিশ্চয়তার মাস্টারমাইন্ড (তেল ও স্বর্ণের মূল্যের কারেকশনের সম্ভাবনা রয়েছে)

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ছয় মাস পার হতে না হতেই, মনে হচ্ছে তিনি ইতোমধ্যে তার "উজ্জ্বল" উদ্যোগ, আমেরিকাকে আবার মহান করার বিপ্লবাত্মক পদক্ষেপ, এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে বিশ্বকে পুরোপুরি ক্লান্ত করে তুলেছেন।

ট্রাম্পের অবিরাম হস্তক্ষেপ—দেশীয় ও আন্তর্জাতিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক—সবই এমন একটি অনিশ্চয়তার অবস্থা তৈরি করেছে যার কারণে তার কার্যক্রমের ফলাফল অনুমান করা প্রায় অসম্ভব। সম্প্রতি তার স্বীকারোক্তি যে, তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ঠিক আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, যা ভবিষ্যত পরিস্থিতির পূর্বাভাস দেওয়া আরও কঠিন করে তোলে। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত নেতিবাচক বিষয়। কৌশলগত অনিশ্চয়তার সময়ে সম্ভাব্য পরিস্থিতি যাচাই করা কঠিন। উদাহরণস্বরূপ, কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধান চান, কিন্তু পরে তিনি ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে ইরানের আত্মসমর্পণের দাবি জানিয়েছেন।

দেশীয় ও ভূ-অর্থনৈতিক নীতিতেও একই রকম দ্বৈত অবস্থান দেখা যায়। তার শুরু করা বাণিজ্য যুদ্ধ কেবল আংশিকভাবে আমেরিকার সমস্যা সমাধান করেছে। প্রধান বাণিজ্যিক "অংশীদার" ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন এখনও আত্মসমর্পণ করেনি এবং অব্যাহতভাবে প্রতিরোধ করে যাচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বাভাবিকভাবেই, ফিন্যান্সিয়াল মার্কেটগুলো এই নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দিয়েছে, এবং ইরানের প্রধান সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সরাসরি মার্কিন হামলার ব্যাপারে ট্রাম্পের মন্তব্য তেলের দাম আরও বাড়িয়েছে। যদিও বর্তমানে তার হুমকির বাস্তবায়নের অভাবের মধ্যে তেলের মূল্যের লক্ষণীয় কারেকশন চলছে, তবুও সংকট আরও তীব্র হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে।

বিনিয়োগকারীরা ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতিগুলোর মূল্য অর্ধেক করেই বিবেচনা করতে শিখে গেছেন; কিন্তু যেকোনো মুহূর্তে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হতে পারে, যার ফলে গুরুতর পরিণতি দেখা দিতে পারে এবং এমনকি মধ্যপ্রাচ্যে সামরিক সংঘর্ষ আরও বিস্তৃত হতে পারে।

এই মুহূর্তে আমরা কারেকশনের অংশ হিসেবে স্বর্ণের দরপতন দেখতে পাচ্ছি—যা মার্কেটে উত্তেজনার একটি ঐতিহ্যগত সূচক। ট্রাম্প ইরানে হামলার হুমকি দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় স্বর্ণের দাম কমছে। ট্রাম্প পরিস্থিতি জটিল করে রেখেছেন, যা তার প্রতিপক্ষদের উদ্বিগ্ন করে তুলছে। যদিও ব্যবসার জগতে এই কৌশল কার্যকর হতে পারে, তবে রাজনীতিতে, বিশেষ করে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হলে, এই পন্থা খুব একটা কার্যকর হয় না।

গত ছয় মাসে মার্কেটের ট্রেডাররা ট্রাম্পের খেলাটি বুঝে ফেলেছেন এবং নিজেদের সুবিধায় তা ব্যবহার করতে শুরু করেছেন। তারা তার উচ্চকণ্ঠ ঘোষণার প্রতিক্রিয়া দেন, এরপর যখন সেই কার্যক্রম বাস্তবায়িত হয় না বা সীমিত পরিসরে ঘটে, তখন তারা অবস্থান পরিবর্তন করেন। সাম্প্রতিক একটি উদাহরণ হচ্ছে ইরানে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার জোরালো প্রতিশ্রুতি তেলের চাহিদা বাড়িয়েছিল, কিন্তু যখন সেই হামলা হয়নি এবং ট্রাম্প এই সম্ভাব্য হামলার সময়কাল নিয়ে অস্পষ্ট বক্তব্য দিতে শুরু করলেন, তখন তেলের মূল্যের কারেকশন শুরু হয়। স্বর্ণের দরপতনের সঙ্গে এটিও এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মার্কেটের ট্রেডাররা ট্রাম্পের কাছ থেকে কী আশা করছে।

সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে মার্কেট থেকে কী প্রত্যাশা করা যেতে পারে?
যতক্ষণ না ট্রাম্প নতুন কোনো সংকেত দেন, ততক্ষণ পর্যন্ত কারেকশনের অংশ হিসেবে তেল ও স্বর্ণের দরপতন অব্যাহত থাকতে পারে। যদি এমন কোনো সংকেত না আসে, তাহলে সোমবার পর্যন্ত দরপতন চলতে পারে—অবশ্যই, যদি না মধ্যপ্রাচ্যে নতুন কিছু ঘটে বা ট্রাম্প আরেকটি অদ্ভুত ঘোষণা দেন। ডলারের মতোই ক্রিপ্টোকারেন্সি মার্কেটও চাপের মধ্যে থাকবে। সামগ্রিকভাবে, মার্কেটে আগের প্রবণতাগুলোরই ধারাবাহিকতা দেখা যেতে পারে।

Exchange Rates 20.06.2025 analysis

Exchange Rates 20.06.2025 analysis

দৈনিক পূর্বাভাস
CL (WTI অপরিশোধিত তেল)
মার্কিন বেঞ্চমার্ক WTI বর্তমানে 74.65 এর সাপোর্ট লেভেলের ওপরে কনসোলিডেশন করছে। এই লেভেলের নিচে দরপতন ঘটলে, কারেকশনের অংশ হিসেবে মূল্য 23% ফিবোনাচি লেভেল 73.45 পর্যন্ত বা এমনকি 72.85 টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারে। মূল্য ও অসিলেটরের মধ্যে একটি ডাইভারজেন্স চার্টে দৃশ্যমান, যা দরপতনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। 74.40 লেভেলটি সেল এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।

গোল্ড
ট্রাম্পের ইরান সংক্রান্ত অপূর্ণ হুমকির কারণে স্বর্ণ চাপের মধ্যে রয়েছে। মূল্য 3341.50 লেভেল ব্রেক করলে, কারেকশনের অংশ হিসেবে মূল্য 3295.00 লেভেল পর্যন্ত নামতে পারে। 3335.35 লেভেলটি শর্ট পজিশনের জন্য এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.