empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.06.202513:01 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের নিউজ ডাইজেস্ট, ৪ জুন

Exchange Rates 04.06.2025 analysis

ঝুঁকি বাড়লেও বিনিয়োগকারীরা বুলিশ প্রবণতার ব্যাপারে আশাবাদী

চলমান বাণিজ্য দ্বন্দ্ব ও বাজেট ঘাটতির শঙ্কার মধ্যেও মার্কিন বিনিয়োগকারীরা এখনো "বাই-দ্য-ডিপ" বা দরপতনের সময় ক্রয়ের কৌশল অনুসরণ করছে। নতুন উচ্চতায় পৌঁছানোর পর, S&P 500 সূচক এখনো ট্রেডারদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ ট্রেডাররা এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনা মূল্যায়ন করছে।

বিস্তৃত অর্থনৈতিক ক্ষেত্র থেকে নেতিবাচক সংকেত আসলেও, মার্কেটে এখনো দৃঢ়ভাবে ক্রয়ের প্রবণতা বিরাজ করছে। বিনিয়োগকারীরা এমন নতুন প্রেক্ষাপটের অপেক্ষায় আছে, যা বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতার স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

Exchange Rates 04.06.2025 analysis

শ্রমবাজারের স্থিতিশীলতার প্রভাবে মার্কিন স্টক সূচকসমূহে প্রবৃদ্ধি

মঙ্গলবারের ট্রেডিং সেশনে মার্কিন স্টক সূচকগুলোতে শক্তিশালী প্রবৃদ্ধির মাধ্যমে লেনদেন শেষ হয়েছে: S&P 500 সূচক 0.58% এবং নাসডাক 100 সূচক 0.81% বেড়েছে। শ্রমবাজারের স্থিতিশীলতা বিনিয়োগকারীদের মধ্যে শুল্ক উত্তেজনা নিয়ে থাকা উদ্বেগ প্রশমিত করেছে এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সহায়ক হয়েছে।

তবে এই ইতিবাচক মোমেন্টাম সত্ত্বেও, বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের অনিশ্চয়তার কারণে মন্দার ঝুঁকি এখনো বিদ্যমান—এটি ট্রেডারদের সতর্ক অবস্থায় রেখেছে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

Exchange Rates 04.06.2025 analysis

চাকরির সুযোগ বাড়ায় ও শ্রমবাজার স্থিতিশীল থাকায় মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

প্রধান মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, এর মূল কারণ হচ্ছে চাকরির শূন্যপদ সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল এবং শ্রমবাজারের স্থিতিশীলতা। এই বিষয়গুলো অর্থনৈতিক কার্যকলাপের স্থায়ীত্ব নিয়ে বিনিয়োগকারীদের আস্থা জোরদার করেছে।

তবে একই সঙ্গে, নতুন কর বিল নিয়ে উদ্বেগ বজায় রয়েছে, যা মার্কিন বাজেট ঘাটতি আরও বাড়াতে পারে। এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, মার্কেটে স্টক কেনার শক্তিশালী আগ্রহ বজায় রয়েছে এবং S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী এখনো ঊর্ধ্বমুখী প্রবণতা সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

স্মরণ করিয়ে দিচ্ছি যে, InstaSpot স্টক, ইনডেক্স ও ডেরিভেটিভ ট্রেডিংয়ের জন্য সেরা ট্রেডিং কন্ডিশন প্রদান করে, যা মার্কেটে ইন্সট্রুমেন্টের মূল্যের ওঠানামা থেকে কার্যকরভাবে লাভ করতে সহায়তা করে।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.