empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.06.202510:59 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের সর্বশেষ আপডেট, ৪ জুন: S&P 500 এবং NASDAQ সূচকে শক্তিশালী প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে

সাম্প্রতিক নিয়মিত ট্রেডিং সেশন শেষে, মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছে। S&P 500 সূচক 0.58% বৃদ্ধি পেয়েছে, Nasdaq 100 সূচক 0.81% বৃদ্ধি পেয়েছে, এবং শিল্পখাতভিত্তিক ডাও জোন্স সূচক 0.51% প্রবৃদ্ধি অর্জন করেছে।

এশিয়ার স্টক সূচকগুলোও চার দিনের মধ্যে প্রথমবারের মতো ঊর্ধ্বমুখী হয়েছে, কারণ প্রকাশিত এক প্রতিবেদন দেখা গেছে যে মার্কিন শ্রমবাজার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে—যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি মন্দায় পর্যবসিত হবে এই আশঙ্কা কিছুটা প্রশমিত করেছে। ইউরোপীয় স্টক সূচকের ফিউচার 0.3% বেড়েছে, তবে মার্কিন সূচকের ফিউচারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

Exchange Rates 04.06.2025 analysis

মার্কিন শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের কয়েকদিন আগে, চাকরির শূন্যপদের সংখ্যার অপ্রত্যাশিত বৃদ্ধির ফলে ফেডারেল রিজার্ভের এই দাবি সমর্থন পেয়েছে যে শ্রমবাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা মার্কেটে ইতিবাচক মনোভাব জোরদার করেছে। এই আশাবাদ ট্রেডারদের সেই উদ্বেগকে নিরসন করেছে, যেখানে ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন।

তবে, এই আশাবাদের বিপরীতে এখনো কিছুটা ঝুঁকি বিদ্যমান। মুদ্রাস্ফীতির গতি কিছুটা হ্রাস পেলেও এটি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, যা ফেডের জন্য একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। খুব দ্রুতই মুদ্রানীতি নমনীয় করা হলে পুনরায় মূল্যস্ফীতির উত্থান ঘটতে পারে, আবার অপর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলে সেটি অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এবং প্রতিটি নতুন প্রতিবেদন নিবিড়ভাবে বিশ্লেষণ করতে হবে।

ভ্যান্টেজ মার্কেটসের বিশ্লেষকগণ জানিয়েছেন, "স্পষ্ট সামষ্টিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকেতের মেলবন্ধনে ট্রেডাররা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ওয়াল স্ট্রিটে এই আশাবাদের মূল উৎস ছিল কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল, যা দক্ষিণ কোরিয়ার নির্বাচন-পরবর্তী ফলাফলের মাধ্যমে এশিয়াতেও ছড়িয়ে পড়ে। যৌথভাবে, এই বিষয়গুলো বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ করতে উৎসাহ দিয়েছে।"

যদিও কিছু অর্থনীতিবিদ আশঙ্কা করছেন যে আগামী মাসগুলোতে ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের মন্থরতা দেখ যেতে পারে, যদিও সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনে এখনো এই প্রভাব প্রতিফলিত হয়নি, যা ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার অবস্থানকে সমর্থন যোগাচ্ছে।

সোয়াপ মার্কেটের পূর্বাভাস অনুযায়ী, এই বছরের অক্টোবর থেকে ফেডারেল রিজার্ভ দুইবার সুদের হার কমাতে পারে। LBBW ব্যাংকের মতে, "আমরা এখনো শ্রমবাজার বা মুদ্রাস্ফীতির ওপর শুল্কের কোনো চমকপ্রদ প্রভাব দেখছি না।"

বাণিজ্য আলোচনার ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শিগগিরই আলোচনায় বসবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, "যুক্তরাষ্ট্র প্রশাসন জেনেভা বাণিজ্য চুক্তির শর্তে চীনের অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।" হোয়াইট হাউজ জানিয়েছে যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর আলোচনার সময়সীমা মনে করিয়ে দিতে বাণিজ্য অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে যথেষ্ট আশাবাদী।

Exchange Rates 04.06.2025 analysis

এদিকে, ট্রাম্প গতকাল স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৫০% করেছেন, যা দেশীয় উৎপাদকদের সুরক্ষায় একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় মনে করছেন। তবে ট্রেডাররা এখনো এই খবরের প্রতি উল্লেখযোগ্যভাবে প্রতিক্রিয়া দেখায়নি।

S&P 500 সূচকের টেকনিক্যাল চিত্র:
আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে $5986 রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করা। এতে মূল্য বৃদ্ধির সম্ভাবনা শক্তিশালী হবে এবং মূল্য $6003 লেভেলের দিকে যেতে পারে। ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো $6024 লেভেলের ওপরে নিয়ন্ত্রণ বজায় রাখা, যা তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যায় এবং দরপতন হয়, তাহলে ক্রেতাদের $5967 এরিয়ায় সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করা হলে মূল্য দ্রুত $5951 এবং এরপর $5933 এর দিকে নেমে যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.