empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.06.202511:47 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্টক মার্কেটের ট্রেডাররা মনে করেন ট্রাম্পের শুল্ক-কৌশল বড় কোনো প্রভাব ফেলবে না (NDX এবং SPX CFD-এর প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে)

মার্চ ও এপ্রিলের প্রায় ধ্বংসাত্মক দরপতনের পর, মে মাসে প্রধান মার্কিন স্টক সূচকগুলো পুরোপুরি পুনরুদ্ধার করে ক্ষতি পুষিয়ে নিয়েছে। ট্রেডারদের মধ্যে এই আত্মবিশ্বাস বাড়ছে যে এই পুনরুদ্ধার হয়তো বিনিয়োগকারীদের উচ্চাকাঙ্ক্ষার চূড়ান্ত সীমা নয়।

কেন ট্রেডাররা মনে করছে যে শুল্ক-সংঘাত স্টক মার্কেটের জন্য বড় ক্ষতি আনবে না?

ট্রেডাররা এখন বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি চীনের সঙ্গে বড় ধরনের শুল্কযুদ্ধ সহ্য করতে পারবে না, কারণ দু'দেশের মধ্যে পারস্পরিক নির্ভরতা বেশ গভীর—এবং তা যুক্তরাষ্ট্রের পক্ষেই বেশি সুবিধাজনক। তাই মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক-সংক্রান্ত নানা পদক্ষেপ আসলে আলোচনায় দুর্বল অবস্থান থেকে করা হুমকি প্রদর্শনমূলক কৌশল, যাতে বাণিজ্যিক সুবিধা আদায় করা যায়। অতীতে ঘোষিত ব্যাপক মাত্রার শুল্কগুলো বাস্তবে কার্যকর হবে না—এই বিষয়টি বেইজিং ভালোভাবেই বোঝে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়।

সম্ভবত যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পিছু হটবে এবং চীনের সঙ্গে আলোচনা শুরু করবে, যার ফলে শুল্ক হ্রাস পাবে—যতক্ষণ না কোনো বড় ধরনের সংঘর্ষ বা সামরিক উত্তেজনা দেখা দেয়, যার জন্য ওয়াশিংটন বাস্তবিক অর্থে প্রস্তুতিহীন।

মার্কেটে চাহিদা বাড়ার তিনটি প্রধান কারণ:

  1. যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক দুর্বলতা: ট্রেডাররা মনে করছে শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সন্তোষজনক সমঝোতার মাধ্যমে বাণিজ্যযুদ্ধ শেষ হবে।
  2. ফেডারেল রিজার্ভের স্যদের হার কমানোর সম্ভাবনা: যদিও ফেড তা অস্বীকার করছে, তবে অর্থনৈতিক মন্দার সম্ভাবনা এবং মুদ্রাস্ফীতি কম থাকার কারণে তারা সুদের হার কমাতে বাধ্য হতে পারে।
  3. মার্কিন অর্থনীতি দীর্ঘমেয়াদি মন্দা এড়াতে পারবে এবং শ্রমবাজার স্থিতিশীল থাকবে: বিনিয়োগকারীদের মধ্যে এই আশাবাদের প্রতিফলন দেখা যাচ্ছে।

এই মনোভাব এবং স্টক মার্কেট, বন্ডের ইয়েল্ড এবং ডলারের পুনরুদ্ধারের মাধ্যমে ট্রেডাররা এখন চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দিকে নজর রাখছে।

গতকালের JOLTs থেকে প্রকাশিত প্রতিবেদনে এপ্রিলে চাকরির শূন্যপদ বৃদ্ধির ইতিবাচক ফলাফল এবং মার্চের ফলাফলের ঊর্ধ্বমুখী সংশোধন ট্রেডারদের আশাবাদী করেছে। তবে আজ তারা ADP-এর বেসরকারি খাতের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের দিকে দৃষ্টি দিচ্ছে, যেখানে মে মাসে 111,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে, যা এপ্রিলের 62,000-এর তুলনায় অনেক বেশি।

যদি এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাশা অনুযায়ী আসে, তাহলে ফরেক্স মার্কেটে ডলার কিছুটা সমর্থন পেতে পারে এবং স্টক সূচকগুলো মে মাসের মাঝামাঝি থেকে বিদ্যমান শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে পারে। যদি শুক্রবারের শ্রম মন্ত্রণালয় থেকে প্রকাশিতব্য প্রতিবেদনের ফলাফল ইতিবাচক হয়, তাহলে এই প্রবণতা আরও গতি পেতে পারে।

Exchange Rates 04.06.2025 analysis

Exchange Rates 04.06.2025 analysis

দৈনিক পূর্বাভাস:

#SPX
S&P 500 ফিউচার ভিত্তিক CFD বর্তমানে শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল 5970.00-এর কাছাকাছি ট্রেড করছে। এই লেভেল ব্রেক করলে মূল্য 6045.00 পর্যন্ত বাড়তে পারে। সম্ভাব্যভাবে 5983.54 লেভেল থেকে এই সূচক ক্রয় করা যেতে পারে।

#NDX
নাসডাক 100 ফিউচার ভিত্তিক CFD বর্তমানে 21,681.00 রেজিস্ট্যান্স লেভেলের একটু নিচে ট্রেড করছে। এই লেভেল ব্রেক করলে 22,198.00 পর্যন্ত প্রবৃদ্ধি শুরু হতে পারে। সম্ভাব্যভাবে 21,767.50 লেভেল থেকে এই সূচক ক্রয় করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.