empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

03.06.202513:01 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের সর্বশেষ আপডেট, ৩ জুন: S&P 500 এবং নাসডাক সূচক আবারও দরপতনের সম্মুখীন হয়েছে

পূর্ববর্তী নিয়মিত সেশনের পর মার্কিন ইকুইটি সূচকসমূহে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.41% বেড়েছে, নাসডাক 100 সূচক 0.67% বেড়েছে এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 0.08% ঊর্ধ্বমুখী হয়েছে।

তবে সোমবার সন্ধ্যার নিয়মিত সেশনের প্রবৃদ্ধির পর আজ মার্কিন স্টক সূচকের ফিউচার নিম্নমুখী হয়েছে, কারণ বিনিয়োগকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বাণিজ্য আলোচনা সংক্রান্ত তথ্যের অপেক্ষায় রয়েছে।

Exchange Rates 03.06.2025 analysis

S&P 500 এবং নাসডাক 100-এর ফিউচার কন্ট্রাক্ট 0.3% হ্রাস পেয়েছে, আর ইউরোপীয় সূচকের ফিউচার কন্ট্রাক্টগুলো তুলনামূলকভাবে স্থির ছিল। মার্কিন ডলার সব প্রধান মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়েছে, এবং ডলার সূচক 0.2% বৃদ্ধি পেয়েছে—যদিও আগের সেশনে এটি 2023 সালের নিম্নস্তরের কাছাকাছি ছিল। এশিয়ান সূচকগুলো খুব একটা পরিবর্তিত হয়নি। মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড তুলনামূলকভাবে স্থিতিশীল থেকেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনায় অচলাবস্থার সমাধান কীভাবে হবে বিনিয়োগকারীরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে—বিশেষ করে ট্রাম্প ও শি জিনপিং বৈঠকে বসবেন কিনা সেদিকে ট্রেডারদের দৃষ্টি কেন্দ্রীভূত হয়েছে। গত সপ্তাহের শেষ দিকে উভয় দেশ একে অপরকে মে মাসে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের অভিযোগে দায়ী করে। এই পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি ও বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মূল বিরোধের কেন্দ্রে রয়েছে—চীনের মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৌদ্ধিক সম্পত্তি চুরি ও অনুচিত প্রতিযোগিতার অভিযোগ।

প্রিন্সিপাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জর্জ মারিস বলেছেন, মার্কেট বর্তমানে উল্লেখযোগ্য স্বল্পমেয়াদী অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং কোনো সমাধানে না পৌঁছালে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হতে পারে। তিনি বলেন, এটি 2025 সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি, এবং এই কারণেই বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে এতটা মনোযোগী।

ট্রাম্প বাণিজ্য চুক্তি করার চেষ্টা চালালেও চীন ও ইউরোপের সঙ্গে আলোচনা এখনও স্থবির হয়ে আছে, যার মূল কারণ যোগাযোগ বিচ্ছিন্নতা এবং নতুন করে শুল্ক আরোপের হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। তবে চীনা প্রেসিডেন্ট ফোনে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন এবং বিষয়ভিত্তিক আলোচনার জন্য উপদেষ্টাদের ওপরেই নির্ভর করছেন। ট্রাম্প ও শির মধ্যে সর্বশেষ ফোনালাপ মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের আগমুহূর্তে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল।

হোয়াইট হাউসের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট সম্প্রতি বলেছেন যে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এই সপ্তাহেই ফোনালাপ হওয়ার প্রত্যাশা রয়েছে। তবে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার বিষয় নিশ্চিত করেনি, যদিও যুক্তরাষ্ট্র এখনো আলোচনার জন্য চাপ সৃষ্টি করছে।

অফশোর ইউয়ান তার অনশোর প্রতিপক্ষের কাছাকাছি চলে এসেছে, কারণ ট্রাম্প ও শির মধ্যে আলোচনার জন্য মার্কিন চাপ অব্যাহত রয়েছে। এদিকে, চীনের উৎপাদন খাত সেপ্টেম্বর 2022 সালের পর সবচেয়ে বড় সংকোচনের সম্মুখীন হয়েছে।

কমোডিটি মার্কেটের দিকে নজর দিলে দেখা যাচ্ছে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে, কারণ দুর্বল ডলারের কারণে ডলার-ভিত্তিক কাঁচামালের আকর্ষণ বেড়েযছে, আর ভূরাজনৈতিক উত্তেজনা রাশিয়া ও ইরান থেকে সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা সীমিত করে রেখেছে। সোমবার বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকে পড়ায় স্বর্ণের দাম 0.5% হ্রাস পেয়েছে।


Exchange Rates 03.06.2025 analysis

S&P 500-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী,
আজ ক্রেতাদের প্রধান কাজ হবে $5,921 রেজিস্ট্যান্স লেভেলের ব্রেক ঘটানো। এই ব্রেকআউট সূচকটিকে আরও ঊর্ধ্বমুখী করার সম্ভাবনা তৈরি করবে এবং $5,933 লেভেল টেস্টের সুযোগ সৃষ্টি করবে। ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলো $5,951 লেভেলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা, যা বুলিশ মোমেন্টামকে আরও শক্তিশালী করবে। যদি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পায় এবং সূচকটি দরপতনের শিকার হয়, তাহলে ক্রেতাদের $5,891 এর আশেপাশে সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করা হলে সূচকটি দ্রুত $5,877 এবং সম্ভবত $5,854-এর দিকে নেমে যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.