empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.06.202514:30 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কেটে বিটকয়েন বিক্রির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে

যখন মার্কেটে নতুন স্টেবলকয়েন আইন নিয়ে বিতর্ক চলছে, ঠিক সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকি বৈশ্বিক পর্যায়ে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস করছে এবং BTC/USD-এর মূল্যকে নিম্নমুখী করছে। এপ্রিলের সর্বোচ্চ লেভেল থেকে মে মাসে রেকর্ড উচ্চতায় ৫০% বৃদ্ধির পর, বিটকয়েনের মূল্যের একটি কারেকশন অনেকটাই সময়ের ব্যাপার ছিল—এবং তা খুব বেশি দেরি না করেই শুরু হয়েছে।

ডয়েচে ব্যাংকের মতে, স্টেবলকয়েন হলো এমন একটি অ্যাসেট, যা সস্তা, ২৪/৭, সীমানাহীন ডলার-ভিত্তিক লেনদেনের প্রতিশ্রুতি দেয়—ফলে এগুলো ট্রেডিং ও মানি ট্রান্সফারের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বর্তমানে প্রচলনে থাকা স্টেবলকয়েনের পরিমাণ প্রায় $243 বিলিয়ন, এবং এগুলোর প্রতি আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

স্টেবলকয়েন মার্কেটের গঠন ও গতিশীলতা

Exchange Rates 02.06.2025 analysis

কংগ্রেসে আলোচনাধীন বিলের অন্যতম প্রধান ধারা হলো—স্টেবলকয়েনকে পুরোপুরি ব্যাকড (সম্পূর্ণ সমর্থিত) হতে হবে। যোগ্য কোল্যাটেরালে অন্তর্ভুক্ত রয়েছে বীমাকৃত ব্যাংক আমানত, নগদ অর্থ এবং ৯৩ দিনের মধ্যে মেয়াদপূর্তির ট্রেজারি বিল। কিছু ট্রেডার মনে করছেন, এই আইন পাস হলে ট্রেজারি বন্ডের চাহিদা বাড়বে এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বিশাল জাতীয় ঋণ তহবিল সংগ্রহে সহায়তা পাবে—যেটাই ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আশা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রায়ই নিয়ন্ত্রণ শিথিলকরণকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে প্রশংসা করে থাকে, যুক্তি দেয় যে বিধিনিষেধ তুলে নেওয়া ব্যবসাগুলোকে সাফল্য অর্জনে সহায়তা করে। তবে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ঠিক তার উল্টো চিত্র দেখা যায়—নিয়ন্ত্রণই চাহিদা ও মূল্য বৃদ্ধির চালিকাশক্তি। স্টেবলকয়েন সংক্রান্ত আইন একটি নিয়ন্ত্রিত কাঠামো প্রদান করবে এবং ভবিষ্যতের অন্যান্য ডিজিটাল অ্যাসেটের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা যাবে।

এই প্রক্রিয়া ইতোমধ্যেই পুরোদমে চলছে। উদাহরণস্বরূপ, ব্ল্যাকরক পরিচালিত iShares Bitcoin Trust, যা সবচেয়ে বড় বিটকয়েন ETF, সম্প্রতি $6.35 বিলিয়নএর নতুন হোল্ডিং যোগ করেছে—ক্রিপ্টো ETF চালুর পর থেকে এটি ছিল এক সপ্তাহে সবচেয়ে বেশি মূলধন প্রবাহ।

iShares Bitcoin Trust-এ মূলধন প্রবাহ

Exchange Rates 02.06.2025 analysis

ডিজিটাল অ্যাসেট ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। তবে বিটকয়েন ও অনুরূপ ক্রিপ্টোকারেন্সিগুলো মূলত উচ্চ-ঝুঁকিপূর্ণ সম্পদ, এবং যখন বৈশ্বিক ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পায়, তখন BTC/USD পেয়ার বিক্রির চাপে পড়ে।

Exchange Rates 02.06.2025 analysis

অনেকে ভাবতে পারেন যে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের শুল্ক-বিরোধী রায় মার্কিন ইকুইটি মার্কেট ও বিটকয়েনের জন্য স্বস্তির খবর। কিন্তু বাস্তবে এটি নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। একইসঙ্গে, ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি এবং চীনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ উচ্চ-রিটার্ন প্রদানকারী অ্যাসেটের স্পষ্টভাবে নেতিবাচক সংকেত দিচ্ছে।

টেকনিক্যাল চিত্র

দৈনিক চার্টে BTC/USD পেয়ারের একটি 1-2-3 রিভার্সাল প্যাটার্ন গঠিত হচ্ছে। $106,750 লেভেল ব্রেক করে মূল্য নিচের দিকে গেলে এখনও শর্ট পজিশন ওপেন করা যেতে পারে এবং যদি BTC-এর মূল্য $103,800-এ অবস্থিত ফেয়ার ভ্যালুর নিচে নামে, তাহলে এই শর্ট পজিশন আরও সাইজ আরও বাড়ানো যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.