empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.06.202510:40 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: পুরো জুন মাসজুড়ে মার্কেটে ট্রাম্প প্রশাসনের শুরুর মাসগুলোর মতোই উত্তেজনা বজায় থাকবে (স্বর্ণের দর বৃদ্ধি এবং USD/JPY পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে)

মে মাসজুড়ে বিশ্বের বিভিন্ন মার্কেটে ভিন্নভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতি অনুভূত হয়েছে, তবে স্টক মার্কেট মূলত লাভবান হয়েছে, যেখানে এপ্রিলের শেষদিক থেকে মোমেন্টাম অর্জন করে মে মাসেও প্রবৃদ্ধি চলমান ছিল—যদিও ডলার বা অপরিশোধিত তেলের দামের ক্ষেত্রে তেমনটা বলা যায় না।

বাস্তবিক অর্থে, বৈদেশিক ভূরাজনৈতিক অঙ্গনে ও বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতিতে ট্রাম্পের কৌশলগত অবস্থান বিনিয়োগকারীদের অর্থনৈতিক প্রতিবেদনের প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রেখেছে। অথচ এই প্রতিবেদনগুলোতে মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা শেষ পর্যন্ত ফেডারেল রিজার্ভকে সুদের হার আবারও হ্রাস করতে বাধ্য করতে পারে। যদিও বর্তমানে ফেড এই চিন্তা থেকে দূরে অবস্থান করছে এবং মার্কিন প্রেসিডেন্টের কার্যক্রমের অনিশ্চিত পরিণতি সম্পর্কে সরব হয়েছে, তবুও তাদের পক্ষে বেশি দিন হ্রাসমান মুদ্রাস্ফীতি ও জিডিপির নিম্নমুখী প্রবণতা উপেক্ষা করা সম্ভব হবে না।

ট্রেডাররা এখনো ট্রাম্পের "মার্কিন শ্রেষ্ঠত্ব" ফিরিয়ে আনার প্রচেষ্টার বিশাল চাপের মধ্যে রয়েছে। তার অর্থনৈতিক পুনরুদ্ধার মডেল প্রচলিত নয় এবং প্রায় পুরোপুরি বলপ্রয়োগনির্ভর, যা বৈশ্বিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলছে এবং পরিণতি হিসেবে উৎপাদন খাতও প্রভাবিত হচ্ছে। তিনি একদিকে চাতুর্যের আশ্রয় নিচ্ছেন, অন্যদিকে হুমকি দিয়ে এগোচ্ছেন। ছোটখাট বাণিজ্য অংশীদারদের ক্ষেত্রে কিছুটা সাফল্য পেলেও প্রধান প্রতিপক্ষ চীন এখনো কঠোর অবস্থানে রয়েছে, যার ফলে কঠোর শুল্ক আরোপ তিন মাস বিলম্বিত হয়েছে। আমার মতে, এসব শুল্ক শেষ পর্যন্ত আরোপিত হবে না, কারণ তাতে দ্বিপাক্ষিক সরাসরি বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যাবে। উপরন্তু, চীন থেকে গ্রে ইমপোর্ট বা ছদ্মবেশি আমদানি অব্যাহত থাকবে, যা মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতিকে দুর্বল করে দেবে।

গত মাসে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যযুদ্ধে আপাত বিরতি এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ক্রমশ খারাপ হতে থাকা জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি ও নিম্নগামী মুদ্রাস্ফীতিকে উপেক্ষা না করার ইঙ্গিত—এই দুই কারণে স্টক মার্কেট সমর্থন পেয়েছে। এটি সুদের হার কমানোর সম্ভাবনাকে শক্তিশালী করে তোলে, যা খুব শিগগিরই বাস্তবে পরিণত হতে পারে। স্বাভাবিকভাবেই, এতে স্টক মার্কেটে চাহিদা বাড়বে। তবে, এই চাহিদা কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে শুল্ক সংক্রান্ত ঘটনাপ্রবাহের ওপর।

ডলারের মূল্যের মুভমেন্ট সরাসরি ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের প্রতি তার অবস্থানের মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। যেকোনো নেতিবাচক ঘটনা ডলারের ওপর চাপ সৃষ্টি করবে, এবং ট্রেজারি বন্ডের ইয়েল্ড বাড়লেও তা ডলারের দরপতন আরও ত্বরান্বিত করতে পারে। এর ফলে ICE ইনডেক্স ৯৮ পয়েন্টের শক্তিশালী সাপোর্ট ব্রেক করলে তীব্র দরপতন দেখা যেতে পারে, যার ফলে ভবিষ্যতে ডলার সূচক ৯০ পয়েন্টের দিকে নেমে যেতে পারে।

মোটের ওপর, সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করলে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের গৃহীত নীতিমালা ট্রেডারদের অস্থিরতার মধ্যেই রাখবে। বাণিজ্য অংশীদারদের ওপর চাপ সাময়িকভাবে শিথিল হলে লোকালাইজড স্পেকুলেটিভ স্টক, ক্রিপ্টোকারেন্সি ও কমোডিটি মার্কেটে ক্রয়ের প্রবণতা দেখা যেতে পারে, এই আশায় যে পরিস্থিতি অবশেষে স্থিতিশীল হবে। তবে এরপর নতুন করে উত্তেজনা দেখা দিলে এসব অ্যাসেটের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং ডলার ও স্বর্ণের মতো নিরাপদ অ্যাসেটের প্রতি ঝোঁক বাড়বে—বিশেষ করে চলতি গ্রীষ্মের প্রথম মাসে।

দৈনিক পূর্বাভাস:

Exchange Rates 02.06.2025 analysis

Exchange Rates 02.06.2025 analysis

স্বর্ণ
আজ নতুন নেতিবাচক খবরের ভিত্তিতে স্বর্ণের মূল্য সমর্থন পাচ্ছে—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা থেকে। টেকনিক্যাল পটভূমি অনুযায়ী, স্বর্ণের মূল্য রেজিস্ট্যান্স লাইন এবং 3335.00 লেভেল ব্রেক করে উপরের দিকে গিয়েছে, যার মাধ্যমে এপ্রিলের শেষ থেকে শুরু হওয়া স্বল্পমেয়াদী নিম্নমুখী প্রবণতা থেকে বেরিয়ে এসেছে। এই লেভেলের ওপরে কনসোলিডেশন ঘটলে 3390.00-এর দিকে প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। স্বর্ণ ক্রয়ের জন্য এন্ট্রি পয়েন্ট হিসেবে 3347.13-এর আশপাশের লেভেল বিবেচনা করা যেতে পারে।

USD/JPY
মুদ্রাস্ফীতি সংক্রান্ত নেতিবাচক মার্কিন সংবাদ এবং চলমান যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য দ্বন্দ্বের কারণে পেয়ারটির মূল্য 143.50 সাপোর্ট লেভেলের নিচে নেমে গেছে। এই পরিস্থিতিতে পেয়ারটির মূল্যের প্রথমে 142.35 এবং পরে 141.95-এর দিকে নামার সম্ভাবনা রয়েছে। এই পেয়ার বিক্রয়ের জন্য এন্ট্রি পয়েন্ট হিসেবে 143.08-এর আশপাশের লেভেল বিবেচনা করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.