empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.05.202511:39 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৯ মে: S&P 500 এবং নাসডাক সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে গেছে

সর্বশেষ নিয়মিত ট্রেডিং সেশনের শেষে, প্রধান মার্কিন স্টক সূচকগুলো সামান্য দরপতনের মধ্যে দিয়ে দিন শেষ করেছে। S&P 500 সূচক 0.56% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 0.71% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.58% হ্রাস পেয়েছে।

Exchange Rates 29.05.2025 analysis

তবে আজকের এশিয়ান সেশনে, মার্কিন ফিউচার সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়ে উঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা করা হয় এবং তা কার্যকরভাবে স্থগিত করে দেয়া হয়। একই সঙ্গে এনভিডিয়া কর্পোরেশনের শক্তিশালী আয়ের প্রতিবেদন বিনিয়োগকারীদের মনোভাব আরও ইতিবাচক করে তোলে। নিউইয়র্কের ম্যানহাটনের ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড-এর তিন বিচারকের একটি প্যানেল সর্বসম্মতভাবে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন অঙ্গরাজ্য ও ক্ষুদ্র ব্যবসার পক্ষে রায় দেয়। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ট্রাম্পের বিরুদ্ধে জরুরি ক্ষমতার অপব্যবহার করে শুল্ক আরোপের অভিযোগ এনেছিল।

এই রায় দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধজনিত অনিশ্চয়তায় ক্লান্ত ট্রেডারদের জন্য নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বিনিয়োগকারীরা এটিকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখেছেন—বিশ্ব অর্থনীতির ঝুঁকি কমছে, যা সাথে সাথেই স্টকের মূল্যে প্রতিফলিত হয়েছে। এখন আশাবাদের মূল উৎস হলো একটি পূর্বাভাসযোগ্য ও স্থিতিশীল বাণিজ্যনীতির প্রত্যাশা, যা বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে গতি আনতে পারে।

এনভিডিয়া কর্পোরেশনের প্রতিবেদন স্টক মার্কেটে ইতিবাচক মনোভাব সৃষ্টিতে ভূমিকা পালন করেছে। কোম্পানিটি বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে দুর্দান্ত ফলাফল প্রকাশ করেছে, যা প্রমাণ করে যে প্রযুক্তি খাত এখনও মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। বিশেষ করে, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসরের চাহিদা বৃদ্ধির কারণে এনভিডিয়া সাফল্য পেয়েছে। নিউইয়র্কে আফটার-আওয়ার ট্রেডিংয়ে এনভিডিয়ার শেয়ারের দর প্রায় 5% বেড়ে যায়।

S&P 500 এবং Nasdaq 100-এর ফিউচার যথাক্রমে 1.6% এবং 2% বৃদ্ধি পায়। এশিয়ান সূচকগুলো 0.6% বেড়েছে, এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেটে 1.5% প্রবৃদ্ধি দেখা গেছে। ইয়েন দুর্বল হয়েছে এবং মার্কিন ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে ডলার সূচক গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ১০-বছরের মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৩ বেসিস পয়েন্ট বেড়েছে।

আদালত মার্কিন প্রশাসনকে এই রায়ের সঙ্গে সঙ্গতি রেখে কার্যক্রম পরিচালনা করতে ১০ দিনের সময় দিয়েছে, তবে শুল্ক কীভাবে প্রত্যাহার করা হবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়নি। যেহেতু ট্রাম্পের কর্মীবাহিনী ইতোমধ্যেই আপিল করেছে, তাই এই উচ্চ-ঝুঁকিপূর্ণ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের আদেশে মার্কিন উৎপাদকদের চীনকে চিপ এবং সেমিকন্ডাক্টর সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়ার পর চীনা প্রযুক্তি কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে।

Exchange Rates 29.05.2025 analysis

S&P 500-এর টেকনিক্যাল পূর্বাভাস:

আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য হচ্ছে মূল্যের $5986 লেভেলের নিকটতম রেজিস্ট্যান্স ব্রেক করা। এটি আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দেবে এবং সম্ভাব্যভাবে $5999 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। ক্রেতাদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে $6017 এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

যদি মার্কেটে ঝুঁকিপূর্ণ সম্পদের চাহিদা কমে যাওয়ায় সূচকটির দর নিম্নমুখী হয়, তাহলে $5967 লেভেলের কাছাকাছি ক্রেতারা সক্রিয় হতে পারে। এই লেভেল ব্রেক করলে সূচকটি দ্রুত $5951 এবং সেখান থেকে $5933 পর্যন্ত নেমে যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.