empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.05.202512:59 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের নিউজ ডাইজেস্ট, ২৩ মে

Exchange Rates 23.05.2025 analysis

S&P 500: ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা থাকলেও সতর্ক থাকা জরুরি

২৩ মে S&P 500-এর পূর্বাভাস অনুযায়ী সূচকটি বর্তমানে 5,908 রেজিস্ট্যান্স লেভেলের ঠিক নিচে কনসোলিডেশনের পর্যায়ে রয়েছে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে সূচকটি 6,318 লেভেলের দিকে এগিয়ে যেতে পারে, যার ফলে বৃহত্তর মাত্রায় নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে।

তবে টেকনিক্যাল ইনডিকেটরগুলো সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দিচ্ছে: মার্লিন অসিলেটরের সিগনাল লাইনে পতন হয়েছে, যা একটি সম্ভাব্য স্থানীয় কারেকশনের ইঙ্গিত হতে পারে। টেকনিক্যাল চিত্রের অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের বর্তমানে সতর্কভাবে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য এই লিংক অনুসরণ করুন।

Exchange Rates 23.05.2025 analysis

ট্রাম্পের কর পরিকল্পনা মার্কেটে উদ্বেগ সৃষ্টি করেছে

ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় প্রস্তাব হাউস অব রিপ্রেজেন্টেটিভে অনুমোদন পেয়েছে, যা তাত্ত্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রমে গতি আনার কথা। কিন্তু ট্রেডাররা এই উদ্যোগকে সতর্কভাবে পর্যবেক্ষণ করেছে, কারণ এতে ফেডারেল বাজেট ঘাটতি আরও বেড়ে যাওয়ার এবং বন্ড মার্কেটের ওপর নতুন করে চাপ আসার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রেজারি বন্ডের ইয়েল্ড বেড়ে যাওয়ায় ইক্যুইটি মার্কেট থেকে মূলধন দ্রুত বেরিয়ে যাচ্ছে, যার ফলে S&P 500 এবং অন্যান্য প্রধান সূচকে দরপতন শুরু হয়েছে। কিছু ইতিবাচক খবর শিরোনামে এলেও, রাজস্ব ও ব্যয় বৃদ্ধির ঝুঁকি এখনো মার্কেটে ওপর ছায়া ফেলে রেখেছে এবং একটি অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করছে।

বিস্তারিত তথ্যের জন্য এই লিংক অনুসরণ করুন।

মনে করিয়ে দিচ্ছি যে, InstaSpot স্টক, ইনডেক্স এবং ডেরিভেটিভ ট্রেডিংয়ের জন্য সেরা শর্তাবলি প্রদান করে, যা আপনাকে মার্কেটের ওঠানামা থেকে কার্যকরভাবে মুনাফা করতে সাহায্য করে।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.