empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.05.202512:28 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: "বিগ, বিউটিফুল বিল" বনাম আমদানি শুল্ক

Exchange Rates 23.05.2025 analysis

বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যেটিকে "অনেক সুন্দর আইন" বলে আখ্যা দিচ্ছেন, সেটি প্রচারণার ওপরই তার মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে। বাণিজ্যযুদ্ধে ট্রাম্প তার পক্ষ থেকে সব কিছুই করে ফেলেছেন—তিনি শুল্ক আরোপ করেছেন, পরে সেগুলো কমিয়েছেন, এবং প্রতিপক্ষদের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য সময় দিয়েছেন। এখন এই আলোচনার দায়িত্ব ট্রাম্পের দলের অন্যান্য সদস্যদের হাতে, আর ট্রাম্প নিজে কংগ্রেস ও সিনেটের মাধ্যমে কর ছাড় বিল পাস করাতে মনোযোগ দিচ্ছেন।

প্রায় সব অর্থনীতিবিদ একাধিকবার যে বিষয়টি তুলে ধরেছেন, তা হলো—ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক আসলে এক ধরনের কর ছাড়া আর কিছুই নয়। আমদানিকৃত পণ্যের দাম বাড়লে খুচরা বিক্রেতারাও বাধ্য হয়ে তাদের বিক্রয়মূল্য বাড়াবে। এর অর্থ হচ্ছে, শেষমেশ আমেরিকান ভোক্তারাই এই বাড়তি শুল্কের বোঝা বহন করবে, এবং এটি কার্যত অন্যান্য করের মতোই—শুধু নামে ভিন্ন।

মাইক পেন্সও এই দৃষ্টিভঙ্গি প্রদান করেন, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছেন, ট্রাম্পের আরোপিত শুল্ক আসলে আমেরিকান ভোক্তাদের ওপর চাপানো এক ধরনের কর, এবং এটিকে তিনি "যুক্তরাষ্ট্রের শান্তিকালীন ইতিহাসে সবচেয়ে বড় কর বৃদ্ধি" বলে উল্লেখ করেছেন। পেন্স আরও বলেন, ট্রাম্প যে তথাকথিত কর হ্রাস আইন পাস করতে চাইছেন, সেটি ভোক্তাদের কোনো উপকারে আসবে না, কারণ তারা প্রতিটি আমদানি পণ্যের জন্য বেশি মূল্য দিতে বাধ্য হবে। এক কথায়, ট্রাম্প এক হাতে দিচ্ছেন, আর অন্য হাতে তার চেয়েও বেশি নিচ্ছেন। পেন্স এ-ও প্রকাশ করেছেন যে এই ট্যাক্স বিলের মধ্যে এমন অনেক ধারাই আছে, যা সরাসরি ভোক্তাদের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে, ট্রাম্প নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দকৃত একাধিক সামাজিক কর্মসূচির অর্থায়ন কমাতে চান।

Exchange Rates 23.05.2025 analysis

এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, ট্রাম্প আমেরিকানদের জীবনযাত্রার মান কমিয়ে দিচ্ছেন, অথচ সেটিকে "উজ্জ্বল ভবিষ্যতের পথ" হিসেবে উপস্থাপন করছেন। বাস্তবে, ভোক্তাদের ব্যয় বাড়বে, অথচ ভর্তুকি, আর্থিক সহায়তা এবং সরকারি সহায়তা কমে যাবে। তবে এখন কিছু করার নেই—ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট এবং তার হাতে এখনো প্রায় চার বছর সময় আছে। তার প্রথম চার মাসের শাসনামলেই এটি স্পষ্ট হয়ে গেছে—তাকে কেউ থামাতে পারবে না, না অভ্যন্তরীণভাবে, না আন্তর্জাতিকভাবে।

EUR/USD পেয়ারের ওয়েভের পূর্বাভাস:

সম্পাদিত বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, EUR/USD পেয়ারের এখনো একটি বুলিশ ওয়েভ সেগমেন্ট বিকশিত হচ্ছে। স্বল্প-মেয়াদে ওয়েভ স্ট্রাকচার সম্পূর্ণভাবে ট্রাম্পের সিদ্ধান্ত ও মার্কিন বৈদেশিক নীতি সংক্রান্ত সংবাদের প্রেক্ষাপটের ওপর নির্ভর করবে—এটি মাথায় রাখা দরকার। ওয়েভ ৩ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সম্ভাব্য লক্ষ্য 1.25 পর্যন্ত প্রসারিত হতে পারে। তাই আমি এখনো 1.1572 লেভেলের ওপরে টার্গেট রেখে লং পজিশন বিবেচনা করছি, যা 423.6% ফিবোনাচ্চি লেভেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অবশ্য, বাণিজ্য যুদ্ধ প্রশমিত হলে এই বুলিশ ওয়েভ রিভার্স করতে পারে, তবে এখন পর্যন্ত ওয়েভ ভিত্তিক কোনো রিভার্সাল সিগনাল দৃশ্যমান নয়।

Exchange Rates 23.05.2025 analysis

GBP/USD পেয়ারের ওয়েভের পূর্বাভাস:

GBP/USD-এর ওয়েভ স্ট্রাকচার পরিবর্তিত হয়েছে। বর্তমানে আমরা একটি বুলিশ ইম্পালস ওয়েভ দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে, ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কেটে এমন বহু শক ও ট্রেন্ড রিভার্সাল দেখা যেতে পারে, যা কোনো ওয়েভ স্ট্রাকচার বা টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী হবে না। আপওয়ার্ড ওয়েভ ৩-এর গঠন চলমান রয়েছে, যার নিকটতম টার্গেট হলো 1.3541 এবং 1.3714। তাই আমি এখনো বাই পজিশন বিবেচনা করছি, কারণ মার্কেটে এখনো ট্রেন্ড রিভার্সালের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আমার বিশ্লেষণের মূল নীতিমালা:

  • ওয়েভ স্ট্রাকচারগুলো সহজবোধ্য এবং স্পষ্ট হওয়া উচিত। জটিল স্ট্রাকচার বিশ্লেষণ কঠিন এবং প্রায়ই পরিবর্তনশীল হয়।
  • যদি মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকে, তাহলে ট্রেড না করাই ভালো।
  • মার্কেটের দিকনির্দেশনা সম্পর্কে ১০০% নিশ্চয়তা কখনোই সম্ভব নয়। সুরক্ষিত থাকার জন্য সর্বদা স্টপ-লস ব্যবহার করুন।
  • ওয়েভ অ্যানালাইসিস অন্যান্য বিশ্লেষণ পদ্ধতি ও ট্রেডিং কৌশলের সঙ্গে একত্রে ব্যবহারযোগ্য এবং করা উচিত।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.