empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.05.202513:40 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পূর্বাভাস – ২১ মে, ২০২৫

মঙ্গলবার EUR/USD পেয়ারের মূল্য 1.1260–1.1282 রেজিস্ট্যান্স জোনের ওপরে কনসোলিডেট করতে সক্ষম হয়েছে, যেখান থেকে মূল্য এর আগে তিনবার পুলব্যাক করেছিল। এর ফলে, ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত থাকে এবং ক্রেতারা 50.0% ফিবোনাচি লেভেল 1.1320-এর ওপরে ক্লোজিং নিশ্চিত করে। এই কনসোলিডেশন পরবর্তী রেজিস্ট্যান্স জোন 1.1374–1.1380 এর লক্ষ্যমাত্রায় আরও ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশা তৈরি করেছে।

Exchange Rates 21.05.2025 analysis

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ওয়েভ স্ট্রাকচার বিকশিত হচ্ছে। সর্বশেষ আপওয়ার্ড ওয়েভটি পূর্ববর্তী হাই লেভেল ব্রেক করেছে, অথচ শেষ ডাউনওয়ার্ড ওয়েভটি পূর্ববর্তী লো ব্রেক করতে ব্যর্থ হয়েছে। এর মানে প্রবণতা এখন "বুলিশ" হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সফল বাণিজ্য আলোচনা এবং ফেডের "হকিশ" বা কঠোর অবস্থান কিছুক্ষণের জন্য বিক্রেতাদের সহায়তা করেছিল—তবে তা খুব স্বল্প সময়ের জন্য। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি আবারও মার্কিন ডলারের উপর শক্তিশালী চাপ সৃষ্টি করছে।

মঙ্গলবার কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং বুধবারেও তেমন কিছু প্রত্যাশিত নয়। তাই ক্রেতাদের এই নতুন আক্রমণাত্মক অবস্থান কিছুটা বিস্ময়কর মনে হতে পারে—তবে এটি এটাও প্রমাণ করে যে তারা নতুন প্রবণতা শুরু করতে প্রস্তুত, এমনকি যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নেতিবাচক খবর না এলেও। বিক্রেতাদের নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য পুরো এক মাস সময় ছিল, কিন্তু তারা সামান্য আগ্রহ দেখাতেই ব্যর্থ হয়েছে। ক্রেতারা আর চুপচাপ বসে থাকতে চায় না। যদিও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, তবে বাণিজ্যযুদ্ধ এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতে তা আরও তীব্র হতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। আমদানির শুল্ক এখনো বহাল রয়েছে, এবং মার্কিন অর্থনীতির জন্য এটি একটি নেতিবাচক বিষয়। যদি এর সঙ্গে ট্রেডারদের মার্কিন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ যুক্ত হয়, তাহলে ক্রেতারা দীর্ঘ সময়ের জন্য তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে পারে। অর্থনৈতিক প্রতিবেদন এখনো ট্রেডারদের সেন্টিমেন্টে খুব সামান্য প্রভাব ফেলছে।

Exchange Rates 21.05.2025 analysis

৪-ঘণ্টার চার্টে, এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে এবং 100.0% ফিবোনাচি লেভেল 1.1213-এর ওপরে কনসোলিডেট হচ্ছে, যা পুনরায় বুলিশ প্রবণতা শুরু হওয়ার ইঙ্গিত দেয়—ওয়েভ স্ট্রাকচারও একই কথা বলছে। এই ঊর্ধ্বমুখী মুভমেন্ট 127.2% কারেকটিভ লেভেল 1.1495 পর্যন্ত চলমান থাকতে পারে। আ কোনো ইনডিকেটরে ডাইভারজেন্স দেখা যাচ্ছে না।

কমিটমেন্ট অব ট্রেডার্স (COT) রিপোর্ট:

Exchange Rates 21.05.2025 analysis

সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী প্রফেশনাল ট্রেডাররা 15,357টি লং পজিশন এবং 6,302টি শর্ট পজিশন ওপেন করেছেন। "নন-কমার্শিয়াল" গ্রুপের ট্রেডারদের সেন্টিমেন্ট দীর্ঘদিন ধরেই বুলিশ রয়েছে—এর পেছনে ট্রাম্পের ভূমিকা রয়েছে। বর্তমানে স্পেকুলেটরদের হোল্ড করা মোট লং পজিশন 209,000 এবং শর্ট পজিশন 124,000, এবং এই ব্যবধান ক্রমেই বাড়ছে। এর মানে ইউরোর চাহিদা অব্যাহত আছে, কিন্তু ডলারের ক্ষেত্রে তা নেই। পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

টানা পনেরো সপ্তাহ ধরে বড় প্লেয়াররা শর্ট পজিশন কমিয়ে এবং লং পজিশন বাড়িয়ে চলেছে। যদিও ইসিবি এবং ফেডের নীতিগত ব্যবধান এখনো সুদের হার পার্থক্যের মাধ্যমে ডলারকে কিছুটা সমর্থন করে, তবে ট্রাম্পের নীতিমালাই ট্রেডারদের জন্য বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তা মার্কিন অর্থনীতির সম্ভাব্য মন্দার ঝুঁকি তৈরি করছে। ফলে, ডলারের ক্রেতারা ফেডের নীতিমালার সুযোগ নিয়েও মার্কেটে সুবিধা নিতে পারছে না এবং সে ইচ্ছাও পোষণ করছে না।

যুক্তরাষ্ট্র ও ইউরোজোনের নিউজ ক্যালেন্ডার:

২১ মে অর্থনৈতিক ক্যালেন্ডারে উল্লেখযোগ্য কোনো ইভেন্ট নেই। ফলে বুধবারের বাজার পরিস্থিতিতে সংবাদভিত্তিক প্রেক্ষাপটের প্রভাব কার্যত অনুপস্থিত থাকবে।

EUR/USD পেয়ারের পূর্বাভাস ও ট্রেডিংয়ের পরামর্শ:

আজ এক ঘণ্টার চার্টে 1.1374–1.1380 জোন থেকে বাউন্স হলে এই পেয়ার বিক্রি করা যেতে পারে, সেক্ষেত্রে টার্গেট হবে 1.1320 এবং 1.1260–1.1282। আমি পূর্বে পরামর্শ দিয়েছিলাম 1.1265–1.1282 জোনের ওপরে ক্লোজ হলে লং পজিশন নেওয়া যেতে পারে, টার্গেট 1.1338 এবং 1.1374—প্রথম টার্গেট ইতোমধ্যেই পূর্ণ হয়েছে এবং এখনো লং পজিশন ক্লোজ করার কোনো যুক্তিসংগত কারণ দেখা যাচ্ছে।

ফিবোনাচি গ্রিড এক ঘণ্টার চার্টে 1.1574–1.1066 এবং ৪-ঘণ্টার চার্টে 1.1214–1.0179 থেকে আঁকা হয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.