empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.05.202510:49 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ফিন্যান্সিয়াল মার্কেটে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে (মার্কিন ডলার সূচক এবং স্বর্ণের দরপতনের সম্ভাবনা রয়েছে)

বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে ৯০ দিনের জন্য বাণিজ্য যুদ্ধবিরতির সত্ত্বেও, মার্কেটে এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীরা নিশ্চিত নন যে তিন মাস পরে কী হবে—ডোনাল্ড ট্রাম্প কি আবার শুল্ক বাড়াবেন, নাকি আরও জটিল কোনো কৌশল বের করবেন?

যারা গভীরভাবে চিন্তা করেন, তারা বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের এই 'না যুদ্ধ, না শান্তি' অবস্থা মূলত মার্কিন অর্থনীতির দুর্বলতা এবং চীনের শিল্পখাতের শক্তিশালী অবস্থানের ফলাফল। কারণ কার্যত প্রতিটি মার্কিন পরিবারে চীনা পণ্য প্রবেশ করেছে, তাই বর্তমান মার্কিন প্রশাসন তাদের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করার জন্য নানা কৌশলের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে—মিথ্যাচার, বিভ্রান্তি এবং বাস্তবতা বিকৃতির মাধ্যমে। সরাসরি হুমকি বা চাপে চীনকে দমন করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। স্বাভাবিকভাবেই, এই ব্যাপক অনিশ্চয়তা মার্কেটে উচ্চ অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমনকি বছরের শুরু থেকে ধারাবাহিকভাবে বেড়ে চলা স্বর্ণের মূল্যও এখন বিশৃঙ্খল, অপ্রত্যাশিত ওঠানামার চক্রে প্রবেশ করেছে। এটি আবারও বিনিয়োগকারীদের দ্বিধাগ্রস্ত মনোভাব প্রতিফলিত করে—ট্রাম্পের নীতিমালার বিশৃঙ্খল বাস্তবায়ন কীভাবে প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় আছে। ইতিহাসের সর্বোচ্চ মূল্যে স্পষ্ট হেজিং কৌশল ছাড়া স্বর্ণ কেনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এক বছর আগেও, মার্কিন ডলার 'সেফ-হেভেন অ্যাসেট' হিসেবে ঝুঁকিপূর্ণ সময়ে শক্তিশালী সমর্থন পেত। কিন্তু এখন আর তা হচ্ছে না। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে যাওয়া নিয়ে আতঙ্কিত, যা রোববার বাজেট কমিটির ট্রাম্পের কর ও ব্যয় পরিকল্পনা অনুমোদনের পর আরও তীব্র হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনায় আগামী এক দশকে বাজেট ঘাটতি ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, কর কমালে প্রবৃদ্ধি বাড়বে, আয় বাড়বে এবং পরবর্তীতে ঘাটতি হ্রাস পাবে। তবে বাস্তবে যুক্তরাষ্ট্র একটি দুষ্টচক্রে আটকে গেছে—যেখান থেকে বড় ধাক্কা ছাড়া বের হওয়া অসম্ভব হতে পারে। অর্থনৈতিক উদ্দীপনার জন্য সরকারি ব্যয়ের প্রয়োজন, যা জাতীয় ঋণও বাড়ায়—যা ট্রাম্প এক সময় কমানোর অঙ্গীকার করেছিলেন। মনে হচ্ছে তিনি আবার আগের মতো ঋণের উপর নির্ভর করতে যাচ্ছেন, যা শেষ পর্যন্ত মার্কিন আর্থিক ব্যবস্থার পতনের দিকে নিয়ে যেতে পারে।

অন্যদিকে, সোমবার আটলান্টা ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট রাফায়েল বোস্টিক পুনরায় জানান, তিনি এই বছর শুধুমাত্র একবার সুদের হার হ্রাসের প্রত্যাশা করছেন, কারণ শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা রয়েছে। এই বার্তা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের মিলিত প্রভাবে বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের অবস্থান দুর্বল হয়েছে। এই প্রেক্ষাপটে ক্রিপ্টোকারেন্সিগুলোর উপরও চাপ রয়েছে এবং এগুলো সাইডওয়েজ রেঞ্জে কনসোলিডেট করছে। একমাত্র ঊর্ধ্বমুখী অ্যাসেট হলো স্টক সূচকগুলো, যেগুলো কর্পোরেট আয়ের শক্তিশালী প্রতিবেদন এবং ৯০ দিনের বাণিজ্য যুদ্ধবিরতি থেকে সমর্থন পাচ্ছে। অর্থনৈতিক চাপের কারণে ফেড আবার সুদের হার কমাতে বাধ্য হতে পারে—এই প্রত্যাশাই এখন বুলিশ প্রবণতার প্রভাবক হিসেবে কাজ করছে।

আজ মার্কেট থেকে কী প্রত্যাশা করা যায়:

আজ মার্কেটে উচ্চ মাত্রার অস্থিরতার মধ্যে সামগ্রিকভাবে সাইডওয়েজ মুভমেন্ট দেখা যেতে পারে। মার্কিন বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ এবং ফেড সুদের হার কমানোর প্রত্যাশা আরও বাড়ায় USDX আরও নিম্নমুখী হতে পারে। স্বর্ণের মূল্য আবারও সাম্প্রতিক স্থানীয় উচ্চতার দিকে চলে যেতে পারে। স্টক মার্কেটে সামান্য ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রচেষ্টা পরিলক্ষিত হতে পারে।

Exchange Rates 20.05.2025 analysis

Exchange Rates 20.05.2025 analysis

দৈনিক পূর্বাভাস:

#USDX
মার্কিন ডলার সূচক বর্তমানে 100.10 লেভেলের কাছাকাছি অবস্থান করছে। এই লেভেল ব্রেক করে নিচের দিকে গেলে মূল্য 99.30 পর্যন্ত নামতে পারে। শর্ট পজিশনের জন্য এন্ট্রি লেভেল হিসেবে 99.99 এর লেভেল বিবেচনা করা যেতে পারে।

স্বর্ণ
মার্কেটে সামগ্রিকভাবে নেতিবাচক পরিস্থিতির কারণে স্বর্ণও চাপের মুখে রয়েছে। যদি স্বর্ণের মূল্য 3210.00 লেভেল ব্রেক করে নিচের দিকে যায়, তাহলে তা 3128.50 পর্যন্ত নেমে যেতে পারে। সম্ভাব্য সেল এন্ট্রি লেভেল হিসেবে 3201.48 এর লেভেল বিবেচনা করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.