empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

25.04.202510:32 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: কেন স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে? (স্বর্ণের দরপতনের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে নাসডাক 100 ফিউচার্স কন্ট্রাক্টের CFD-এর দর বৃদ্ধি পেতে পারে)

বাস্তবিক অর্থে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার শুরু হলে নিকট ভবিষ্যতে স্বর্ণের উল্লেখযোগ্য দরপতন ঘটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধগুলোতে আমি উল্লেখ করেছি যে, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে শুল্ক নিয়ে আলোচনার সূচনা হলে, পূর্বের ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণের মূল্যের বড় ধরনের কারেকশন হতে পারে।

স্মরণ করিয়ে দিই, 2023 সালের নভেম্বরে "হলুদ ধাতু"র মূল্য প্রতি আউন্সে $2,000 এর শক্তিশালী সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে যায় এবং সেখান থেকে প্রায় নিরবিচারে ঊর্ধ্বমুখী হতে থাকে। সেই সময়ে চাহিদা বৃদ্ধির কয়েকটি কারণ ছিল, যার মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে দুটি পারিস্পারিকভাবে সংযুক্ত: ইউক্রেনে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ দ্বারা সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার বৃদ্ধি এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ব্যাপক বিস্তার, যেখানে ইরানও জড়িত রয়েছে। তৃতীয় কারণটি হচ্ছে অর্থনৈতিক: বৈশ্বিক অর্থনীতি দীর্ঘমেয়াদি ও গভীর সংকটের মুখে পড়ার ঝুঁকি।

এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় ব্যাংকগুলো সক্রিয়ভাবে স্বর্ণ ক্রয় করা শুরু করে এবং বিনিয়োগকারীরা স্বর্ণ-ভিত্তিক ETF-এ বিনিয়োগ শুরু করে, যাতে তারা অন্যান্য সম্পদের দরপতনের ফলে সুরক্ষিত থাকতে পারে। তবে সেই দরপতন ঘটেনি—বরং বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই মার্কিন ডলারভিত্তিক অ্যাসেটকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিয়েছে। এই প্রেক্ষাপটে, মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হয়েছে, এবং ফেডারেল রিজার্ভ কর্তৃক পূর্বে বাড়ানো সুদের হার স্থিতিশীল পর্যায়ে ছিল। একই সময়ে, সুদের হার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়, যা অবশেষে 2024 সালের শরতে প্রথমবার কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা এবং ইউরোপে (রাশিয়ার সাথে সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে) অর্থনৈতিক মন্দার আশঙ্কা স্বর্ণের চাহিদাকে সমর্থন দিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর, তার নীতিমালা ঘিরে অনিশ্চয়তার কারণে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকে। বাণিজ্য যুদ্ধের সূচনা স্বর্ণের আরও মূল্য বৃদ্ধি ঘটায়।

যদি বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে শুল্ক সংক্রান্ত বিষয়ে সমঝোতা হয়, তাহলে কী ঘটতে পারে?

আমি মনে করি স্বর্ণের মূল্যের একটি উল্লেখযোগ্য কারেকশন হতে পারে। তবে, এটির মূল্য $2,000 লেভেলের দিকে নেমে আসবে কি না, তা অনিশ্চিত, কারণ ইউক্রেনের যুদ্ধ এবং বৈশ্বিক সংকটের ঝুঁকির মতো চলমান উপাদানগুলো বড় ধরনের দরপতন ঠেকাতে পারে। যদি বাণিজ্য আলোচনায় ইতিবাচক ফলাফল আসে, তাহলে স্বর্ণের দাম $3,000 প্রতি ট্রয় আউন্সের আশেপাশে নামতে পারে, যেখানে শক্তিশালী সাপোর্ট লেভেল খুঁজে পাওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে, আমি মনে করি যে স্বর্ণের মূল্যের যেকোনো উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী কারেকশনকে বিক্রির সুযোগ হিসেবে দেখা উচিত।

Exchange Rates 25.04.2025 analysis

Exchange Rates 25.04.2025 analysis

আজকের পূর্বাভাস:
স্বর্ণ
স্বর্ণ বর্তমানে $3,300.00 লেভেলের আশেপাশে ট্রেড করছে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে নতুন আশাবাদ আবারও $3,200 লেভেলের দিকে স্বর্ণের দরপতনের সূচনা করতে পারে, যা বিক্রির জন্য উপযুক্ত লেভেল হতে পারে।

#NDX
এই কন্ট্রাক্ট যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা থেকে সমর্থন পাচ্ছে। যদি এই দৃশ্যপট বাস্তবায়িত হয়, তাহলে প্রযুক্তি খাতের স্টকগুলোর প্রতি চাহিদা বাড়তে পারে, যা কন্ট্রাক্টটির দর 19,891.60 লেভেলের দিকে নিয়ে যেতে দিতে পারে। ক্রয় করার জন্য সম্ভাব্য লেভেল হলো 19,382.10।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.