empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.04.202511:52 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ট্রাম্প মরিয়া হয়ে চীনের সাথে চুক্তি করতে চাইছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে যেকোনো বাণিজ্য আলোচনায় খুব "ভদ্র" থাকার পরিকল্পনা করেছেন এবং যদি দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারে, তাহলে আরোপিত শুল্ক কমানো হবে—এই ঘোষণা দেওয়ার পর মার্কিন ডলার বেশিরভাগ প্রধান মুদ্রার বিপরীতে তীব্রভাবে শক্তিশালী হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে মার্কেটে চলমান অস্থিরতার মধ্যে ট্রাম্প সম্ভবত বেইজিংয়ের প্রতি তার কঠোর অবস্থান থেকে সরে আসছেন।

Exchange Rates 24.04.2025 analysis

ট্রাম্প বলেন, "আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে, তবে তা অবশ্যই শূন্যের কোঠায় নামবে না। আমরা খুব ভদ্র আচরণ করব, তারাও খুব ভদ্র আচরণ করবে, তারপর দেখা যাক কী হয়।"

তিনি আরও বলেন যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন দেখছেন না এবং আলোচনায় কোভিড-১৯ এর বিষয়টি তুলবেন না—যা বেইজিংয়ে অত্যন্ত সংবেদনশীল একটি রাজনৈতিক বিষয়।

উল্লেখযোগ্য যে, ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন একটি সময়ে, যখন (২ এপ্রিল) শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট, ট্রেজারি বন্ড এবং ডলারের দরপতন ঘটেছে। যদিও এই বছরের শুরুতে চীনা পণ্যের ওপর আরোপিত 145% শুল্ক বহাল রয়েছে, তবে কম্পিউটার এবং জনপ্রিয় কনজ্যুমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। গতকাল খবর এসেছে যে এই ছাড় গাড়ি শিল্পেও সম্প্রসারিত করা হবে।

স্পষ্টতই, মার্কেটে বিক্রির চাপ এবং ডলারের দুর্বলতা নিয়ে ট্রাম্প আতঙ্কিত, তাই তিনি এখনই একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন। এখন পর্যন্ত, চীন ট্রাম্পের "ভদ্র আচরণ" করার প্রতিশ্রুতির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি, তবে সংবাদ সংস্থা কেইলিয়ান এটিকে শুল্ক নীতির প্রতি ট্রাম্পের অবস্থান নমনীয় করার লক্ষণ হিসেবে দেখছে।

এই মাসের শুরুতে, বেইজিং ইঙ্গিত দিয়েছিল যে তারা যেকোনো আলোচনায় সম্মত হওয়ার আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কিছু বাস্তব পদক্ষেপ দেখতে চায়—বিশেষ করে তার মন্ত্রিসভার সদস্যদের বিরূপ মন্তব্য থেকে বিরত থাকতে দেখতে চায়। চীনা কর্তৃপক্ষ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের চীনা কৃষকদের নিয়ে করা মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে, যা এক চীনা কূটনীতিক "অজ্ঞতা এবং অসম্মানজনক" বলে অভিহিত করেছেন।

গতকাল এক ভাষণে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন যে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ বাণিজ্য উত্তেজনা প্রশমন করার পথ খুঁজে বের করবে এবং এটি নিকট ভবিষ্যতেই হতে পারে। তিনি আরও বলেন যে চীনের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্নতা যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়। তবে ট্রেজারি সেক্রেটারি বিশ্বাস করেন, যেকোন চুক্তি সম্পন্ন হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। তিনি পুনরায় উল্লেখ করেন যে চীন ভোক্তা অর্থনীতি দমিয়ে রেখে উৎপাদন খাতকে প্রাধান্য দিচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেকোনো চুক্তিতে এমন ভারসাম্য আনতে হবে, যাতে যুক্তরাষ্ট্র দেশীয় উৎপাদন বাড়াতে পারে।

সবকিছু মিলিয়ে, মার্কিন ডলার শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে—যা মার্কেটের বেশিরভাগ ট্রেডারই প্রত্যাশা করেছিল, কারণ এই খবরের ফলে অতিরিক্ত ক্রয়কৃত ইউরো এবং ব্রিটিশ পাউন্ড আকর্ষণ হারিয়েছে।

EUR/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ:
বর্তমানে EUR/USD পেয়ারের ক্রেতাদের অবশ্যই মূল্যকে 1.1360 লেভেল পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিতে হবে। এই পেয়ারের মূল্য কেবল এই লেভেল ব্রেক করলেই 1.1430 এর লেভেল টেস্ট করার সুযোগ তৈরি হবে। সেখান থেকে মূল্যের 1.1500 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও মার্কেটের বড় ট্রেডারদের সমর্থন ছাড়া এটি করা কঠিন হতে পারে। সর্বোচ্চ ঊর্ধ্বমুখী লক্ষ্যমাত্রা হচ্ছে 1.1570 লেভেল।
যদি মূল্য কমে যায়, তাহলে আমি মূল্য 1.1280 এর কাছাকাছি থাকা অবস্থায় প্রধান ক্রেতাদের সক্রিয়তার প্রত্যাশা করছি। যদি সেখানে সমর্থন না পাওয়া যায়, তাহলে পুনরায় 1.1210 এর লেভেলের টেস্টের জন্য অপেক্ষা করা বা 1.1150 থেকে লং পজিশনে এন্ট্রির কথা ভাবা যেতে পারে।

GBP/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ:
GBP/USD-এর ক্ষেত্রে, ক্রেতাদের অবশ্যই এই পেয়ারের মূল্যের নিকটবর্তী রেসিস্ট্যান্স 1.3300 এর লেভেল ব্রেক করাতে হবে। কেবল তখনই 1.3350 লেভেলের দিকে লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হবে, যা এখনো ব্রেক করা কঠিন হতে পারে। বুলিশ প্রবণতার ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হলো 1.3416 এর জোন।
যদি এই পেয়ারের মূল্য কমে যায়, তাহলে বিক্রেতারা মূল্যকে 1.3240 লেভেলে পুনরুদ্ধারের চেষ্টা করবে। এই রেঞ্জ ব্রেক করা হলে বুলিশ পজিশনে বড় আঘাত আসবে এবং GBP/USD পেয়ারের মূল্য 1.3205 লেভেল পর্যন্ত নামতে পারে, এরপর সম্ভাব্যভাবে 1.3165 পর্যন্ত যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.