empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.04.202512:08 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেট পরিস্থিতি – ২১ এপ্রিল: নতুন গুজবের মধ্যে আবারও S&P 500 এবং নাসডাক সূচকে দরপতন

আগের ট্রেডিং সেশনের শেষে, যুক্তরাষ্ট্রের প্রধান স্টক সূচকসমূহে মিশ্র ফলাফল পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 0.13% বেড়েছে, তবে নাসডাক 100 সূচক 0.13% হ্রাস পেয়েছে, এবং শিল্প সূচক ডাও জোন্স 1.33% হ্রাস পেয়েছে।

Exchange Rates 21.04.2025 analysis

২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের দর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, আর প্রধান স্টক সূচকগুলোর ফিউচারেও পতন দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ফেডারেল রিজার্ভের সমালোচনা করায় মার্কেটে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট মন্তব্য করেছেন যে ট্রাম্প ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছেন—এরপর ডলার সব প্রধান মুদ্রার বিপরীতে দুর্বল হয়ে পড়ে এবং এশিয়ান সেশনে মার্কিন সূচক ফিউচারে চাপ সৃষ্টি হয়।

তথ্য অনুযায়ী, এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর হেজ ফান্ডগুলো সোমবার সক্রিয়ভাবে ডলার বিক্রি করা শুরু করে। সাধারণত ডলারের সঙ্গে বিপরীতমুখী সম্পর্কযুক্ত স্বর্ণের দর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ট্রেজারি বন্ডের দাম কমেছে, এবং ইয়েন শক্তিশালী হয়েছে।

গত সপ্তাহের শেষে, ফেড সুদের হার কমাতে অস্বীকৃতি জানানোর পর হতাশ হয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, পাওয়েলকে বরখাস্ত করার বিষয়টি আর বিলম্বিত করা উচিত নয়—যদিও তিনি সরাসরি এটি অস্বীকারও করেননি। ফেডের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ শুধুই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে না, বরং মার্কিন আর্থিক নীতিমালায় রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি আসতে পারে, যা মার্কেটে গুরুতর উদ্বেগ তৈরি করতে পারে। তবে এটা উল্লেখযোগ্য যে, ট্রাম্পের প্রথম মেয়াদেও পাওয়েলের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য শোনা গিয়েছিল, কিন্তু বরখাস্তের ঘটনা ঘটেনি।

তবে, এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমছে, কিন্তু সুদের হার অপরিবর্তিত রয়েছে। অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফলে মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে, ফলে ফেডের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। একদিকে, মূল্যস্ফীতি মোকাবেলায় কঠোর মুদ্রানীতির প্রয়োজন—বিশেষ করে ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। অন্যদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকিও বিবেচনায় রাখতে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের এই চাপ ফেডের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা দীর্ঘমেয়াদে আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। যদি পাওয়েলকে বরখাস্ত করা হয়, তাহলে এটি মার্কেটে গুরুতর অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিনিয়োগকারীরা ভবিষ্যতের মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তায় পড়বেন এবং ফেডের নেতৃত্বের পরিবর্তন নেতিবাচক প্রতিক্রিয়া ডেকে আনবে। একইসাথে, এটি মার্কিন অর্থনীতির প্রতি সামগ্রিক আস্থা ক্ষয় করতে পারে।

Exchange Rates 21.04.2025 analysis

S&P 500 সূচকের টেকনিক্যাল চিত্রের ক্ষেত্রে, আজ ক্রেতাদের মূল লক্ষ্য হবে $5269 রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করা। এই পর্যায় অতিক্রম করলে সূচকটির আরও বৃদ্ধি সম্ভব হবে এবং $5305 লেভেলে ব্রেকআউটের পথ খুলবে। পাশাপাশি, $5342 লেভেলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। যদি সূচকটি নিম্নমুখী হয় এবং ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যায়, তাহলে ক্রেতাদের $5226 জোনে সক্রিয় হতে হবে। এই লেভেল ভেদ করা হলে সূচকটি দ্রুত $5164 পর্যন্ত নামতে পারে এবং $5084 এর দিকে যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.