empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.04.202507:32 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: আলোচনায় কোনো অগ্রগতি হয়নি

এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরোপের ওপর আরোপিত বেশিরভাগ শুল্ক খুব শিগগিরই প্রত্যাহার করা হবে না।

Exchange Rates 17.04.2025 analysis

আলোচনার পরও উভয় পক্ষ তাদের অবস্থানে অনড় ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দাবি করেছে, ইউরোপীয় ইউনিয়নকে মার্কিন পণ্যের জন্য বড় ধরনের ছাড় দিতে হবে এবং বাণিজ্য বাঁধা কমাতে হবে। অপরদিকে, ইউরোপীয় প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কগুলোকে অন্যায্য বলে দাবি করেছে এবং জানিয়েছে এগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে। বিশেষভাবে ইউরোপীয় কর্মকর্তারা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা তারা মনে করছেন ইউরোপের শিল্পখাতের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনাকেও তারা উদ্বেগের দৃষ্টিতে দেখছেন।

বিভিন্ন গুঞ্জনে বলা হচ্ছে, ইইউ ট্রেড কমিটির প্রধান মারোশ সেফকোভিচ আলোচনার পর কোনো স্পষ্ট অগ্রগতি ছাড়াই বৈঠক ত্যাগ করেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প যেসব দেশের উপর ২০%-এর পাল্টা শুল্ক ১০%-এ নামিয়েছেন এবং যেসব শুল্ক গাড়ি ও ধাতব খাতকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে, সেগুলো এখনই প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য যে, ট্রাম্পের অগোছালো কৌশল—যেখানে রয়েছে সময়ক্ষেপণ, পিছু হটা, নতুন হুমকি, আকস্মিক ছাড়, এবং পরীক্ষামূলক বার্তা—এই অনিশ্চয়তা ইউরোর মূল্যের তীব্র ঊর্ধ্বমুখী মুভমেন্ট এবং মার্কিন ডলারের দরপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্পষ্টতই এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে উভয় পক্ষই শিল্পখাতের পণ্যের ওপর সব শুল্ক তুলে নিক, যার মধ্যে গাড়িও অন্তর্ভুক্ত। কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশেষজ্ঞরা বারবার উল্লেখ করছেন, ট্রাম্প আমদানিকৃত যানবাহন ও যন্ত্রাংশের ওপর ২৫% শুল্ক আরোপ করে অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে চাইলেও, ফলাফল এতটা ইতিবাচক নাও হতে পারে।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ি ও ট্রাক শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেবে, যতক্ষণ না প্রতিষ্ঠানগুলো কানাডাতেও যানবাহন উৎপাদন অব্যাহত রাখে। এই সিদ্ধান্ত জেনারেল মোটরস এবং স্টেলান্টিসের মতো কোম্পানিগুলোর জন্য স্বস্তি বয়ে এনেছে, যাদের অন্টারিওতে অ্যাসেম্বলি প্ল্যান্ট আছে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে যানবাহন কানাডায় রপ্তানি করে।

EUR/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ:
ক্রেতাদের এখন এই পেয়ারের মূল্যকে 1.1420 লেভেলে পুনরুদ্ধার করার দিকে মনোযোগ দেওয়া উচিত। কেবল তখনই মূল্যের 1.1467 লেভেল টেস্টের সম্ভাবনা তৈরি হবে। সেখান থেকে 1.1525 পর্যন্ত মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যদিও এটি প্রধান মার্কেট প্লেয়ারদের সহায়তা ছাড়া করা কঠিন হবে। চূড়ান্ত লক্ষ্য থাকবে 1.1545 এর সর্বোচ্চ লেভেল। যদি এই পেয়ারের মূল্য হ্রাস পায়, তাহলে 1.1340 এর আশেপাশে শক্তিশালীভাবে ক্রয়ের আগ্রহ দেখা যেতে পারে। যদি এই লেভেলে কোন মুভমেন্ট না হয়, তাহলে 1.1260 এর লেভেল পুনরায় টেস্ট বা 1.1165 থেকে লং পজিশন ওপেন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

GBP/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ:
পাউন্ড ক্রেতাদের প্রথমে মূল্যকে 1.3300 এর নিকটতম রেজিস্ট্যান্স লেভেলে পুনরুদ্ধার করতে হবে। কেবল তখনই তারা মূল্যকে 1.3345 এর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবে, যা ব্রেক করা কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হবে 1.3390 এর এরিয়া। যদি দরপতন ঘটে, তাহলে বিক্রেতারা 1.3250 এর ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, তবে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিচের দিকে গেলে GBP/USD পেয়ারের মূল্য 1.3180 নিম্ন লেভেল পর্যন্ত নেমে যেতে পারে, যার পরেও 1.3130 পর্যন্ত আরও নিম্নমুখী মুভমেন্টের সম্ভাবনা থাকবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.