empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

16.04.202511:35 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য সংঘাত মার্কেটে নেতিবাচক প্রভাব ফেলবে (পুনরায় #NDX ও লাইটকয়েনের দরপতনের সম্ভাবনা রয়েছে)

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ছাড়কে ঘিরে তৈরি হওয়া আশাবাদ খুব বেশি সময় স্থায়ী হয়নি। সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যাল পণ্যের আমদানির ওপর মার্কিন বাণিজ্য দপ্তরের তদন্ত শুরুর সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় ট্রেডাররা এখন আবারো এই সংঘাতের দিকেই দৃষ্টি কেন্দ্রীভূত করছে, যা উচ্চতর শুল্ক আরোপের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে।

আমি আগেও বলেছি, মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে তার এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ — যার অর্থ হলো, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার মূল সংঘাত চলতে থাকবে যতক্ষণ না কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছানো যায়। এর আগ পর্যন্ত, বৈশ্বিক ফাইন্যান্সিয়াল মার্কেটে অনিশ্চয়তার বিরাজ করছে—এর সঙ্গে সকল নেতিবাচক প্রভাব তো রয়েছেই।

ট্রেডারদের জন্য আজকের মূল আলোচ্য বিষয়

ইউরোজোনে আজ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে — এর মধ্যে বিশেষভাবে ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। এছাড়া মার্কেটের ট্রেডাররা ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের নির্ধারিত বক্তৃতার দিকে সজাগ দৃষ্টি দেবে। গত মাসে ভোক্তা মূল্য সূচকের লক্ষণীয় পতনের প্রেক্ষিতে সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে তিনি কী বলেন, তা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। যদি তিনি ইঙ্গিত দেন যে যদি মুদ্রাস্ফীতি নিম্নমুখী হয় তবে ফেড সুদের হার কমানোর পথ অব্যাহত রাখতে প্রস্তুত — তাহলে এটি ফরেক্স মার্কেটে ডলারের মূল্যের বিয়ারিশ প্রবণতার সংকেত হিসেবে বিবেচিত হবে এবং ইকুইটি মার্কেটে সহায়ক কারণ হিসেবে কাজ করবে।

ইউরোর ক্ষেত্রে, সর্বসম্মত পূর্বাভাস অনুযায়ী মার্চে ভোক্তা মূল্য সূচক (CPI) বার্ষিক ভিত্তিতে 2.3% থেকে 2.2%-এ নামতে পারে, তবে মাসিক ভিত্তিতে ফেব্রুয়ারির 0.4% থেকে 0.6%-এ বেড়ে যেতে পারে। আমার মতে ইউরোপীয় কমিশনের €800 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনাকে মার্কেটে ইতোমধ্যেই বিবেচিত হয়েছে। এদিকে ইউরোজোনে চলমান মন্দা এবং পূর্ণমাত্রার অর্থনৈতিক সংকট ইউরোর চাহিদা বাড়ানোর পক্ষে সহায়ক হবে না।

ডলারের বিপরীতে ইউরোর একমাত্র বাকি থাকা সম্ভাব্য সহায়ক হতে পারে ফেডের সম্ভাব্য সুদের হার হ্রাসকরণ। তবে এটি এখনো অনিশ্চিত, কারণ ট্রাম্পের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালার কারণে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তবে তিনি সফল হবেন কি না তা এখনো অনিশ্চিত।

আজ মার্কেট থেকে কী প্রত্যাশা করা যায়

মার্কেটে এখনও এক ধরনের চাপ বিরাজ করছে, কারণ ফেডকে এখন এমন এক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন যোগাতে হচ্ছে যখন শুল্ক বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে অনিশ্চয়তা, কারণ ট্রাম্প সমস্ত গুরুত্বপূর্ণ আমদানি-কাঁচামাল—যার বড় একটি অংশ চীন থেকে আমদানি করা হয়—তাতে নতুন শুল্ক পরিকল্পনার পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ ইতিবাচক বাণিজ্য পরিস্থিতির সম্ভাবনাকে আরও ঘোলাটে করেছে, সেইসাথে এখনো ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে আমি মনে করি, আজ মার্কিন স্টক সূচকগুলোয় দরপতন অব্যাহত থাকবে, যেমনটি ফিউচারসের দর ইতোমধ্যেই ইঙ্গিত দিচ্ছে। মার্কেটে নতুন করে নেতিবাচক প্রবণতা ছড়িয়ে পড়ছে, যা ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমিয়ে দিচ্ছে এবং ফরেক্স মার্কেটে প্রধান কারেন্সিগুলোর বিপরীতে ডলার দুর্বল হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলোও চাপের মুখে পড়তে পারে—ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়লে ডিজিটাল অ্যাসেটের চাহিদা কমে যেতে পারে। অন্যদিকে, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থেকে নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে।

দৈনিক পূর্বাভাস

Exchange Rates 16.04.2025 analysis

Exchange Rates 16.04.2025 analysis

#NDX
মার্কিন-চীন বাণিজ্য সংকটের মধ্যে নাসডাক 100 ফিউচার CFD বর্তমানে 18,690.50 লেভেলের নিচে ট্রেড করছে। আজ সূচকটির দরপতন অব্যাহত থাকতে পারে। আমি কনট্রাক্টটি বিক্রি করার পরামর্শ দেব, সম্ভাব্য এন্ট্রি পয়েন্ট 18,355.70, যার টার্গেট 17,750.00 পর্যন্ত।

লাইটকয়েন
এই টোকেনটি বর্তমানে 74.89 লেভেলের ওপরে ট্রেড করছে। মার্কেট সেন্টিমেন্ট আরও দুর্বল হলে, এটির মূল্য কমে 71.00 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। যদি লাইটকয়েনের মূল্য 74.47 লেভেলের নিচে নামে তাহলে এটি বিক্রির প্রবণতা ফিরে আসতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.