empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

15.04.202515:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত: ঊর্ধ্বমুখী না কি নিম্নমুখী প্রবণতা দেখা যাবে?

Exchange Rates 15.04.2025 analysis

স্টক মার্কেটের পর্যালোচনা, 15 এপ্রিল

মার্কিন স্টক মার্কেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত: ঊর্ধ্বমুখী না কি নিম্নমুখী প্রবণতা দেখা যাবে?

সোমবার প্রধান মার্কিন স্টক সূচকসমূহের পারফরম্যান্স: ডাও +0.8%, নাসডাক +0.6%, S&P 500 সূচক +0.8%, S&P 500 সূচক: 5,405, ট্রেডিং রেঞ্জ: 5,100–5,800।

সপ্তাহের শুরুতে মার্কিন স্টক মার্কেটে ইতিবাচক মোমেন্টাম লক্ষ্য করা গেছে।

সকালে প্রাথমিকভাবে S&P 500 সূচকের দর 1.8% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যদিও দিনের শেষে সূচকটি শুক্রবারের তুলনায় মাত্র 0.8% উপরে থাকা অবস্থায় লেনদেন শেষ হয়েছে। দিনের মাঝামাঝি নিম্নমুখী হওয়ার পর সূচকটি সেশনের সর্বনিম্ন লেভেল থেকে ঘুরে দাঁড়ায়।

প্রথমদিকে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়, কারণ স্মার্টফোন, ল্যাপটপ, সেমিকন্ডাক্টর, সোলার প্যানেল ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ওপর 10% শুল্ক এবং চীনা পণ্যের ওপর 125% আমদানি শুল্ক থেকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। তবে সেশনের দ্বিতীয়ার্ধে এই আশাবাদ কমে আসে, যখন ট্রেডাররা উপলব্ধি করেন যে চীনা আমদানির ওপর 20% ফেন্টানিল-সংক্রান্ত শুল্ক বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের মন্তব্যে মার্কেটে বাড়তি অস্থিরতা তৈরি হয়, যেখানে তিনি বলেন এই শুল্ক ছাড় সাময়িক। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে শীঘ্রই সেমিকন্ডাক্টরের ওপর নতুন শুল্কের ঘোষণা আসবে বলেও জানানো হয়েছে।

বিশাল মূলধনসম্পন্ন কোম্পানিগুলোর স্টকগুলোর মূল্যের দৈনিক ওঠানামাও মার্কেটের অস্থিরতায় ভূমিকা রেখেছে। এনভিডিয়ার (NVDA 110.71, -0.22, -0.2%) শেয়ারের মূল্য দৈনিক সর্বোচ্চ +3.0% পর্যন্ত উঠেছিল, তবে সেশন শেষে -1.7% কমে যায়।

S&P 500 সূচকে ১১টি সেক্টরের মধ্যে ১০টি সেক্টর সেশন শেষে পজিটিভ টেরিটরিতে ছিল। ৭টি সেক্টরের পারফরম্যান্স ছিল +1.0% এর বেশি, যেখানে গোল্ডম্যান স্যাক্সের (GS 503.98, +9.54, +1.9%) এর শক্তিশালী ত্রৈমাসিক আয়ের ফলাফল ফাইন্যান্সিয়াল সেক্টরকে সহায়তা দিয়েছে।

সুদহারের প্রতি সংবেদনশীল সেক্টরগুলোর মধ্যে রিয়েল এস্টেট (+2.2%) এবং ইউটিলিটিজ (+1.8%) সবচেয়ে বেশি লাভ করেছে, কারণ ট্রেজারি ইয়েল্ড কমেছে।

১০-বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড ১৩ বেসিস পয়েন্ট কমে 4.36% হয়েছে, এবং ২-বছরের বন্ডের ইয়েল্ড ১২ বেসিস পয়েন্ট কমে 3.83%-এ নেমে এসেছে।

সোমবারের মার্কিন অর্থনৈতিক ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন প্রকাশের কথা ছিল না।

এই সপ্তাহের ক্যালেন্ডার অনুযায়ী বুধবার মার্চ মাসের খুচরা বিক্রয়, বৃহস্পতিবার মার্চের হাউজিং স্টার্টস বা আবাসন নির্মাণ শুরুর সূচক এবং বিল্ডিং পারমিট বা নির্মাণ অনুমোদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

এছাড়া ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ECB) বৃহস্পতিবার একটি বৈঠকে বসতে যাচ্ছে, যেখানে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার হ্রাসের ঘোষণা আসার প্রত্যাশা করা হচ্ছে।

এ বছরের শুরু থেকে পারফরম্যান্স:

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ: -4.8%
S&P 500: -8.1%
S&P মিডক্যাপ 400: -11.7%
নাসডাক কম্পোজিট: -12.8%
রাসেল 2000: -15.7%

মঙ্গলবার ট্রেডাররা যে প্রতিবেদনগুলোর জন্য অপেক্ষা করছে:

8:30 ET: এপ্রিল এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং (ধারণা -14.8; পূর্ববর্তী -20.0),
মার্চের এক্সপোর্ট প্রাইস বা রপ্তানি মূল্য (পূর্ববর্তী 0.1%),
এক্সপোর্ট প্রাইসেস এক্স-অ্যাগ্রিকালচার বা কৃষি পণ্যের রপ্তানি মূল্য (পূর্ববর্তী 0.1%),
ইমপোর্ট প্রাইসেস বা আমদানি মূল্য (পূর্ববর্তী 0.4%) এবং
ইমপোর্ট প্রাইসেস এক্স-অয়েল বা তেলের আমদানি মূল্য (পূর্ববর্তী 0.3%)।

এনার্জি: ব্রেন্ট ক্রুড বর্তমানে $65.20 লেভেলে ট্রেড করছে। মার্কিন স্টক মার্কেটে অস্থিরতা কিছুটা কমে আসায় তেল $65 লেভেলের ওপরে কনসোলিডেশনের চেষ্টা করছে।

সারাংশ: ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের পর থেকে মার্কেটে যে অস্থিরতা শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মার্কিন স্টক মার্কেটে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে। যদিও ট্রাম্প বেশ কিছু দেশে ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দিয়েছেন এবং ইলেকট্রনিক পণ্যের ওপর সাময়িক শুল্ক স্থগিত করেছেন, তবুও ১০% শুল্ক এখনো বহাল রয়েছে। একই সাথে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক কার্যত অচল অবস্থায় রয়েছে—দুই পক্ষই একে অপরের ওপর প্রায় নিষেধাজ্ঞার সমতুল্য শুল্ক বজায় রেখেছে। কোনো আলোচনার সূচনা এখনও হয়নি, এবং উভয় পক্ষই অপেক্ষা করছে অপর পক্ষ আগে নতি স্বীকার করবে কি না। এই পরিস্থিতি নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের উভয়ের জন্যই মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াবে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে বলে ধরে নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদ ইতিমধ্যেই সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করছেন।

এই কারণেই আমরা মনে করি মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা নয়, বরং রেঞ্জ-ভিত্তিক মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে। যদি বর্তমান ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত থাকে, তাহলে প্রফিট বুক করা বুদ্ধিমানের কাজ হবে। তবে যদি মার্কেটে কারেকশন হয়—বিশেষ করে S&P 500 এর মতো বেঞ্চমার্ক সূচকে—তাহলে আমরা লং পজিশন ওপেন করার পরামর্শ দেব।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.