empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.04.202515:16 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: "সোনালি" পূর্বাভাস: স্বর্ণের মূল্য $3,500, $3,700 নাকি আরও বাড়বে?

Exchange Rates 09.04.2025 analysis

স্বর্ণ নিয়ে বিশ্লেষকদের পূর্বাভাস এখন আরও বেশি আশাবাদী হয়ে উঠেছে, যেন তারা প্রতিযোগিতায় নেমেছে কে বেশি উচ্চমূল্যের পূর্বাভাস দিতে পারে। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শুল্কনীতি এই পরিস্থিতিকে আরও উসকে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বহু বিনিয়োগকারীর জন্য স্বর্ণ একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়ে পরিণত হয়েছে।

HSBC-এর কারেন্সি স্ট্র্যাটেজিস্ট জেমস স্টিলের মতে, ওয়াশিংটন যখন বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপ করে, তখনই স্বর্ণের দাম হঠাৎ করে $3,000 প্রতি আউন্সের ওপরে উঠে যায়। তিনি বলেন, "এটাই সাম্প্রতিক সময়ে প্রথম, যখন ভূ-রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের বাজারের মূল চালক হয়ে দাঁড়িয়েছে।"

গত সপ্তাহে স্বর্ণের স্পট মূল্য রেকর্ড সৃষ্টি করে প্রতি ট্রয় আউন্সে $3,167.57-এ পৌঁছেছে। ফলে 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দর 16% বেড়েছে। তুলনামূলকভাবে, 2024 সালে স্বর্ণের দর 27% বৃদ্ধি পেয়েছিল। মুদ্রানীতির শিথিলতা এবং রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগও স্বর্ণে বিনিয়োগ বৃদ্ধির একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল।

বর্তমান পরিস্থিতিও স্বর্ণের পক্ষে কাজ করছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা স্বর্ণের মূল্যের নজিরবিহীন বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন। মূল্যবান ধাতুগুলোর ট্রেড ফ্লোর সঙ্গে ঋণাত্মক সম্পর্ক থাকার কারণে স্বর্ণ যেকোনো পরিস্থিতিতেই উপকৃত হতে পারে। ট্রাম্পের শুল্কনীতি—যা গত এক শতাব্দীতে ওয়াশিংটনের আরোপিত সর্বোচ্চ বাণিজ্য বাধা হিসেবে বিবেচিত হচ্ছে—নতুন বিনিয়োগকারীদের স্বর্ণমুখী হতে বাধ্য করেছে, যারা পূর্ণমাত্রার বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

বর্তমানে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চেয়ে স্বর্ণের জনপ্রিয়তা বেশি, যার পেছনে রয়েছে ডলারের দীর্ঘস্থায়ী দুর্বলতা। অনেক বিশ্লেষক বলছেন, ডলার বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে তার অবস্থান হারাতে বসেছে, কারণ শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের খ্যাতি ডলারকে ছাড়িয়ে গেছে। কমেক্স এক্সচেঞ্জে জুনের গোল্ড ফিউচারের দাম 1.6% বেড়ে প্রতি আউন্সে $3,022-এ দাঁড়িয়েছে। ৯ এপ্রিল, বুধবার প্রতি ট্রয় আউন্সে $3,045-এ স্বর্ণের ট্রেডিং চলছে।

Exchange Rates 09.04.2025 analysis

বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মার্কেটে চলমান অস্থিরতা স্বর্ণের জন্য ইতিবাচক

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র আড়াই মাসের মধ্যেই ট্রাম্প বৈশ্বিক পরিস্থিতিকে বিপর্যস্ত করে তুলেছেন, তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমনটি ছিল, তেমনভাবে আর ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা যুক্তরাষ্ট্র দেবে না। তাছাড়া রাশিয়া–ইউক্রেন সংঘাতেও যুক্তরাষ্ট্রের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এমনকি এই অদ্ভুত ধনকুবের গ্রিনল্যান্ড দখলের বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন।

এই পরিস্থিতিতে, ডয়চে ব্যাংকের কারেন্সি স্ট্র্যাটেজিস্টরা 2025 ও 2026 সালের স্বর্ণের মূল্যের পূর্বাভাস সংশোধন করে আরও ঊর্ধ্বমুখী করেছে, যেখানে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্য খাতের অস্থিরতা 'নিরাপদ বিনিয়োগের' খ্যাতিসম্পন্ন অ্যাসেটের চাহিদা বৃদ্ধির শক্তিশালী অনুঘটক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রাথমিকভাবে 2025 সালে স্বর্ণের গড় দাম হবে $3,140 এবং 2026 সালে $3,700। পূর্ববর্তী পূর্বাভাস ছিল যথাক্রমে $2,725 এবং $2,900। 2025 সালের শেষ নাগাদ ডয়চে ব্যাংক স্বর্ণের দাম আউন্স প্রতি $3,350-এ পৌঁছাবে বলে পূর্বাভাস দিচ্ছে। এই ব্যাংকের 2026 সালের পূর্বাভাসটি বৃহত্তম বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক।

স্বর্ণের পক্ষে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা। ডয়চে ব্যাংকের মতে, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের বৈশ্বিক চাহিদার প্রায় 24% পূরণ করছে—যেখানে 2022 সালে এটি ছিল 10%-এরও কম।

অনেক বিশ্লেষক স্বর্ণের মূল্যের স্বল্পমেয়াদী সম্ভাবনা নিয়েও আশাবাদী রয়েছেন। গত সপ্তাহে HSBC তাদের 2025 সালের স্বর্ণের মূল্যের পূর্বাভাস বাড়িয়ে আউন্স প্রতি $3,015 করেছে। তবে 2026 সালের জন্য ব্যাংকটি কিছুটা কম আশাবাদী, যেখানে তারা স্বর্ণের দাম কমে $2,915 হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

ব্যাংক অফ আমেরিকার (BofA) কারেন্সি স্ট্র্যাটেজিস্টরাও খুব বেশি দ্রুতগতিতে মূল্যবৃদ্ধির আশা করছেন না। BofA-এর বিশ্লেষক মাইকেল উইডমারের মতে, 2025 সালে স্বর্ণের গড় দাম হবে $3,063 এবং 2026 সালে $3,350। তবে তিনি মনে করেন, স্বর্ণের স্পট মূল্য আগামী দুই বছরের মধ্যে $3,500 পর্যন্ত পৌঁছাতে পারে।

উইডমার বলেন, "$3,000 দামে স্বর্ণ কেনা, $3,500 দামে কেনার তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু এতে কী ঝুঁকি রয়েছে? ঝুঁকি হলো আমরা সেই পরিস্থিতিতে ফিরে যেতে পারি, যা দুই বছর আগে ছিল—একটি স্থিতিশীল বৈশ্বিক পরিবেশ যেখানে বাণিজ্যযুদ্ধের হুমকি নেই এবং ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির ব্যাপারে উন্মুক্ত অবস্থানে থাকবে।সেই ক্ষেত্রে, অর্থনীতি স্থিতিশীল হবে, বাজার পরিস্থিতি ইতিবাচক হবে, আর স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা কার্যত থেমে যাবে। কিন্তু সেই পরিস্থিতি এখনো কল্পলোকে রয়েছে।"

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.