empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.04.202510:34 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরেকটি ধ্বস

স্টক মার্কেটে নতুন করে শুরু হওয়া ধ্বস এবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও আঘাত হেনেছে। বিনিয়োগকারীরা ভবিষ্যতে আরও বড় দরপতনের আশঙ্কায় ব্যাপকভাবে ডিজিটাল অ্যাসেট বিক্রি শুরু করেছেন—ফলে বিটকয়েন, ইথেরিয়াম ও অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির তীব্র দরপতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে প্রধান কারণ হচ্ছে—যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বেগ এবং এ ব্যাপারে ফেডারেল রিজার্ভের নিষ্ক্রিয়তা।

Exchange Rates 09.04.2025 analysis

সকালের সেশনে বিটকয়েনের দর প্রায় $74,500 পর্যন্ত নেমে আসে, তবে পরে মূল্যের রিবাউন্ড ঘটে এখন প্রায় $77,400 লেভেলে এটি ট্রেড করা হচ্ছে। ইথেরিয়ামের মূল্য $1,400 লেভেলের নিচে নেমে $1,387-এ পৌঁছায়, তারপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে $1,463 লেভেলে ট্রেড করা হচ্ছে।

মার্কিন সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তা এবং বাণিজ্য শুল্ক নিয়ে উদ্বেগের কারণে মার্কেটে আতঙ্ক আরও বেড়েছে, যা পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। যদিও পরিস্থিতি এমন যে অনেকেই মনে করছেন এই পতন সাময়িক। বিশ্লেষকেরা ব্লকচেইন প্রযুক্তির প্রতি আগ্রহ এবং ক্রিপ্টোকারেন্সিকে বিকল্প বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচনার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছেন। তবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও মার্কেটের পরিস্থিতি স্থিতিশীল করতে হলে, প্রথমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি—বিশেষ করে স্টক মার্কেটকে স্থিতিশীল হতে হবে।

যতক্ষণ না যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের দরপতন থামে, ততক্ষণ ক্রিপ্টো মার্কেটে কেনাবেচা নিয়ে আলোচনা করা অনুপযুক্ত। বিনিয়োগকারীরা যখন ঐতিহ্যবাহী অ্যাসেটের দরপতনের আশঙ্কায় থাকেন, তখন তারা লিকুইডিটি বাড়াতে ও অন্য জায়গায় ক্ষতি সামাল দিতে ক্রিপ্টো বিক্রি করেন—কারণ এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অ্যাসেট ক্লাস হিসেবে বিবেচিত। তবুও, এই ধরনের সম্পর্ক স্থায়ী নয়—দীর্ঘমেয়াদে ক্রিপ্টোকারেন্সি বৈদেশিক অর্থনৈতিক ধাক্কার তুলনায় অনেক বেশি স্থিতিশীলতা দেখাতে পারে, বিশেষ করে যদি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রবাহকে উৎসাহিত করা হয়। আপাতত, সতর্কতা অবলম্বন এবং রক্ষণশীল বিনিয়োগ পদ্ধতি গ্রহণ করাই ক্রিপ্টো মার্কেটের জন্য সবচেয়ে বিচক্ষণ কৌশল বলে মনে হচ্ছে। ডিজিটাল অ্যাসেটে বিনিয়োগের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

Exchange Rates 09.04.2025 analysis

বিটকয়েনের টেকনিক্যাল বিশ্লেষণ
বর্তমানে ক্রেতারা বিটকয়েনের মূল্যকে $77,600 লেভেলে পুনরুদ্ধারের চেষ্টা করছে—এতে তারা সফল হলে পরবর্তী লক্ষ্যমাত্রা হবে $79,500, এবং সেখান থেকে $80,500 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে। বুলিশ প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে দূরবর্তী টার্গেট হলো স্থানীয় সর্বোচ্চ $82,100—মূল্য এই লেভেল ব্রেক করলে মার্কেটে বিয়ারিশ প্রবণতার সমাপ্তি নিশ্চিত হতে পারে। তবে যদি বিটকয়েনের দরপতন ঘটে, তাহলে $76,300 লেভেলের আশেপাশে ক্রেতারা আবার সক্রিয় হতে পারেন। মূল্য এই জোনের নিচে নেমে গেলে BTC-এর মূল্য দ্রুত $75,100 এর দিকে নামতে পারে, যেখানে বিয়ারিশ প্রবণতার ক্ষেত্রে চূড়ান্ত টার্গেট হচ্ছে $74,100-এর লেভেল।

Exchange Rates 09.04.2025 analysis

ইথেরিয়ামের টেকনিক্যাল বিশ্লেষণ
ইথেরিয়ামের মূল্য $1,495 লেভেলের উপরে স্থিরভাবে থাকতে পারলে ETH-এর মূল্যের পরবর্তী লক্ষ্য হবে $1,549। বুলিশ প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে দূরবর্তী টার্গেট হলো স্থানীয় সর্বোচ্চ $1,603—এই লেভেল ব্রেক করা হলে মার্কেটে বিয়ারিশ প্রবণতারর সমাপ্তির ইঙ্গিত মিলবে। তবে দরপতনের ক্ষেত্রে $1,434 লেভেলের আশেপাশে ক্রেতারা সক্রিয় হতে পারেন। মূল্য এই জোনের নিচে নেমে গেলে ETH-এর মূল্য দ্রুত $1,373 এর দিকে নামতে পারে, যেখানে বিয়ারিশ প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে দূরবর্তী টার্গেট থাকবে $1,309-এর লেভেল।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.