empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.04.202511:21 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের সংবাদ সংকলন | ৪ এপ্রিল

Exchange Rates 04.04.2025 analysis

ট্রাম্পের শুল্কের প্রভাব: মার্কেটে ধস

ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক ঘোষণার পর মার্কেটে ব্যাপকভাবে স্টক বিক্রির প্রবণতা দেখা দেয়, যার ফলে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে বড় ধরনের দরপতন ঘটে। ডাও, নাসডাক এবং S&P 500 সূচক সবই উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়েছে। তেলের দরপতনের কারণে স্টক মার্কেটের ওপর চাপ আরও বেড়ে যায়, কারণ বিনিয়োগকারীরা বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার সম্ভাবনায় শঙ্কিত হয়ে পড়েছেন।

এই পরিস্থিতিতে কারেকশন এবং সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে স্বল্পমেয়াদী স্পেকুলেটিভ ট্রেডিংয়ের সুযোগ তৈরি হয়েছে। এই উচ্চ অস্থিরতার সময় গুরুত্বপূর্ণ অ্যাসেটগুলোর প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি। বিস্তারিত জানতে লিংকটিতে ক্লিক করুন।

Exchange Rates 04.04.2025 analysis

মার্কেটে আতংক বিরাজ করছে: এশিয়ার স্টক মার্কেটের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের মার্কেট বিশেষ করে S&P 500 এবং নাসডাক সূচকে ব্যাপকভাবে স্টক বিক্রির প্রবণতা এশিয়ান সেশনে গড়িয়েছে এবং এতে পুরো অঞ্চলটির স্টক মার্কেটে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীরা এখন তাদের কৌশল পুনর্মূল্যায়ন করছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতির সম্ভাবনার মধ্যে ঝুঁকিগুলো নতুন করে বিবেচনা করছে। দীর্ঘমেয়াদে এই বাণিজ্য উত্তেজনার প্রভাব এখন ট্রেডারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই পরিস্থিতিতে, নিরাপদ অ্যাসেট অথবা উল্লেখযোগ্য কারেকশন থেকে সুযোগ খুঁজে বের করার লক্ষ্যে ট্রেডারদের বৈশ্বিক সূচকগুলোর মুভমেন্টের দিকে নজর রাখা উচিত। বিস্তারিত জানতে লিংকটিতে ক্লিক করুন।

Exchange Rates 04.04.2025 analysis

শুল্ক ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি: বিনিয়োগকারীদের টালমাটাল আস্থা

উচ্চ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রে আসন্ন অর্থনৈতিক মন্দার আশঙ্কা আরও জোরালো হয়েছে, যা বিনিয়োগকারীদের মার্কেট নিয়ে পূর্বাভাস পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বাড়তে থাকা সুরক্ষাবাদী নীতিমালার ঝুঁকি বৈশ্বিক মূলধন প্রবাহে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আস্থাহীনতা তৈরি হওয়ায় মাঝারি মেয়াদের ট্রেডিংয়ের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে, বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও এবং বৈশ্বিক অ্যাসেটের ওপর জোর দেওয়া ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.