empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.12.202414:24 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পূর্বাভাস, ৯ ডিসেম্বর, ২০২৪

শুক্রবার EUR/USD পেয়ারের মূল্য 323.6% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেলের উপরে কনসলিডেট হওয়ার পর ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত থাকে, তবে এটি দীর্ঘস্থায়ী হয়নি। দিনের দ্বিতীয়ার্ধের সামষ্টিক অর্থনৈতিক পটভূমির কারণে বিক্রেতারা সক্রিয় হয়ে দ্রুত এই পেয়ারের মূল্যকে 1.0532 লেভেলে নামিয়ে আনে। আজ এই পেয়ারের মূল্যের মুভমেন্ট সম্পূর্ণরূপে এই লেভেলের উপর নির্ভর করবে। যদি মূল্য এই লেভেল থেকে রিবাউন্ড করে, তবে এটি 423.6% ফিবোনাচ্চি লেভেল 1.0662 এর দিকে নতুন ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দিতে পারে। বিপরীতভাবে, এই লেভেলের নিচে কনসলিডেশন হলে বুলিশ প্রবণতার সমাপ্তি এবং 1.0420 লেভেলের দিকে আরও দরপতনের সম্ভাবনা তৈরি হতে পারে।

Exchange Rates 09.12.2024 analysis

ওয়েভ স্ট্রাকচারে কোনও অস্পষ্টতা নেই। শেষ নিম্নমুখী ওয়েভটি পূর্ববর্তী নিম্ন লেভেল ব্রেক করতে পারেনি, যখন সর্বশেষ ঊর্ধ্বমুখী ওয়েভটি পূর্ববর্তী শিখর অতিক্রম করেছে। এটি এই পেয়ারের মূল্যের বুলিশ প্রবণতা গঠনের ইঙ্গিত দেয়, যা ঘটার সম্ভাবনা আমার মতে অনিশ্চিত এবং এটি সম্ভবত একটি কারেকশন বা মার্কেট ম্যানিপুলেশন হতে পারে। ক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এখনও এটি পুনরুদ্ধার করতে পারেনি। এই পেয়ারের মূল্য 1.0461 লেভেলের নিচে নেমে গেলে সেটি বুলিশ প্রবণতা বাতিল বলে গণ্য হবে।

শুক্রবারের সামষ্টিক অর্থনৈতিক পটভূমি শক্তিশালী ছিল, যদিও গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দিনের দ্বিতীয়ার্ধে প্রকাশিত হয়েছিল। মার্কিন বেকারত্ব এবং শ্রমবাজার সম্পর্কিত প্রতিবেদনগুলো মিশ্র সংকেত প্রদান করেছে। বেকারত্বের হার বাড়লেও নন ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল ট্রেডারদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মার্কেটের ট্রেডারদের প্রতিক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে নন ফার্ম পেরোলের প্রতিবেদন গুরুত্ব বেশি ছিল, কারণ এটি মার্কিন ডলারের শক্তিশালী বৃদ্ধি ঘটিয়েছে।

এর ফলে ফেডারেল রিজার্ভের আসন্ন FOMC-এর বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেড়েছে। যদিও এই সম্ভাবনা কম, তবে কঠোর আর্থিক নীতিমালা প্রণয়নের প্রত্যাশা বাড়ছে। যদি এই পেয়ারের বিক্রেতারা আজ 1.0532 লেভেলের নিচে মূল্যের কনসলিডেশন ঘটাতে সফল হয়, তবে এটি নতুন করে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতার সূচনার ইঙ্গিত দিতে পারে। তবে, বিক্রেতারা পুরোপুরি পিছু হটেনি, যদিও মার্কেটে শক্তিশালী প্রবণতা সৃষ্টি করার মতো সক্ষমতা তাদের নেই। এই পেয়ারের মূল্যের যেকোনো ঊর্ধ্বমুখী পুনরুদ্ধার সীমিত হতে পারে। এই সপ্তাহে ইসিবির বৈঠক মার্কেটে উচ্চ অস্থিরতা সৃষ্টি করতে পারে।

Exchange Rates 09.12.2024 analysis

4-ঘণ্টার চার্টে, এই পেয়ারের মূল্য 100.0% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল 1.0603-এ ফিরে এসেছে। এই লেভেল থেকে দ্বিতীয়বার রিবাউন্ড মার্কিন ডলারের পক্ষে কাজ করেছে এবং 127.2% ফিবোনাচ্চি লেভেল 1.0436 এর দিকে দরপতন শুরু করেছে। CCI ইন্ডিকেটরে ইতোমধ্যেই একটি বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। 1.0603 এর লেভেলের উপরে মূল্যের কনসলিডেশন ইউরোর আরও দর বৃদ্ধির ইঙ্গিত দেবে এবং পরবর্তীতে মূল্যের 76.4% ফিবোনাচ্চি লেভেল, বা 1.0747-এ যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে।

কমিটমেন্ট অব ট্রেডার্স (COT) রিপোর্ট

Exchange Rates 09.12.2024 analysis

গত সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী স্পেকুলেটররা 11,359 টি লং পজিশন এবং 12,839 টি শর্ট পজিশন ওপেন করেছে। "নন-কমার্শিয়াল" গ্রুপের সেন্টিমেন্ট এখনও বিয়ারিশ রয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই পেয়ারের আরও দরপতনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে স্পেকুলেটরদের মোট লং পজিশন সংখ্যা 168,000 এবং শর্ট পজিশনের সংখ্যা 225,000।

টানা বারো সপ্তাহ ধরে বড় ট্রেডাররা ইউরোর পজিশন কমাচ্ছে। এটি নতুন করে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা গঠনের সম্ভাবনা নির্দেশ করে। মার্কিন ডলারের দরপতনের প্রধান চালক—FOMC-এর আর্থিক নীতিমালা নমনীয়করণের প্রত্যাশা—ইতোমধ্যেই মার্কেটে প্রভাব বিস্তার করেছে হয়েছে। ফলে, মার্কেটে ব্যাপকভাবে ডলার বিক্রি করার জন্য আর কার্যকর কারণ নেই, যদিও সময়ের সাথে সাথে নতুন কারণ দেখা যেতে পারে। আপাতত, ডলারের মূল্যের শক্তিশালী হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রাফিক্যাল বিশ্লেষণও দীর্ঘমেয়াদে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতার সূচনার ইঙ্গিত দেয়, যা EUR/USD পেয়ারের দীর্ঘমেয়াদী দরপতনের সম্ভাবনা বাড়ায়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোজোনের অর্থনৈতিক ক্যালেন্ডার:

ডিসেম্বর 9 তারিখে অর্থনৈতিক ক্যালেন্ডারে কোনও উল্লেখযোগ্য ইভেন্ট নেই। তাই আজকের সামষ্টিক অর্থনৈতিক পটভূমি মার্কেট সেন্টিমেন্টের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

EUR/USD পেয়ারের পূর্বাভাস এবং ট্রেডিংয়ের পরামর্শ:

4-ঘণ্টার চার্টে 1.0603 এর লেভেল রিবাউন্ড হওয়ার পরে নতুন শর্ট পজিশন ওপেন করা সম্ভব ছিল, যার লক্ষ্যমাত্রা ছিল 1.0420 এবং 1.0320। এই পজিশনগুলো এখন হোল্ড করে রাখা যেতে পারে এবং ঘণ্টাভিত্তিক চার্টে 1.0532 লেভেলের নিচে মূল্যের কনসলিডেশন হওয়ার জন্য অপেক্ষা করা যেতে পারে।

যদি 1.0532 লেভেল থেকে মূল্যের রিবাউন্ড হয় এবং শর্ট পজিশনগুলো ক্লোজ করা হয় তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে।

ফিবোনাচ্চি লেভেলগুলো ঘণ্টাভিত্তিক চার্টে 1.1003 থেকে 1.1214 এবং 4-ঘণ্টার চার্টে 1.0603 থেকে 1.1214 পর্যন্ত চিহ্নিত করা হয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.