empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

14.05.202406:26 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ইসিবি জুনের হার কমানোর ব্যাপারে মার্কেটের ট্রেডারদের প্রস্তুত করছে। EUR/USD পেয়ারের পর্যালোচনা

টানা চতুর্থ সপ্তাহ ধরে ইউরোর মূল্যের বুলিশ কারেকশন অব্যাহত রয়েছে, তবে এই মুভমেন্টের স্থায়িত্ব সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে। গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের অনুপস্থিতিতে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের কিছু প্রতিনিধিদের প্রচেষ্টা সত্ত্বেও ইউরোর দর বৃদ্ধির চালক খুঁজে পাওয়া যায়নি। ইসিবির প্রতিনিধিগণ মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সাম্প্রতিক পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেছেন।

শুক্রবার প্রকাশিত ইসিবি সভার কার্যবিবরণী বর্ধিতভাবে এই আত্মবিশ্বাস দেখিয়েছে যে মুদ্রাস্ফীতি 2%-এ ফিরে আসছে এবং তারা জুনে সুদের হার কমানোর ইচ্ছাও নিশ্চিত করেছে। ইসিবির কিছু সদস্য এপ্রিলের প্রথম দিকে সুদের হার কমানোর জন্য প্রস্তুত ছিল, কিন্তু কার্যবিরণীতে জুনের সুদের হার কমানোর বিষয়টি অগ্রাধিকারের পরামর্শ দেয়া হয়েছে যদি "...তখন প্রাপ্ত প্রতিবেদন মধ্যমেয়াদী মুদ্রাস্ফীতি নিম্নমুখী হওয়ার বিষয়টি নিশ্চিত করে।" জুনে সুদের কমানোর ব্যাপারে মার্কেটের ট্রেডাররা আত্মবিশ্বাসী হলে, ডলারের বিপরীতে ইউরোর দাম কমতে পারে।

Exchange Rates 14.05.2024 analysis

প্রথম প্রান্তিকের জিডিপির দ্বিতীয় অনুমান বুধবার প্রকাশ করা হবে। প্রাথমিক অনুমান ছিল 0.3%, যা 2023 সালের দ্বিতীয় প্রান্তিকের পর থেকে প্রথমবারের মতো বৃদ্ধি নিশ্চিত করে এবং 2022 সালের তৃতীয় প্রান্তিকের পর সবচেয়ে শক্তিশালী বৃদ্ধি। 2023 সালের দুর্বল প্রবৃদ্ধির পরে এই আত্মবিশ্বাসী পুনরুদ্ধার বেশ আশ্চর্যজনক ছিল (শুধুমাত্র কোভিড-আক্রান্ত 2020 সালে আরও খারাপ পরিস্থিতি ছিল) ) প্রাথমিক অনুমান আরও নিম্নমুখী না হলে, ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশনের ভিত্তি দেখা যেতে পারে। "ইতিবাচক" পরিস্থিতি তখনই দেখা যাবে যখন এপ্রিলের পিএমআই বৃদ্ধি পাবে, বিশেষত জার্মানিতে, যা জুন 2023 থেকে প্রথমবারের মতো নেতিবাচক অঞ্চল ছেড়েছে।

ইউরোতে সাপ্তাহিক পরিবর্তনের পরিমাণ ছিল +1.5 বিলিয়ন, নেট শর্ট পজিশন লিকুইডেট করা হয়েছে এবং 0.6 বিলিয়নের ক্রমবর্ধমান লং পজিশন গঠিত হয়েছে। ইউরোর ব্যাপক মাত্রায় লং পজিশন ক্লোজ করার পরে বাজারে নিরপেক্ষ অবস্থান ও ভঙ্গুর ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। যাইহোক, প্রতিবেদনে টানা দ্বিতীয় সপ্তাহে ব্যাপকভাবে ইউরো কেনার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। ইউরোর মূল্য দীর্ঘমেয়াদী গড়ের উপরে চলে গেছে।

Exchange Rates 14.05.2024 analysis

এক সপ্তাহ আগে, আমরা এই পরামর্শ দিয়েছিলাম যে EUR/USD পেয়ারের মূল্য আরও বাড়তে পারে। ইউরো বিয়ারিশ চ্যানেলের উপরের সীমানার কাছে ট্রেড করছে। গত সপ্তাহে গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন অনুপস্থিতিতে, এই পেয়ার একটি সাইডওয়েজ রেঞ্জে ট্রেড করেছে, আপাতত 1.0810/20 এর নিকটতম রেজিস্ট্যান্স লেভেল নির্ধারণ করা হয়েছে। তবে, এই রেজিট্যান্স সফলভাবে ব্রেক করে যাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে হচ্ছে। পরবর্তী লক্ষ্যমাত্রা হল 1.0980, এবং আমরা আশা করি বুধবার মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর মার্কেটে এই পেয়ারের মূল্যের শক্তিশালী মুভমেন্ট শুরু হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.