empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.05.202413:37 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD. ৯ মে. ক্রেতারা বেইলির "নমনীয়" অবস্থানের আশংকায় রয়েছে

প্রতি ঘণ্টায় চার্টে, GBP/USD পেয়ারের মূল্য বুধবার 50.0% (1.2464) কারেকটিভ লেভেল থেকে রিবাউন্ড করেছে এবং 1.2517 লেভেলের দিকে একটি দুর্বল ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু করেছে। যদি এই পেয়ারের মূল্য 1.2464 লেভেলের নিচে কনসলিডেট হয়, তাহলে পরবর্তী 61.8% ফিবোনাচি–1.2370 এর লেভেলের দিকে ব্রিটিশ পাউন্ডের দরপতনের সম্ভাবনা আরও বাড়বে। 1.2517 লেভেলের উপরে এই পেয়ারের মূল্যের কনসলিডেশন হলে সেটি ট্রেডারদের 38.2%–1.2565 ফিবোনাচি লেভেলের দিকে মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টের ধারাবাহিকতার আশা দেবে।

Exchange Rates 09.05.2024 analysis

ওয়েভ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সম্পন্ন করা ঊর্ধ্বমুখী ওয়েভ পূর্ববর্তী ওয়েভের সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি এবং নতুন নিম্নমুখী ওয়েভ এখনও 22 এপ্রিলের ডাউন ওয়েভ ব্রেক করার জন্য বেশ দুর্বল। সুতরাং, GBP/USD পেয়ারের মূল্যের প্রবণতা "বিয়ারিশ" রয়ে গেছে এবং এই মুহূর্তে এটি সম্পূর্ণ হওয়ার কোনো লক্ষণ নেই। 3 মে-এর সর্বোচ্চ লেভেলের দিকে মূল্যের অগ্রগতি সার্বিক পরিস্থিতির ক্রেতাদের পক্ষে পরিবর্তনের প্রথম সংকেত হতে পারে। যদি নতুন নিম্নগামী ওয়েভ দুর্বল হয়ে যায় এবং 22 এপ্রিলের নিম্নমুখী ওয়েভ না ব্রেক করা হয়, তাহলে এটি চলমান প্রবণতার বিপরীতমুখী হওয়ার দিকেও ইঙ্গিত দিতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে অয়েভগুলো বেশ বড় ছিল, তাই বর্তমান প্রবণতা স্পষ্টভাবে বোঝার জন্য প্রতি ঘন্টার চার্টের স্কেল হ্রাস করা দরকার।

সোমবার, মঙ্গলবার এবং বুধবার, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোন গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। যাইহোক, আজ, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ট্রেডারদের এই সভার ফলাফল সম্পর্কে অবহিত করবে, যা প্রায় সর্বদা মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। আজ কি প্রতিক্রিয়া আশা করা যেতে পারে? নিঃসন্দেহে, সবকিছু নির্ভর করবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং অ্যান্ড্রু বেইলি ব্যক্তিগতভাবে যে অবস্থান নেয় তার উপর। যদি MPC-এর দুই বা ততোধিক সদস্য সুদের হার কমানোর পক্ষে ভোট দেন এবং অ্যান্ড্রু বেইলি এই বছর কয়েকবার সুদের হার কমানোর পরিকল্পনা ঘোষণা করেন, তাহলে আমি সভার ফলাফল "ডোভিশ" বহা নমনীয় হিসেবে বিবেচনা করব। এই ক্ষেত্রে, ব্রিটিশ পাউন্ডের দরপতন অব্যাহত থাকা উচিত। যদি MPC-এর একাধিক সদস্য সুদের হার কমানোর পক্ষে ভোট না দেন এবং অ্যান্ড্রু বেইলি লক্ষ্যমাত্রার দিকে মুদ্রাস্ফীতি যাচ্ছে তা আরও ভালভাবে প্রমাণের জন্য অপেক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলেন, তাহলে এই পেয়ারের ক্রেতারা মার্কেট দখল করতে পারে।

Exchange Rates 09.05.2024 analysis

4-ঘণ্টার চার্টে, এই পেয়ারের মূল্য 1.2620-এর লেভেলে উঠেছিল এবং এটি থেকে রিবাউন্ড হয়েছে। ডিসেন্ডিং ট্রেন্ড করিডোরের উপরের লাইনটি ব্রেক করা গেছে, তবে "বিয়ারিশ" প্রবণতাকে কবর দেওয়ার সময় এখনও আসেনি। এই সপ্তাহে, 1.2450 লেভেলের দিকে দরপতন শুরু হয়েছে। 1.2450 লেভেলের নিচে এই পেয়ারের মূল্যের কনসলিডেশন হলে সেটি 50.0% (1.2289) এর পরবর্তী কারেকটিভ লেভেলের দিকে দরপতনের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে। আজ আসন্ন কোন ডাইভারজেন্স নাই।

কমিটমেন্ট অব ট্রেডার্স (সিওটি) রিপোর্ট:

Exchange Rates 09.05.2024 analysis

গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী "নন-কমার্শিয়াল" ট্রেডারদের সেন্টিমেন্ট আরও "বিয়ারিশ" হয়ে উঠেছে। স্পেকুলেটরদের লং কন্ট্র্যাক্টের সংখ্যা 4791 ইউনিট কমেছে, যেখানে শর্ট কনট্র্যাক্টের সংখ্যা 2034 ইউনিট কমেছে। বড় ট্রেডারদের সামগ্রিক সেন্টিমেন্ট পরিবর্তিত হয়েছে, এবং এখন বিক্রেতারা মার্কেটে নিয়ন্ত্রণ প্রদর্শন করছে। লং এবং শর্ট কন্ট্র্যাক্টের সংখ্যার মধ্যে ব্যবধান 30 হাজার: 43 হাজার বনাম 73 হাজার।

ব্রিটিশ পাউন্ডের দরপতনের সম্ভাবনা এখনও রয়েছে। গত ৩ মাসে লং কন্ট্র্যাক্টের সংখ্যা 62 হাজার থেকে কমে 43 হাজারে এবং শর্ট কন্ট্র্যাক্টের সংখ্যা 47 হাজার থেকে বেড়ে 73 হাজারে দাঁড়িয়েছে। সময়ের সাথে সাথে, ক্রেতারা বাই পজিশন থেকে পরিত্রাণ পেতে শুরু করবে বা সেল পজিশন বাড়াবে, কারণ ব্রিটিশ পাউন্ড কেনার জন্য সমস্ত সম্ভাব্য কারণ নিয়ে ইতোমধ্যেই কাজ করা হয়েছে। এই পেয়ারের বিক্রেতারা গত কয়েক মাস ধরে তাদের দুর্বলতা এবং অগ্রসর হওয়ার সম্পূর্ণ অনিচ্ছা প্রদর্শন করেছে, কিন্তু আমি এখনও ব্রিটিশ পাউন্ডে আরও শক্তিশালী দরপতনের আশা করছি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সংবাদ ক্যালেন্ডার:

যুক্তরাজ্য - ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সুদের হারের সিদ্ধান্ত (11:00 UTC)।

যুক্তরাজ্য - BoE রেট ভোটের ফলাফল (11:00 UTC)।

যুক্তরাজ্য - ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বক্তব্য (11:30 ইউটিসি)।

যুক্তরাজ্য - ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বক্তব্য (13:15 ইউটিসি)।

US - প্রাথমিক জবলেস ক্লেইমস (12:30 UTC)।

বৃহস্পতিবারের অর্থনৈতিক ইভেন্টের ক্যালেন্ডারে বেশ গুরুত্বপূর্ণ এন্ট্রি রয়েছে। আজকের মার্কেট সেন্টিমেন্টে সংবাদের পটভূমির প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে।

GBP/USD পেয়ারের পূর্বাভাস এবং ট্রেডারদের জন্য পরামর্শ:

এক ঘন্টার চার্টে 1.2517 এবং 1.2464-এর লক্ষ্যমাত্রায় 1.2565 লেভেলের নিচে কনসলিডেশনের পরে ব্রিটিশ পাউন্ড বিক্রি করা সম্ভব হয়েছিল। উভয় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। 1.2370 লক্ষ্যমাত্রায় 1.2464 লেভেলের নিচে ক্লোজিং হওয়ার পরে নতুন করে এই পেয়ার বিক্রয় করা যেতে পারে। এক ঘন্টার চার্টে 1.2517 এবং 1.2565-এর লক্ষ্যমাত্রায় 1.2464 লেভেল থেকে রিবাউন্ড হলে সেটি এই পেয়ার কেনার সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। আজ ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বৈঠকের পর মার্কেটে যে কোন মুভমেন্ট দেখা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.