empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.04.202408:55 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পর্যালোচনা। ১৭ এপ্রিল। ইউরোর দর বৃদ্ধির কোনই কারণ নেই

Exchange Rates 17.04.2024 analysis

EUR/USD কারেন্সি পেয়ার মঙ্গলবার খুব শান্তভাবে ট্রেডিং করেছে, যদিও গতকাল উল্লেখযোগ্য সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। যাইহোক, আমরা গতকাল সতর্ক করে দিয়েছিলাম যে প্রকাশিতব্য সমস্ত প্রতিবেদন গুরুত্বের দিক থেকে গৌণ। সেগুলো স্থানীয়ভাবে মার্কেটে 20-30-40 পয়েন্টের প্রতিক্রিয়া উস্কে দিতে পারে কিন্তু বিশ্বব্যাপী মার্কেট সেন্টিমেন্টকে প্রভাবিত করতে পারবে না। এবং এই পেয়ারের মার্কেট সেন্টিমেন্ট এখন স্পষ্টতই "বিয়ারিশ"। গত 4-5 মাস ধরে এমনটিই হওয়া উচিত ছিল। এবং গত গ্রীষ্ম থেকে তাই হয়েছে। 24-ঘন্টার টাইমফ্রেম লক্ষ করুন এবং নিজেই নিশ্চিত হয়ে নিন।

গত গ্রীষ্মে, 1.1275 লেভেলের আশেপাশে এই পেয়ারের মূল্যের সর্বোচ্চ লেভেল নির্ধারণ করা হয়েছিল। তারপর থেকে, আমরা এই পেয়ারের মূল্যের শক্তিশালী নিম্নগামী মুভমেন্ট দেখেছি, তার পরে একটি মোটামুটি শক্তিশালী ঊর্ধ্বমুখী কারেকশন দেখতে পেয়েছি, যা অনেক ট্রেডাররা ভুলবশত বিশ্বব্যাপী এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী পুনরায় শুরু হবে বলে ধারণা করছিল। যাইহোক, আমরা বারবার বলেছি যে বৈশ্বিক প্রবণতার জন্য সংশ্লিষ্ট মৌলিক পটভূমি প্রয়োজন। সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন নয়, যার ফলাফল মাসে মাসে পরিবর্তিত হয়, বরং মৌলিক পটভূমির প্রয়োজন। অতএব, গত কয়েক মাস ধরে, আমরা ক্রমাগত পুনরাবৃত্তি করেছি যে সামগ্রিক মৌলিক পটভূমি শুধুমাত্র মার্কিন ডলারকে সমর্থন করে।

বিষয়টি আটলান্টিক মহাসাগরের টাইটানিকের মতো। এটিকে অবশ্যই ধীরে ধীরে এবং দ্রুত গতিতে তার গতিপথ পরিবর্তন করতে হবে। তবে গতিপথ থেকে সামান্য বিচ্যুতি ঘটাতেও অনেক সময় লাগে। এটি কারও কাছে মনে হতে পারে যে আমরা প্রতিদিন একই কথা বলি: ডলারের দর বাড়া উচিত এবং ইউরোর দরপতন হওয়া উচিত। তবে এই সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হলে আর কী বলা যায়?

তাছাড়া সামষ্টিক অর্থনৈতিক পটভূমিও শুধুমাত্র ডলারকে সমর্থন করছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনগুলোর ফলাফল অনেক আগে থেকেই প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বেশ কয়েক প্রান্তিক ধরে প্রায় শূন্য প্রবৃদ্ধি দেখাচ্ছে। একই সময়ে, শ্রম বাজারের পরিস্থিতি, বেকারত্ব, ব্যবসায়িক কার্যকলাপ এবং জিডিপির উচ্চ সূচকের সাথে কার্যত প্রতি মাসে মার্কিন অর্থনীতি শক্তিশালী পরিস্থিতির প্রতিফলন ঘটাচ্ছে।

তদুপরি, যদিও বছরের শুরুতে, ফেডের "ডোভিশ বা নমনীয়" মুদ্রানীতিতে দ্রুত পরিবর্তনের ব্যাপারে বাজারের ট্রেডারদের প্রত্যাশার ভিত্তিতে ইউরো বৃদ্ধি প্রদর্শন করেছিল, এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ্যে জানিয়েছে যে 2024 সালের ডিসেম্বরে বা 2025 সালের শুরুর দিকে মার্কিন সুদের হার কমানো হতে পারে।। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি প্রায় দুই গুণ বেড়ে গেলে এবং লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেলে অন্য কি সিদ্ধান্তে আসতে পারে?

প্রযুক্তিগতভাবে, ডলারের মূল্যও সাইডওয়েজ মুভমেন্ট প্রদর্শন করছে। দৈনিক টাইমফ্রেমে দেখা যাচ্ছে যে এই পেয়ারের মূল্য ইচিমোকু সূচকের সমস্ত লাইনের নিচে অবস্থান করছে। গতকাল, মূল্য 1.0608 এর লেভেল টেস্ট, যা 38.2% ফিবোনাচ্চির সাথে সঙ্গতিপূর্ণ। এইভাবে, এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশনের সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রায় এক বছর ধরে এই পেয়ারের মূল্যের নিম্নগামী প্রবণতা বিরাজ করছে। অতএব, যে কোনও ক্ষেত্রে, আমরা শুধুমাত্র এই পেয়ারের দরপতনের আশা করছি। ফেড যখন প্রথমবারের মতো সুদের হার কমানোর কাছাকাছি থাকবে তখন মার্কিন ডলারের দরপতন হবে। কিন্তু এর মধ্যে, ইসিবি দুই বা তিনবার সুদের হার কমাতে পারে, যা উল্লেখযোগ্যভাবে ফেডের সুদের হারের সাথে ভিন্নতা বাড়াতে পারে। এবং EUR/USD কারেন্সি পেয়ার মূল্য প্যারিটি লেভেলে নেমে আসতে পারে। আমরা মনে করি না যে ইউরোর মূল্য সর্বদা ঠিক 1 ডলার হওয়া উচিত। ইউরোর মূল্যের এই লেভেলে পড়ে যাওয়া উচিত, এবং তারপর একটি নতুন মৌলিক পটভূমি ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার দর বৃদ্ধির কারণ হতে পারে।

Exchange Rates 17.04.2024 analysis

17 এপ্রিল পর্যন্ত বিগত পাঁচ দিনের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের গড় অস্থিরতা হল 80 পয়েন্ট এবং এটিকে "গড়" হিসাবে চিহ্নিত করা হয়। আমরা বুধবার 1.0559 এবং 1.0719 লেভেলের মধ্যে এই পেয়ারের মূল্যের মুভমেন্টের আশা করছি। সিনিয়র লিনিয়ার রিগ্রেশন চ্যানেল এখনও সাইডওয়েজে রয়েছে, কিন্তু এই পেয়ারের মূল্যের নিম্নগামী প্রবণতা অব্যাহত রয়েছে। CCI সূচকটি ওভারসোল্ড জোনে প্রবেশ করেছে, কিন্তু আমরা শুধুমাত্র একটি ছোট ঊর্ধ্বমুখী কারেকশনের আশা করছি যা আরও কয়েকদিন পর শুরু হতে পারে।

নিকটতম সাপোর্ট লেভেল:

S1 – 1.0620

S2 – 1.0559

S3 – 1.0498

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

R1 – 1.0681

R2 – 1.0742

R3 – 1.0803

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা যেমনটি আশা করছিলাম, EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা আবার শুরু করেছে। প্রায় যেকোনো ক্ষেত্রেই ইউরোপীয় মুদ্রার দরপতন অব্যাহত থাকা উচিত, তাই আমরা 1.0559 এবং 1.0498-এর লক্ষ্যমাত্রায় এই পেয়ার বিক্রয়ের বিষয়টি বিবেচনা করছি। মূল্য মুভিং এভারেজ লাইনের উপরে কনসলিডেট হলেও আমরা এই পেয়ার কেনাকে কার্যকর মনে করছি। মৌলিক পটভূমি অনুযায়ী শুধুমাত্র ডলারের দর বৃদ্ধির আশা করা যেতে পারে।

চিত্রের ব্যাখ্যা:

লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয় চ্যানেলই একই দিকে যায়, তবে প্রবণতা বর্তমানে শক্তিশালী হিসেবে বিবেচিত হবে।

মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) - স্বল্প-মেয়াদী প্রবণতা এবং কোন দিকে ট্রেড পরিচালনা করা উচিত তা নির্ধারণ করে।

মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।

অস্থিরতার মাত্রা (লাল লাইন) - বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে, এই পেয়ারের মূল্য পরের দিন যেখানে থাকতে পারে এমন সম্ভাব্য মূল্য চ্যানেল।

CCI সূচক - এটির ওভারসোল্ড (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.