empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.04.202407:09 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পূর্বাভাস, ১৭ এপ্রিল। পাউন্ডের মূল্যের মুভমেন্ট আবার স্থবির হয়ে যাওয়ার আশংকা দেখা যাচ্ছে

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 17.04.2024 analysis

স্বল্প মাত্রার অস্থিরতার মধ্যে GBP/USD পেয়ারের ট্রেড করা হচ্ছে, কিন্তু মূল্য এখনও নিচের দিকে যাচ্ছে। এই মুহূর্তে এটিই একমাত্র উৎসাহজনক বিষয়। মনে করে দেখুন যে পাউন্ডের মূল্য দীর্ঘ সময়ের জন্য একটি সাইডওয়েজ চ্যানেলে আটকে ছিল এবং শুধুমাত্র গত সপ্তাহে এই চ্যানেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন ব্রিটিশ মুদ্রার সামনে একটাই উপায় আছে - আরও দরপতনের শিকার হওয়া। মার্কেটের ট্রেডাররা দীর্ঘদিন ধরে ব্রিটিশ পাউন্ড বিক্রি করা থেকে বিরত ছিল, কিন্তু এখন এটি চালিয়ে যাওয়ার কোন কারণ নেই। মার্কিন সামষ্টিক অর্থনৈতিক পটভূমি (আগের মতোই) ব্রিটেনের তুলনায় অনেক বেশি শক্তিশালী, এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ফেডারেল রিজার্ভের আগেও মূল সুদের হার কমাতে শুরু করতে পারে, যা এই বছরের শুরুতে বিশ্বাস করা অত্যন্ত কঠিন ছিল। প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে, সব টাইমফ্রেমেই এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

গতকাল, যুক্তরাজ্যে আনএমপ্লয়মেন্ট ডেটা, আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং মজুরি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনগুলোর ফলাফল মিশ্র ছিল। যদিও বেকারত্বের হার পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে, বেনিফিট ক্লেইমের সংখ্যা মার্কেটের ট্রেডারদের প্রত্যাশার চেয়ে কম ছিল। গড় মজুরি 5.6% বেড়েছে, যা বিশেষজ্ঞদের পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ। এইভাবে, পাউন্ড সমর্থন পায়নি, এবং এটি চাপের মধ্যেও ছিল না। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্বল্প গুরুত্বসম্পন্ন সামষ্টিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেহেতু তিনটি প্রতিবেদনের মধ্যে দুটি প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে দুর্বল ছিল, স্বল্পমেয়াদে মার্কিন ডলার চাপের মধ্যে পড়েছিল, কিন্তু সন্ধ্যা নাগাদ এটির মূল্য আবার বেড়ে যায়। আমরা অস্থিরতার মাত্রা নির্বিশেষে মার্কিন ডলারের দর বৃদ্ধির উপর জোর দিয়েছি।

মঙ্গলবারের ট্রেডিং সিগন্যাল এই পেয়ারের মূল্যের মুভমেন্টের ধরনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রাথমিকভাবে, এই পেয়ারের মূল্য 1.2429-1.2445 রেঞ্জের নিম্ন সীমানা থেকে রিবাউন্ড করে, তারপর এটি এর উপরে স্থির হয়। উভয় ক্ষেত্রেই, মূল্য কমপক্ষে 20 পিপস দ্বারা অভিপ্রেত দিকে অগ্রসর হয়নি। আমরা ইতোমধ্যেই আপনাকে সতর্ক করে দিয়েছি যে এই পেয়ারের মূল্যের দুর্বল মুভমেন্টের দেখা যেতে পারে, তবে বিপুল সংখ্যক অর্থনৈতিক প্রতিবেদনের কারণে সারাদিনে ঘন ঘন পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

COT রিপোর্ট:

Exchange Rates 17.04.2024 analysis

ব্রিটিশ পাউন্ডের COT রিপোর্টে দেখা গেছে যে সাম্প্রতিক মাসগুলোতে কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট প্রায়শই পরিবর্তিত হয়েছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের প্রতিনিধিত্ব করে, ক্রমাগত ছেদ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে, শূন্য চিহ্নের কাছাকাছি রয়েছে। ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ রিপোর্ট অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 18,400টি বাই কন্ট্র্যাক্ট এবং 3,200টি শর্ট কন্ট্র্যাক্ট ক্লোজ করেছে। ফলস্বরূপ, নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন এক সপ্তাহে 15,200 কন্ট্র্যাক্ট কমেছে। মৌলিক পটভূমি এখনও পাউন্ড স্টার্লিং এর দীর্ঘমেয়াদী ক্রয়ের ভিত্তি প্রদান করে না, এবং অবশেষে পাউন্ডের ফ্ল্যাট পর্ব শেষ করার একটি বাস্তব সুযোগ রয়েছে। 24-ঘন্টার টাইমফ্রেমের ট্রেন্ড লাইন স্পষ্টভাবে নির্দেশ করে যে আমরা বর্তমানে কোন প্রবণতায় আছি।

নন-কমার্শিয়াল গ্রুপের বর্তমানে মোট 80,000টি বাই কন্ট্র্যাক্ট এবং 51,700টি সেল কন্ট্র্যাক্ট রয়েছে। বুলস বা ক্রেতারা আর উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থায় নেই। তাই পাউন্ডের দরপতনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা কেবল আশা করতে পারি যে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি হঠাত করেই ত্বরান্বিত হতে শুরু করবে না বা ব্যাংক অফ ইংল্যান্ডও এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে না।

GBP/USD পেয়ারের 1H চার্ট

Exchange Rates 17.04.2024 analysis

1H চার্টে, GBP/USD পেয়ারের মূল্য 1.25-1.28 এর সাইডওয়েজ চ্যানেল ছেড়েছে। এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা আবার শুরু হতে পারে, এবং কমপক্ষে 400-500 পিপ দরপতনের সম্ভাবনা রয়েছে। মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক পটভূমি ডলারকে সমর্থন করে চলেছে, কারণ মার্কিন অর্থনীতি যুক্তরাজ্যের তুলনায় অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে, এবং ফেড প্রথমবারের মতো সুদের হার হ্রাসের সময় ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। ফলস্বরূপ, ব্যাংক অব ইংল্যান্ড ফেডের আগেই মূল সুদের হার কমাতে পারে, এবং এটি পাউন্ডের উপর চাপ সৃষ্টি করবে।

17 এপ্রিল পর্যন্ত, আমরা ট্রেড করার জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.2215, 1.2269, 1.2349, 1.2429-1.2445, 1.2516, 1.2605-1.2620, 1.2691-1.2701, 1.2786, 1.2863, 1.2981-1.2987। সেনকৌ স্প্যান বি লাইন (1.2613) এবং কিজুন-সেন লাইন (1.2556) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসাবে কাজ করতে পারে। মূল্য 20 পিপস দ্বারা অভিপ্রেত দিকে সরে গেলে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। ইচিমোকু ইন্ডিকেটর লাইনগুলি দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় এটি বিবেচনা করা উচিত।

আজ, যুক্তরাজ্যে এ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশ করা হবে। এই সূচকটি এই মুহূর্তে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। যদি দেখা যায় যে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বার্ষিক ভিত্তিতে 3.1% বা তার চেয়েও কম হয়েছে, তাহলে পাউন্ড ব্যাপক বিক্রির সম্মুখীন হতে পারে কারণ যুক্তরাজ্যে প্রথমবারের মতো সুদের হার কমানোর সময় ঘনিয়ে আসবে। যাইহোক, যদি দেশটির মূল্যস্ফীতি প্রত্যাশা অনুযায়ী হিসাবে না কমে, তাহলে পাউন্ডের মূল্য আজকেও বাড়তে পারে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.