empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

15.02.202408:56 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি। পাউন্ডের মূল্য অব্যাহতভাবে মিশ্র মুভমেন্ট প্রদর্শন করছে

GBP/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

Exchange Rates 15.02.2024 analysis

বুধবার GBP/USD পেয়ারের মূল্যের কিছুটা ঊর্ধ্বমুখী সংশোধন হয়েছে, কিন্তু এটি আরেকটি দরপতনের পরে ঘটেছে। প্রকৃতপক্ষে, গত দুই দিনে ব্রিটিশ মুদ্রার বেশ উল্লেখযোগ্য দরপতন হয়েছে। যদি আমরা মঙ্গলবারে পাউন্ডের পূর্ববর্তী দর বৃদ্ধি বিবেচনা করি, তাহলে পাউন্ডের মূল্য দুই দিনে মোট মাত্র 50-60 পিপস কমেছে। এটি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশিত হওয়া সত্ত্বেও ঘটেছে, যা ডলারকে সমর্থন করেছিল। অতএব, দরপতন সত্ত্বেও, আমরা লক্ষ্য করেছি যে বাজারের ট্রেডাররা পাউন্ড বিক্রি করতে এবং ডলার কিনতে আগ্রহী নয়।

এর কারণগুলো আমরা আগেও বহুবার আলোচনা করেছি। মূলত, এখন একটাই কারণ থাকতে পারে: বাজারের ট্রেডাররা এখনও আশা করে না যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আরও ডোভিশ বা নমনীয় মুদ্রানীতিতে দ্রুত রূপান্তর করবে। একই সাথে এটাও মনে রাখবেন যে ইউরোরও দরপতন হচ্ছে। এবং এটি অর্থনৈতিক তথ্যের কারণে ঘটেনি, কারণ ইউরোজোনের অর্থনীতির অবস্থা যুক্তরাজ্যের চেয়ে ভাল নয়। আমরা যে বলব যে এই দুই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থায় রয়েছে। কিন্তু ব্রিটেনে মুদ্রাস্ফীতি উচ্চ স্তরে রয়ে গেছে, এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এবং তার সহকর্মীগণ তুলনামূলক কম হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের বিষয়ে খুব সংযত সংকেত পাঠাচ্ছেন।

গতকালের যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির প্রতিবেদনে দেখা গিয়েছে যে উভয় সূচক কতটা স্থিতিশীল রয়েছে, এবং আজ দেশটির জিডিপি এবং শিল্প উৎপাদনের প্রতিবেদন প্রকাশ করা হবে। যদি এই দুটি প্রতিবেদনের ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে যায় তাহলে পাউন্ডের মূল্য সহজেই 50-60 পিপস (আগে উল্লেখ করা হয়েছে) পুনরুদ্ধার করতে পারে। এবং এটি করা খুব সহজ হবে, কারণ বেশ হতাশাজনক ফলাফলের পূর্বাভাস দেয়া হয়েছে। অতএব, আগামীকাল নতুন করে পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হতে পারে।

বুধবার মাত্র একটি সিগন্যাল তৈরি হয়েছে। ইউরোপীয় সেশনের শুরুতে, এই পেয়ারের মূল্য 1.2605 এর লেভেল থেকে বাউন্স করে, তারপরে এই পেয়ারের মূল্য প্রায় 45-50 পিপস কমে যায়। এই সময়ের মধ্যে একটি শর্ট পজিশনে এন্ট্রি করা খুব কঠিন ছিল, যেহেতু এই পেয়ারের দ্রুত দরপতন হচ্ছিল। তবুও, ট্রেডাররা এখনও শর্ট পজিশন থেকে মুনাফা অর্জন করে থাকতে পারে।

COT রিপোর্ট:

ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্টে বুলিশ বায়াস দেখা গেছে। ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ রিপোর্ট অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 6,400টি বাই কন্ট্র্যাক্ট এবং 6,100টি শর্ট পজিশন ওপেন করেছে। ফলে এক সপ্তাহে কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন 300 কন্ট্র্যাক্ট বেড়েছে। নেট পজিশনের মাত্রা এই ইঙ্গিত দেয় যে লং পজিশনের সংখ্যা কমেনি, তাই COT রিপোর্টে পাউন্ডের সুস্পষ্ট দরপতন শুরুর ইঙ্গিত পাওয়া যায়নি। মৌলিক পটভূমি এখনও ব্রিটিশ মুদ্রার দীর্ঘমেয়াদী ক্রয়ের জন্য ভিত্তি প্রদান করে না, তবে আমরা নিশ্চিত করতে পারছি না যে এটি এই পেয়ারের মূল্যের নিম্নগামী মুভমেন্টের সম্ভাবনাকে সমর্থন করে।

নন-কমার্শিয়াল গ্রুপের বর্তমানে মোট 83,900টি বাই কন্ট্র্যাক্ট এবং 49,500টি সেল কন্ট্র্যাক্ট রয়েছে। যেহেতু COT রিপোর্টগুলো এই মুহূর্তে বাজার প্রবণতার সঠিক পূর্বাভাস প্রদান করে না, তাই আমাদের প্রযুক্তিগত চিত্র এবং অর্থনৈতিক প্রতিবেদনগুলোর উপর গভীর মনোযোগ দিতে হবে। প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে বোঝা যায় যে পাউন্ডের মূল্যের স্পষ্ট নিম্নগামী মুভমেন্ট দেখা যেতে পারে এবং এখন দীর্ঘ সময়ের ধরে, যুক্তরাজ্যের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল উল্লেখযোগ্যভাবে শক্তিশালী ছিল, কিন্তু এটি ডলারকে সুবিধা প্রদান করেনি।

GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

Exchange Rates 15.02.2024 analysis

1H চার্টে, GBP/USD পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেল ছেড়ে চলে গেছে এবং এটি একটি নিম্নমুখী প্রবণতা গঠনের পথে থাকতে পারে। যাইহোক, সম্প্রতি, আমরা লক্ষ্য করেছি যে বাজারের ট্রেডারদের পাউন্ড বিক্রি করার জন্য তাড়া নেই। আশা করা যায়, এটি একটি সাময়িক পরিস্থিতি, তবে আপাতত, এই পেয়ারের মূল্য নিচের দিকে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। ব্রিটিশ পাউন্ডের মূল্য এখনও সাইডওয়েজ মুভমেন্ট প্রদর্শন করছে, যা কিছুটা অযৌক্তিক এবং বিভ্রান্তিকর পদ্ধতিতে ট্রেড করা হচ্ছে।

15 ফেব্রুয়ারী পর্যন্ত, আমরা নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.2215, 1.2269, 1.2349, 1.2429-1.2445, 1.2516, 1.2605-1.2620, 1.2726, 1.2786, 1.2863, 1.2981-1.2987। সেনকৌ স্প্যান বি (1.2644) এবং কিজুন-সেন (1.2613) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসাবে কাজ করতে পারে। মূল্য 20 পয়েন্ট দ্বারা সঠিক দিকে চলে গেলে ব্রেকইভেনে স্টপ লস লেভেল সেট করা বাঞ্ছনীয়। ইচিমোকু ইন্ডিকেটর লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় এটি বিবেচনা করুন।

বৃহস্পতিবার, যুক্তরাজ্যে শিল্প উৎপাদন এবং জিডিপি প্রতিবেদন প্রকাশ করা হবে। এই প্রতিবেদনগুলো মার্কেট সেন্টিমেন্টে মাঝারি মাত্রার প্রভাব ফেলতে পারে, তবে প্রাথমিকভাবে এগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশ করা হবে, যা দিনের বেলায় এই পেয়ারের মূল্যের মুভমেন্টের উপর সামান্যই প্রভাব ফেলতে পারে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.