empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

03.12.202311:54 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পূর্বাভাস, ১ ডিসেম্বর। COT রিপোর্ট। পাউন্ডের দরপতন হয়েছে কিন্তু মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অটুট রয়েছে

GBP/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

Exchange Rates 03.12.2023 analysis

বৃহস্পতিবার GBP/USD পেয়ারের মূল্যও নিম্নমুখী হয়েছে, কিন্তু ইউরোর মতো, এটির মূল্য ক্রিটিক্যাল লাইনের নিচে দৃঢ়ভাবে স্থির হতে পারেনি। গতকাল, ব্রিটিশ পাউন্ড এবং ডলারের জন্য কোন গুরুত্বপূর্ণ ইভেন্ট বা প্রতিবেদন ছিল না। পাউন্ডের দরপতন ইউরোর দরপতনের কারণে শুরু হয়েছিল, কারণ এটি প্রায়শই ঘটে থাকে যখন উভয় পেয়ারের মূল্য সাধারণত একই দিকে যায়। যুক্তরাজ্য কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, কিন্তু সেগুলোর মান নিরপেক্ষ ছিল, তাই বাজারের ট্রেডাররা সেগুলোকে কেবল উপেক্ষা করেছে। মার্কিন প্রতিবেদনগুলি গুরুত্বপূর্ণ ছিল না। আমেরিকান ভোক্তাদের ব্যক্তিগত আয় এবং ব্যয়, ব্যক্তিগত খরচের (PCE) মূল্য সূচক এবং প্রাথমিক বেকারত্বের আবেদনের সংখ্যা পূর্বাভাসের থেকে খুব বেশি আলাদা ছিল না। এইভাবে, পাউন্ডের মূল্য কমতে শুরু করেছে, এবং এটি একটি ভাল জিনিস, কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা অটুট রয়েছে।

বৃহস্পতিবার দরপতন হলেও এই পেয়ারের মূল্যের মুভমেন্ট বেশ বিশৃঙ্খল ছিল। ইউরোপীয় সেশন চলাকালীন সময়ে, মূল্য উল্লেখযোগ্যভাবে সমস্ত দিক থেকে ওঠানামা করেছিল, যা 1.2693 লেভেলের আশেপাশে বেশ কয়েকটি কৃত্রিম সংকেত তৈরি করেছিল। শেষ পর্যন্ত, যখন একটি ভাল বিক্রির সংকেত তৈরি হয়েছিল, এবং দরপতন শুরু হয়েছিল, ট্রেডারদের আর এতে কাজ করতে হয়নি। মার্কিন সেশন চলাকালীন, একই পরিস্থিতি অব্যাহত ছিল। মূল্য ক্রমাগত দিক পরিবর্তন করেছে, 1.2606-1.2620 রেঞ্জ থেকে বেশ কয়েকবার বাউন্স করেছে। ট্রেডাররা ক্রয় সংকেত থেকে খুব একটা লাভ পায়নি, কারণ মূল্য 25 পিপসও উদ্দেশ্যমূলক দিকে যেতে পারেনি।

COT রিপোর্ট:

Exchange Rates 03.12.2023 analysis

বাজারে যা ঘটছে তার সাথে ব্রিটিশ পাউন্ডের COT রিপোর্টগুলো পুরোপুরি সঙ্গতিপূর্ণ রয়েছে। GBP/USD-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 4,700টি লং পজিশন এবং 6,700টি শর্ট পজিশন বন্ধ করেছে। এভাবে এক সপ্তাহে নন-কমার্শিয়াল ট্রেডারদের নিট পজিশন আরও 11,400 কন্ট্র্যাক্ট কমেছে। নেট পজিশন সূচক গত 12 মাসে ক্রমাগতভাবে বাড়ছে, কিন্তু গত তিন মাসে এটি দৃঢ়ভাবে হ্রাস পেয়েছে। আমরা অনেক মাস ধরে স্টার্লিংয়ের মূল্য নিম্নমুখী হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। সম্ভবত GBP/USD পেয়ারের মূল্য দীর্ঘায়িত নিম্নমুখী প্রবণতার একেবারে শুরুর দিকে রয়েছে বা একটি শক্তিশালী সংশোধনের মাঝখানে রয়েছে। অন্তত আগামী মাসগুলোতে, আমরা পাউন্ডের দর বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এমনকি যদি সম্পূর্ণ দরপতন শুধুমাত্র একটি সংশোধন হয়, এটি এখনও বেশ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হতে পারে।

ব্রিটিশ পাউন্ডের দর গত বছর পরম নিম্নস্তর থেকে মোট 2,800 পিপস বেড়েছে, যা বেশ ব্যাপক আকারের বৃদ্ধি। শক্তিশালী নিম্নগামী সংশোধন ছাড়া, আরও ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পূর্ণরূপে অযৌক্তিক হবে (এমনকি যদি এটি পরিকল্পিতও হয়ে থাকে)। আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা প্রসারিত হওয়ার সম্ভাবনা বাতিল করে দিচ্ছি না। আমরা কেবল বিশ্বাস করি যে প্রথমে এই পেয়ারের মূল্যের একটি উল্লেখযোগ্য সংশোধন প্রয়োজন, এবং তারপরে আমাদের মার্কিন ডলার এবং ব্রিটিশ পাউন্ডকে সমর্থনকারী কারণগুলি মূল্যায়ন করা উচিত। .1844 লেভেলের মূল্যের সংশোধন দুটি মুদ্রার মধ্যে ন্যায্য ভারসাম্য স্থাপনের জন্য যথেষ্ট হবে। নন-কমার্শিয়াল গ্রুপে বর্তমানে মোট 52,300টি লং এবং 80,50টি শর্ট পজিশন রয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে বিক্রেতারা বাজারের নিয়ন্ত্রণে আছে, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রবণতা অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে।

GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

Exchange Rates 03.12.2023 analysis

1H চার্টে, স্বল্প-মেয়াদে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে কিন্তু কিজুন-সেন লাইন উপরের দিকে চলে গেছে এবং মূল্য এখন এর নিচে রয়েছে। গত দুই বা তিন সপ্তাহ ধরে, আমরা এই পেয়ারের মূল্যের স্থিতিশীল নিম্নগামী মুভমেন্টের প্রত্যাশা করছি, কিন্তু বাজারের ট্রেডাররা কেবল ডলারের পক্ষে থাকা সমস্ত ইতিবাচক খবর উপেক্ষা করেছে। অতএব, আমরা বিশ্বাস করি যে এই পেয়ারের মূল্য বর্তমানে মোমেন্টামকে অনুসরণ করছে এবং আমরা নিশ্চিত করতে পারি না যে এটি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। যতক্ষণ না মূল্য ক্রিটিক্যাল লাইনের নিচে থাকে, আমরা আশা করতে পারি যে সেনকৌ স্প্যান বি লাইনের লক্ষ্যমাত্রায় পেয়ারটির মূল্য আরও কমে যাবে।

1 ডিসেম্বর থেকে, আমরা নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.1927-1.1965, 1.2052, 1.2109, 1.2215, 1.2269, 1.2349, 1.2429-1.2445, 1.2520, 1.2605-1.2620, 1.2693, 1.2786, 1.2863। সেনকৌ স্প্যান বি লাইন (1.2509) এবং কিজুন-সেন লাইন (1.2661) লাইনগুলোও সংকেতের উৎস হতে পারে। এই লেভেল এবং লাইনের "বাউন্স" এবং "ব্রেকআউট" থেকে সংকেত পাওয়া যেতে পারে। মূল্য 20 পিপস সংশোধন করলে ব্রেক ইভেন লেভেলে স্টপ লস সেট করার পরামর্শ দেয়া হচ্ছে। ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিংয়ের সংকেত নির্ধারণ করার সময় বিবেচনা করা উচিত। চিত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অন্তর্ভুক্ত রয়েছে যা ট্রেড থেকে মুনাফা নির্ধারণ করতে ব্যবহার করা যেতে পারে।

শুক্রবার, যুক্তরাজ্যের ম্যানুফ্যাকচারিং পার্চেজিং ম্যানেজারস ইনডেক্স (PMI) প্রকাশ করা হবে এবং নভেম্বরের চূড়ান্ত মান প্রাথমিক অনুমান থেকে আলাদা হওয়ার সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বক্তৃতা দেবেন এবং আইএসএম ম্যানুফ্যাকচারিং রিপোর্ট প্রকাশিত হবে। উভয় ইভেন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা মার্কিন সেশন চলাকালীন সময়ে এই পেয়ারের মূল্যের শক্তিশালী মুভমেন্টের আশা করতে পারি।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.