empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

30.05.202309:52 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পূর্বাভাস এবং ট্রেডিং সংকেত, 30 মে, 2023। COT রিপোর্ট। এই পেয়ারের মূল্যের মুভমেন্ট এবং ট্রেডিংয়ের বিস্তারিত বিশ্লেষণ। এই পেয়ারের মূল্যের পুরোপুরি ফ্ল্যাট মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 30.05.2023 analysis

সোমবার, GBP/USD পেয়ারের খুব বেশি মুভমেন্ট দেখা যায়নি। যদিও ইউরোর এখনও দরপতনের হয়েছে, পাউন্ড সারাদিন ধরে সাইডওয়েজ মুভমেন্ট প্রদর্শন করেছে। তদুপরি, ব্রিটিশ মুদ্রার মূল্যের অস্থিরতা ইউরোর তুলনায় আরও কম ছিল। আমরা আগেই উল্লেখ করেছি, পাউন্ডের মূল্য ইউরোর তুলনায় বেশি স্থিতিশীলতা দেখাচ্ছে। অন্য কথায়, এটি দরপতনও হচ্ছে না আবার দর বৃদ্ধিও পাচ্ছে না। যাইহোক, সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, তাই আমরা পাউন্ডের দরপতনের আশা করছি। কোন সামষ্টিক অর্থনৈতিক বা মৌলিক পটভূমি ছিল না, এবং মনোযোগ দেয়ার মতো কিছুই ছিল না. ট্রেডাররা মার্কিন ঋণ সীমা চুক্তির খবরে আগ্রহী ছিল না, যেমনটি আমরা আশা করেছিলাম।

কোন ট্রেডিং সংকেত ছিল না। এমনকি এই পেয়ারের মূল্য গুরুত্বপূর্ণ স্তর বা লাইনের কাছেও যায়নি, তাই ট্রেড না করাই ভাল। ইউরোপীয় ট্রেডিং সেশনের মাঝামাঝি সময়ে স্পষ্ট ফ্ল্যাট মুভমেন্ট দেখা গিয়েছে।

COT রিপোর্ট:

Exchange Rates 30.05.2023 analysis

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নন-কমার্শিয়াল ট্রেডাররা 8,100টি লং পজিশন এবং 7,100টি শর্ট পজিশন বন্ধ করেছে। নেট পজিশন 1,000 কমেছে কিন্তু বুলিশ রয়ে গেছে। বিগত 9-10 মাস ধরে, বিয়ারিশ সেন্টিমেন্ট সত্ত্বেও নেট পজিশন বৃদ্ধি পাচ্ছে (কেবল এখন আমরা বলতে পারি যে এটি বুলিশ, তবে শুধুমাত্র আনুষ্ঠানিক ভিত্তিতে)। আমরা বিশ্বাস করি যে পাউন্ডের মূল্য নিচের দিকে যেতে থাকবে, যদিও COT রিপোর্টে ব্রিটিশ মুদ্রার আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তবে বাজারে লং পজিশনের ন্যায্যতা দেওয়ার কোনো উপযুক্ত কারণ নেই।

উভয় প্রধান কারেন্সি পেয়ার বর্তমানে মোটামুটি একইভাবে চলছে, কিন্তু ইউরোর জন্য নেট পজিশন ইতিবাচক, যা উর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি বোঝায়, যখন পাউন্ডের জন্য এটি নিরপেক্ষ। পাউন্ডের মূল্য প্রায় 2,300 পিপস বেড়েছে। এবং একটি শক্তিশালী বিয়ারিশ সংশোধন ছাড়া, পাউন্ডের আরও বৃদ্ধির সম্ভাবনা সম্পূর্ণ অযৌক্তিক হবে (এমনকি যদি আমরা মৌলিক সমর্থনের অভাবকে উপেক্ষা করি)। সামগ্রিকভাবে, নন-কমার্শিয়াল ট্রেডারদের 57,600টি সেল পজিশন এবং 69,200টি লং পজিশন রয়েছে। আমরা দীর্ঘমেয়াদে এই পেয়ারের মূল্যের প্রবৃদ্ধির সম্ভাবনা দেখি না, তবে বাজারের ট্রেডাররা যা চায় তাই করতে পারে।

GBP/USD পেয়ারের 1H চার্ট

Exchange Rates 30.05.2023 analysis

1-ঘণ্টার টাইম ফ্রেমে, এই পেয়ারের মূল্য নিচের দিকে যাচ্ছে। মূল্য ইচিমোকু সূচকের সমস্ত লাইনের নীচে অবস্থান করছে। আমরা আশা করতে পারি এই পেয়ারের মূল্য আরও নিম্নমুখী হবে। বর্তমানে কোন ট্রেন্ড লাইন বা চ্যানেল নেই, এবং মুভমেন্টগুলোও বেশ অনিয়মিত। যাইহোক, নিম্নমুখী প্রবণতা চলমান থাকার বিষয়ে কোন প্রশ্ন বা সন্দেহ উত্থাপন করার সুযোগ নেই।

30 মে, 1.2188, 1.2269, 1.2349, 1.2429-1.2445, 1.2520, 1.2589, 1.2666 স্তরে ট্রেড করার পরামর্শ দেয়া হচ্ছে৷ সেনকাউ স্প্যান বি লাইন (1.2535) এবং কিজুন-সেন লাইন (1.2387) সংকেত তৈরি করতে পারে যখন মূল্য এই স্তরগুলো ব্রেক করে যায় বা সেখান থেকে বাউন্স করে। স্টপ লস ব্রেকইভেন পয়েন্টে স্থাপন করা উচিত যখন মূল্য 20 পিপস সঠিক দিকে চলে যায়। ইচিমোকু সূচক লাইনগুলো দৈনিক ভিত্তিতে অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সংকেত নির্ধারণ করার সময় বিবেচনা করা উচিত। এছাড়াও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রয়েছে যা টেক প্রফিট সেট করার জন্য ব্যবহার করা যেতে পারে।

আজ, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ কিছু নেই। কিছু কম গুরুত্বপূর্ণ রিপোর্ট বা ইভেন্ট আছে. ট্রেডারদের প্রতিক্রিয়া জানানোর কিছুই থাকবে না। বাজার ফ্ল্যাট প্রবণতায় থাকার এবং মূল্যের কম অস্থিরতার একটি উচ্চ সম্ভাবনা আছে।

চার্টের সূচকসমূহ:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্তরগুলো হল গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে অবস্থান পরিবর্তিত হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্যের আগে বাউন্স হয়েছে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি গ্রুপের ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.