empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.05.202307:42 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পর্যালোচনা, 29শে মে। পাউন্ডের মূল্য বাড়ার কোনো কারণ নেই

Exchange Rates 29.05.2023 analysis

শুক্রবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্য সামান্য বেশি সংশোধন করার আরেকটি প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু এটি করতে ব্যর্থ হয়েছে। আবার, মূল্য মুভিং এভারেজ লাইনে পৌঁছাতে পারেনি, তাই সামগ্রিক নিম্নগামী মুভমেন্ট আত্মবিশ্বাসের সাথে চলমান রয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা ইতোমধ্যেই উল্লেখ করেছি, 4-ঘণ্টার টাইম ফ্রেমে ট্রেড করা অত্যন্ত সমস্যাযুক্ত কারণ মুভমেন্টটি খুব বেশি শক্তিশালী নয় (যদিও স্থিতিশীল)। হেইকেন আশি সূচকটি প্রায়শই ঊর্ধ্বমুখী হচ্ছে। ইউরো মুদ্রার অবস্থাও একই রকম। তাই মধ্যমেয়াদে ট্রেড করাই সবচেয়ে ভালো সমাধান।

প্রযুক্তিগত পরিস্থিতি নিয়ে এখন কী বলা যায়? প্রথমত, এর উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যে কীভাবে কোন মৌলিক কারণ ছাড়াই এই পেয়ারের মূল্য কার্যত বেড়ে চলেছিল এবং এখন আমরা বিপরীত পরিস্থিতি দেখতে পাব। যদি তাই হয়, যেকোন সামষ্টিক অর্থনৈতিক ঘটনাকে হয় ডলারের পক্ষে কাজ করবে বলে ব্যাখ্যা করা যেতে পারে বা শুধুমাত্র এই পেয়ারের মূল্যের ন্যূনতম ঊর্ধ্বগামী রিট্রেসমেন্টের দিকে নিয়ে যেতে পারে। এটি লক্ষণীয় যে ইউরোর মতো পাউন্ডও প্রচুর পরিমাণে ক্রয় করা হচ্ছে। দ্বিতীয়ত, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, শুধুমাত্র প্রযুক্তিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রেড করা সম্ভব। গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন ট্রেডারদের হাতে আসে না, তবে এই পেয়ার প্রতিদিন লেনদেন হয়। যেহেতু অস্থিরতা কম, তাই স্বল্প টাইমফ্রেমে ট্রেড করা বাঞ্ছনীয় নয়।

অদূর ভবিষ্যতে, আমরা শুধুমাত্র বিক্রির সুপারিশ করতে পারি, এমনকি যদি মূল্য মুভিং এভারেজ লাইন অতিক্রম করার সাথে সাথে একটি উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী সংশোধন শুরু হয়। এমনকি এটি অনুমান করাও কঠিন যে পাউন্ডের মূল্য 2300 পয়েন্ট বৃদ্ধির পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসতে পারে। 24-ঘন্টা টাইমফ্রেম খুব সহায়ক, কিন্তু বর্তমান নিম্নগামী মুভমেন্ট এখনও সাবধানে পরীক্ষা করা প্রয়োজন। পতনের সর্বনিম্ন লক্ষ্য হল 1.2170 স্তর - যা সেনকোউ স্প্যান বি লাইন।

আগামী সপ্তাহে যুক্তরাজ্যে খুব কমই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, তাই সমস্ত মনোযোগ মার্কিন পরিসংখ্যানের দিকে থাকবে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কোনো ইভেন্ট নেই।

Exchange Rates 29.05.2023 analysis

গত পাঁচ দিনের ট্রেডিংয়ে GBP/USD পেয়ারের মূল্যের গড় অস্থিরতা হল 81 পয়েন্ট৷ পাউন্ড/ডলার পেয়ারের জন্য, এই মানটিকে "গড়" হিসাবে বিবেচনা করা হয়। অতএব, সোমবার, 29শে মে, আমরা 1.2263 এবং 1.2425 স্তরের মধ্যে মুভমেন্টের প্রত্যাশা করছি। হেইকেন আশি সূচকের ঊর্ধ্বমুখী পরিবর্তন সংশোধনমূলক মুভমেন্টের একটি নতুন পর্যায় শুরুর সংকেত দেবে।

নিকটতম সাপোর্ট স্তর:

S1 - 1.2329

S2 - 1.2299

S3 - 1.2268

নিকটতম রেজিস্ট্যান্স স্তর:

R1 - 1.2360

R2 - 1.2390

R3 - 1.2421

ট্রেডিংয়ের পরামর্শ:

4-ঘণ্টার টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নগামী মুভমেন্ট অব্যাহত রয়েছে, তাই 1.2299 এবং 1.2263-এ লক্ষ্যমাত্রায় শর্ট পজিশন প্রাসঙ্গিক রয়েছে। মূল্য মুভিং এভারেজ লাইনে উপর কনসলিডেশন না হওয়া পর্যন্ত এই পজিশনগুলো ধরে রাখা উচিত। যদি মূল্য 1.2425 এবং 1.2451 এর লক্ষ্যমাত্রাত মুভিং এভারেজের উপরে কনসলিডেট হয় তবে লং পজিশন বিবেচনা করা যেতে পারে।

চার্টের সূচকসমূহ:

লিনিয়ার রিগ্রেশনের জন্য চ্যানেল - আমাদের বর্তমান প্রবণতা সনাক্ত করার সুযোগ দেয়। প্রবণতা এখন শক্তিশালী যদি এগুলো উভয় একই দিকে অগ্রসর হয়।

মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ): এই সূচকটি বর্তমান স্বল্প-মেয়াদী প্রবণতা এবং ট্রেডিংয়ের দিক চিহ্নিত করে।

মারে স্তরগুলো সমন্বয় এবং মুভমেন্টের জন্য সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে।

বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে, অস্থিরতার মাত্রা (লাল লাইন) প্রত্যাশিত মূল্য চ্যানেলের প্রতিনিধিত্ব করে যেখানে এই পেয়ার পরের দিন ট্রেড করবে।

যখন CCI সূচক ওভারবট (+250-এর উপরে) বা ওভারসোল্ড (-250-এর নীচে) জোনে প্রবেশ করে তখন প্রবণতার বিপরীতমুখী পরিবর্তন আসন্ন।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.