empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

26.01.202308:08 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের আউটলুক এবং ট্রেডিং সংকেত, ২৬ জানুয়ারী। COT প্রতিবেদন। বাজার পরিস্থিতি বিশ্লেষণ। মার্কিন জিডিপি থেকে মার্কিন ডলারের সহায়তা প্রয়োজন

EUR/USD পেয়ারের ৫ মিনিটের চার্ট

Exchange Rates 26.01.2023 analysis

বুধবার EUR/USD পেয়ারের কোনো আকর্ষণীয় মুভমেন্ট দেখা যায়নি ইউরো এখনও স্থানীয় সর্বোচ্চ স্তরের কাছাকাছি ট্রেড করছে এবং বিয়ারিশ সংশোধন করতে পারছে না। এমনকি কোনো মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক পটভূমি ছাড়াই, ট্রেডাররা লং পজিশনে প্রফিট লক করতে চাচ্ছেন না, যার ফলে অন্তত একটি স্বল্প নিম্নমুখী পুলব্যাক হবে। এইভাবে, উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, কারণ মূল্য ইচিমোকু সূচক লাইনের উপরে রয়েছে। ঊর্ধ্বগামী মুভমেন্ট আরও সাইডওয়েজের মতো দেখায়, কিন্তু একই সময়ে, সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। মুভমেন্টের গতিপ্রকৃতি এখন সেরা নয়। এই সপ্তাহে খুব বেশি মুভমেন্ট না থাকলেও আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি বৈঠক হবে। ট্রেডারদের এখন সতর্ক হওয়া উচিত।

গতকাল তিনটি ট্রেডিং সংকেত ছিল। সেগুলোর সবগুলোই 1.0845-1.0868 এরিয়ায় ছিল। খুব দুর্বল মুভমেন্ট ছিল, তাই এই পেয়ার প্রথম দুইবার সঠিক দিকে 15 পিপসও যেতে পারেনি। অতএব, আপনার শুধুমাত্র একটি লং পজিশন ওপেন করা উচিত ছিল। আপনি সেই একটি পজিশন ব্যবহার করে উপার্জন করতে পারেন কারণ দিনের শেষে কোনো বিক্রির সংকেত ছিল না। আপনি ম্যানুয়ালি সন্ধ্যায় লং পজিশন ক্লোজ করতে পারেন, যা প্রায় 30 পিপ লাভ এনেছে।

COT প্রতিবেদন

Exchange Rates 26.01.2023 analysis

গত কয়েক মাসে ইউরোর COT প্রতিবেদনগুলো বাজারে যা ঘটছে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ছিল। আপনি চার্টে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বড় ট্রেডারদের নেট পজিশন (দ্বিতীয় সূচক) সেপ্টেম্বরের শুরু থেকে বৃদ্ধি পাচ্ছে। প্রায় একই সময়ে, ইউরোর মূল্য বাড়তে শুরু করে। ই সময়ে, নন কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন বুলিশ হয়েছে এবং প্রায় প্রতি সপ্তাহে শক্তিশালী হয়েছে, তবে এটি বরং উচ্চ মূল্য যা আমাদের ইঙ্গিত দেয় যে ঊর্ধ্বমুখী মুভমেন্ট শীঘ্রই শেষ হবে।ল্লেখযোগ্যভাবে, প্রথম সূচকের সবুজ এবং লাল লাইনগুলি একে অপরের থেকে অনেক দূরে সরে গেছে, প্রায়শই যার অর্থ বর্তমান প্রবণতা শেষ হতে পারে। প্রদত্ত সময়ের মধ্যে, নন কমার্শিয়াল ট্রেডারদের লং পজিশনের সংখ্যা 10,300 কমেছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 2,300 কমেছে। এইভাবে, নেট পজিশন 8,000 কমেছে। এখন নন কমার্শিয়াল ট্রেডারদের দ্বারা খোলা লং পজিশনের সংখ্যা শর্ট পজিশনের সংখ্যা থেকে 127,000 বেশি। তাছাড়া, প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে, বিয়ারিশ সংশোধন অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। আমার মতে, এই প্রক্রিয়া আরও 2 বা 3 মাস চলতে পারে না। এমনকি নেট পজিশন ইন্ডিকেটরে দেখা গেছে যে আমাদের একটু "আনলোড" করতে হবে, অর্থাৎ সংশোধন করতে হবে। শর্ট অর্ডারের সামগ্রিক সংখ্যা লং অর্ডারের সংখ্যাকে 52,000-এ (711,000 বনাম 659,000) ছাড়িয়ে গেছে।

EUR/USD পেয়ারের এক ঘন্টার চার্ট

Exchange Rates 26.01.2023 analysis

এক ঘণ্টার চার্টে প্রযুক্তিগত চিত্র অপরিবর্তিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে EUR/USD পেয়ারের মূল্য বুলিশ সেন্টিমেন্ট বজায় রেখেছে, মূল্য ইচিমোকু সূচকের লাইনের উপরে রয়েছে। এইভাবে, গত সপ্তাহে ফ্ল্যাট থাকা সত্ত্বেও ঊর্ধ্বমুখী মুভমেন্ট অদূর ভবিষ্যতে অব্যাহত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি, ইউরো সংশোধন করার জন্য এখনও কোন উপায় নেই, এবং ট্রেডাররা এই পেয়ার কিনছেন বা কিছু করছেন না। বৃহস্পতিবার, এই পেয়ার নিম্নলিখিত স্তরে ট্রেড করতে পারে: 1.0658-1.0669, 1.0736, 1.0806, 1.0868, 1.0938, 1.1036, 1.1137 এবং এছাড়াও সেনকো স্প্যান বি লাইন (1.0799) এবং কিজুন সেন (1.0864)। ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা মুভ করতে পারে, যা ট্রেডিং সংকেত নির্ধারণ করার সময় বিবেচনা করা উচিত। এছাড়াও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্তর রয়েছে, তবে এই স্তরগুলোর কাছাকাছি সংকেত তৈরি হয় না। এক্সট্রিম লেভেল এবং লাইনের বাউন্স এবং ব্রেকআউট সংকেত হিসাবে কাজ করতে পারে। স্টপ-লস অর্ডার সম্পর্কে ভুলবেন না, যদি মূল্য সঠিক দিক থেকে 15 পিপ কভার করে। এটি একটি মিথ্যা সংকেতের ক্ষেত্রে ক্ষতি থেকে আপনাকে প্রতিরোধ করবে। ইউরোপীয় ইউনিয়নে কোনো বড় ইভেন্ট বা প্রতিবেদন নেই। ইতোমধ্যে, আমাদের কাছে তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ জিডিপি প্রতিবেদন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টেকসই পণ্যের প্রতিবেদন রয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে, এই প্রতিবেদনগুলোর প্রভাবে বাজারের ট্রেডাররা প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু যদি প্রকৃত পরিসংখ্যান এবং পূর্বাভাস সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে ন্যূনতম প্রতিক্রিয়া দেখা যাবে।

ট্রেডিং চার্টে আমরা কী দেখতে পাচ্ছি:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্তরগুলি হল পুরু লাল রেখা, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল রেখা যেখান থেকে মূল্য আগে বাউন্স হয়েছে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.