empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

26.10.202112:44 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/CHF এর টেকনিক্যাল বিশ্লেশণ (২৬ অক্টোবর, ২০২১)

USD/CHF-এর আজকের বিশ্লেষণটি মূলত প্রযুক্তিগত উপাদানে তৈরি হবে। আমি এই বাস্তবতা দিয়ে শুরু করব যে এই মুদ্রা জোড়া কোন বিশেষ দিক দিয়ে ব্যবসা করছে না। এটি নিশ্চিত করতে, আসুন সাপ্তাহিক মূল্য চার্টটি দেখি।

সাপ্তাহিক

হাইলাইট করা বুলিশ ক্যান্ডেলের দিকে তাকালে এটা অনুমান করা যেতে পারে যে এই জুটিটি ইচিমোকু সূচক মেঘ থেকে উপরে উঠে গেছে, যা মূল্য প্রবণতার আরও শক্তিশালীকরণ বোঝায়। যাইহোক, হাইলাইট করা মোমবাতির দীর্ঘ উপরের ছায়া এই ট্রেডিং ইন্সট্রুমেন্তের বুলিশ প্রবণতার সাথে একটি নিষ্ঠুর রসিকতা করেছে। সাধারণত, এই ধরনের ছায়া শক্তির অভাব নির্দেশ করে। এই ক্ষেত্রে, বুলিশ প্রবণতা নির্বাচিত দিকে পরবর্তী ধারাবাহিকতার জন্য আছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই ছায়াটি এমনিতেই উপস্থিত হয়নি। আসল বিষয়টি হল যে 0.9370 লক্ষ্যমাত্রা ঐতিহাসিকভাবে এবং প্রযুক্তিগতভাবে বেশ শক্তিশালী স্তর, যা বারবার মূল্য প্রবণতাকে থামিয়ে দিয়েছে এবং এর দিক পরিবর্তন করেছে। এবং প্রকৃতপক্ষে, আমরা দেখতে পাচ্ছি যে হাইলাইট করা মোমবাতির উপস্থিতির পরে মূল্য প্রবণতা তিন সপ্তাহের পতন হয়েছিল। ফলস্বরূপ, দাম ইচিমোকু সূচক মেঘের সীমাতে ফিরে এসেছে। তদুপরি, যেহেতু বুলিশ প্রবণতা জোড়াটিকে মেঘের উপরের সীমানার উপরে রাখতে পারেনি, তাই তার সীমাতে ফিরে আসার পরে, বিয়ারিশ ট্রেডাররা মেঘের নিচে প্রবণতাকে নিয়ে আসার চেষ্টা করেছে।

গত সপ্তাহে ইচিমোকু মেঘের নিম্ন সীমানার নিচে ট্রেডিং শেষ হয়েছিলো। যাইহোক, এই জুটি পরবর্তী পতন থেকে রক্ষা পায় নীল কিজুন লাইন, যা শক্তিশালী সমর্থন প্রদান করেছিল। যাইহোক, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। প্রথমত, এই জুটি ক্লাউডের মধ্যে ট্রেড করছে, যা নিজেই অনিশ্চয়তার একটি অঞ্চল। দ্বিতীয়ত, টেনকান রেড লাইন USD/CHF এর বর্তমান বৃদ্ধিকে সীমিত করতে পারে। সুতরাং, বর্তমান সাপ্তাহিক ট্রেডিং কীভাবে শেষ হয় তার উপর অনেক কিছু নির্ভর করবে। টেনকান এর উপরে ট্রেডিং ক্লোজ হলে এই কারেন্সি পেয়ারকে ক্লাউডের উপরে আসতে এবং 0.9367 রেজিস্ট্যান্স লেভেলের মুখোমুখী হতে সহায়তা করবে। যদিও, আমার ব্যক্তিগত ধারনা হলো কমলা রঙের 200 ইএমএ এর সত্যিকারের ভেদ এবং 0.9472 লেভেল ভেদ হওয়ার পর বুলিশ সম্ভাবনা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠবে। এই জুটির জন্য বিয়ারিশ ট্রেডারদের প্রাথমিক কাজ হল নীল কিজুন লাইনের নিচে ট্রেডিংকে নিয়ে আসা। যদি এই কাজটি সফলভাবে সমাধান করা হয়, তাহলে বিয়ারিশ প্রবণতার পরবর্তী লক্ষ্য হবে 0.9000 এর মনস্তাত্ত্বিক স্তরের মুখোমুখী হওয়া। এখানে এসে মাঝারি মেয়াদে USD/CHF এর পরবর্তী দিক নির্ধারণ করা হতে পারে।

দৈনিক চার্ট

Exchange Rates 26.10.2021 analysis

দৈনিক ডলার/ফ্রাঙ্ক চার্টে আমরা যা দেখতে পাচ্ছি তাতে পরিস্থিতি কম রহস্যময় নয়। আমরা দেখতে পাচ্ছি যে, 200 এক্সপোনেনশিয়ালের নীচে একটি ক্যান্ডেলস্টিক তৈরি শেষ হওয়ার সাথে সাথে খুব দ্রুত বৃদ্ধি অনুসরণ করে, যা "বুলিশ প্রবণতাকে নিরপেক্ষ করার" মোমবাতি বিশ্লেষণের একটি বিপরীত মডেলের আবির্ভাব ঘটায়। আজকের প্রবৃদ্ধি পর্যালোচনা করে বুঝা যাচ্ছে যে জাপানি ক্যান্ডেলস্টিকের বিপরীত প্যাটার্ন তৈরি হওয়ার সংকেত তৈরি হচ্ছে।

H1

Exchange Rates 26.10.2021 analysis

যদি তাই হয় তাহলে বর্তমান অবস্থায় সবচেয়ে অনুকূল পজিশনিং হবে রেজিস্ট্যান্স লাইন এবং কমলা রঙের 200 ইএমএ এর ভেদ করার পর স্বল্পমেয়াদে কারেকটিভ প্রবণতা তৈরি করা। ঠিক যে ধরনের পুলব্যাক এখন দেখা যাচ্ছে, সেটা তাই নির্দেশ করছে। সুতরাং যারা পজিশন খুলতে ইচ্ছুক তারা USD/CHF পেয়ারে লং পজিশন খুলতে এই পরিস্থিতিকে ব্যবহার করতে পারেন। যদি প্রবণতা রেসিস্ট্যান্স ভেদ করে আবার ফিরে আসে তাহলে বুঝতে হবে ফলস ব্রেকআউট হয়েছে, সেক্ষেত্রে বিক্রয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.