empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

18.01.202208:37 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD-এর সাময়িক পতনের প্রবণতা দ্রুতই শেষ হতে পারে

Exchange Rates 18.01.2022 analysis

নতুন করে EUR/USD-এর উর্ধ্বমুখী গতিশীলতা?

দৃঢ় উর্ধ্বমুখী প্রবণতার পর EUR/USD পেয়ারে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। এই সাময়িক পতন একরকম প্রত্যাশিত ছিল। যতক্ষণ পর্যন্ত মূল্য প্রবণতা পূর্ববর্তী সর্বোচ্চ স্তর ১.১৩৮৮ এবং ১.১৩৬৬ উপরে অবস্থান করবে, EUR/USD ১.১৫০০ সাইকোলজিকাল স্তরের অভিমুখে উর্ধ্বমুখী গতিশীলতা বজায় রাখবে।

স্বল্পমেয়াদে, এটি অবস্ট্যাকল ভেদ করার ক্রমাগত পরীক্ষা চালিয়ে রেসিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেলে পরিণত হবে। আপনি ইতিমধ্যেই আমার বিশ্লেষণের মাধ্যমে অবগত যে, যদি এই কারেন্সি পেয়ার ১.১২৩৮ এবং ১.১৩৬৬ স্তরের রেঞ্জ প্যাটার্ন থেকে বের হতে পারে তবে এটি উর্ধ্বমুখী গতিশীলতার সঞ্চার করতে পারে।

EUR/USD ট্রেডিংয়ের সমাপ্তি!

সাম্প্রতিককালে সবচেয়ে বৃদ্ধির পরে, সামান্য নিম্নমুখীতা স্বাভাবিক ছিল। আমার মতে, শুধুমাত্র ১.১৩৬৬ এর নিচে নেমে স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে সেটি উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা বাতিল করতে পারে। যদি মূল্য প্রবণতা নিম্নমুখী অবস্ট্যাকলের হারের উপরে থাকে (১.১৩৮৮, ১.১৩৬৬) তবে বর্তমান পতন শেষ হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.