empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

19.05.202118:51 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/JPY এর ট্রেডিং ধারনা (১৯ মে, ২০২১)

EUR/JPY কারেন্সি পেয়ার 133.50 লেভেলের দিকে দৃঢ় হচ্ছে, 2021 সালের নতুন সর্বোচ্চ লক্ষ্যমাত্রা

  • EUR/JPY কারেন্সি পেয়ার 133.00 লেভেলের দিকে অগ্রসর হবে।
  • মার্কিন মুদ্রার ঊর্ধ্বগতি জাপানি ইয়েনের বিক্রিকে সমর্থণ করছে।
  • মার্কিন ক্যালেন্ডারে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা ইউএস এফওএমসি মিটিংয়ের সারসংক্ষেপ প্রকাশ।

Exchange Rates 19.05.2021 analysis

মার্কিন মুদ্রার উত্সাহজনক পরিস্থিতি জাপানি মুদ্রাকে নিম্নচাপের মধ্যে ফেলেছে এবং বুধবার ১৩৩.৫০ এর কাছাকাছি সময়ে EUR / JPY- এ উচ্চতর গতি অব্যাহত রাখার পক্ষে।

ইইউ / জেপিওয়াই মঙ্গলবারের অগ্রযাত্রায় যোগ করেছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা আরও একটি সেশনের জন্য সুসংহত ও সুরক্ষিত থাকার সম্ভাবনা রয়েচেহ, এবার মূল প্রতিবন্ধকতাটি 133.00 লেভেলে রেখে এপ্রিল, 2018 এ শেষবারের স্তরে দেখা গেছে।

তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, EUR / JPY এক্সচেঞ্জের হার ক্রমবর্ধমান জোড় প্যাটার্ন অনুসরণ করে চলেছে। সম্ভবত মুদ্রা জোড় 131.00 মনস্তাত্ত্বিক বৃত্তাকার চিত্রের লক্ষ্যমাত্রা নিম্নতর প্যাটার্ন ঊর্ধ্বমুখী সমর্থন লাইনকে পুনরায় যাচাই করতে পারে। যদি প্রদত্ত প্যাটার্নটি ধরে রাখে তবে একটি ব্যাক আপ হতে পারে।

এমএসিডি ইন্ডিকেটর (বিয়ারিশ ডাইভারজেন্স) নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশ করছেI যদি দাম ১৩৩.০০ রাউন্ড ফিগার লক্ষ্যমাত্রা ভেদ করতে ব্যর্থ হয় তাহলে আমরা আশা করছি প্রবণতা 132.10 লেভেলের দিকে চলমান থাকবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.