empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.12.202509:28 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: AUD/USD: রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার ডিসেম্বর বৈঠকের প্রাক-পর্যালোচনা

চলতি বছর রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার চূড়ান্ত বৈঠকটি মঙ্গলবার, ৯ ডিসেম্বর অনুষ্ঠিত৬ হবে। এই বৈঠকের সম্ভাব্য ফলাফল ইতিমধ্যেই মার্কেটে প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি শ্রমবাজার এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এখন এটি মোটামুটি নিশ্চিত যে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি অপরিবর্তিত রাখবে। গত সপ্তাহে প্রকাশিত জিডিপি ও বাণিজ্য ঘাটতির প্রতিবেদনগুলোও এই ধারণা নিশ্চিত করেছে।

তবে এর মানে এই নয় যে ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার অনুষ্ঠেয় বৈঠক "আনুষ্ঠানিকতা মাত্র।" ট্রেডাররা রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ সিদ্ধান্তের ব্যাপারে আগ্রহী থাকবেন। পূর্বে মার্কেটে দুটি মূল সম্ভাবনার কথাই বিবেচনা করা হচ্ছিল—সুদের হার হ্রাস বা বর্তমান সুদের হার বহাল রাখা। তবে এখন কিছু বিশেষজ্ঞ তৃতীয় একটি সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না, যা এর আগে খুব অল্পই সম্ভবপর বলে মনে হচ্ছিল: সেটি হচ্ছে সুদের হার বৃদ্ধি।

Exchange Rates 09.12.2025 analysis

নভেম্বরের শেষদিকে অক্টোবর মাসের মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশের পর থেকেই আগামী বছরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মুদ্রানীতি কঠোর করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। উল্লেখযোগ্য যে, এই প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস সিদ্ধান্ত নেয় যে তাঁরা এখন থেকে ত্রৈমাসিকের বদলে মাসিক ভিত্তিতে অর্থনৈতিক সূচক প্রকাশ করবে। উক্ত প্রতিবেদনের ফলাফল অনুযায়ী, বার্ষিক ভিত্তিতে অস্ট্রেলিয়ার ভোক্তা মূল্যসূচক (CPI) বৃদ্ধি পেয়ে ৩.৮ শতাংশে পৌঁছেছে, যেখানে বেশিরভাগ বিশ্লেষক সূচকটি ৩.৬ শতাংশের কাছাকাছি থাকবে বলে প্রত্যাশা করেছিল। এছাড়াও, সামগ্রিকভাবে শুধুমাত্র জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়নি —বরং আবাসন (৫.৯%), খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয় (৩.২%), এবং বিনোদন ও সংস্কৃতি (৩.২%) খাত থেকেও বড় ধরনের প্রভাব এসেছে। ট্রিমড মিন সূচক বেড়ে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশে, যা ৩ শতাংশের লক্ষ্যমাত্রার উপরে অবস্থান করছে।

এই প্রতিবেদন প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার গভর্নর মিশেল বুলক স্বীকার করেছেন যে, মূল্যস্ফীতি এবারও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা (২-৩ শতাংশ) ছাড়িয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি মূল্যস্ফীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এর পরেই মার্কেটে আলোচনা শুরু হয়—যদি মূল্যস্ফীতি হ্রাস না পায়, তাহলে আগামী বছরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

অতএব, ডিসেম্বরের বৈঠকের পর রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া হয়তো তাদের অবস্থান কিছুটা কঠোর করতে পারে এবং ঘোষণা দিতে পারে যে, আলোচিত বিভিন্ন নীতির মধ্যে কঠোর মুদ্রানীতির বিকল্পটি বিবেচনায় নেওয়া হয়েছিল, "তবে আপাতত বর্তমান নীতিমালা বজায় রাখা যুক্তিযুক্ত হবে"। এ ধরনের 'হকিশ বা কঠোর' (মার্কেটের ট্রেডারদের ভাষায়) অবস্থান গ্রহণের ইঙ্গিত অস্ট্রেলিয়ান ডলারের জন্য সহায়ক হতে পারে।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এই ধরনের রণকৌশল গ্রহণ করতে পারে তা অনুমান করা যায় মূলত কিছু গুরুত্বপূর্ণ স্বল্পমেয়াদী অর্থনৈতিক সূচকের প্রেক্ষিতে। কেবল ভোক্তা মূল্য সূচক বা CPI নয়—অস্ট্রেলিয়ার শ্রম বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। অক্টোবর মাসে দেশটির বেকারত্বের হার কমে ৪.৩ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে পূর্বানুমান ছিল ৪.৪ শতাংশ। একইসঙ্গে কর্মসংস্থান বেড়েছে ৪২,০০০—যেখানে পূর্বানুমান ছিল মাত্র ২০,০০০ বৃদ্ধির। টানা দুই মাস ধরে এই সূচক বৃদ্ধি পাচ্ছে, যা এপ্রিলের পর এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশেষভাবে লক্ষণীয় যে, এই বৃদ্ধি হয়েছে মূলত পূর্ণকালীন চাকরির কারণে; খণ্ডকালীন কর্মসংস্থানে এখনও নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে (+৫৫.৩/−১৩.১ হাজার)।

অস্ট্রেলিয়ার জিডিপি তৃতীয় প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রান্তিকে এটি ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, দ্বিতীয়তে ০.৬ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে আবার ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বার্ষিক ভিত্তিতে অস্ট্রেলিয়ার অর্থনীতি ২.১ শতাংশ প্রবৃদ্ধি প্রদর্শন করেছিল, যেখানে আগের প্রান্তিকে তা ছিল ১.৮ শতাংশ। এটি গত দুই বছরে সর্বোচ্চ। উপরন্তু, এই প্রবৃদ্ধির ধারাবাহিকতার ইঙ্গিতও পাওয়া গেছে কারণ পরপর চতুর্থ প্রান্তিকে এই সূচকে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে AUD ৪.৩৮৫ বিলিয়নে পৌঁছেছে, যেখানে আগের মাসে তা ছিল AUD ৩.৯৩৮ বিলিয়ন।

ব্যবসায়িক খাতে ক্রেডিটের পরিমাণ মাসিকভিত্তিতে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে (পূর্বাভাস ছিল ০.৬ শতাংশ)। বার্ষিক ভিত্তিতে এটি বৃদ্ধি পেয়েছে ৭.৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৭.২ শতাংশ।

অর্থাৎ, ডিসেম্বরে অনুষ্ঠেয় বৈঠকে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই সব ধরনের নীতিমালা অপরিবর্তিত রাখবে এবং 'অপেক্ষা ও পর্যবেক্ষণের' অবস্থান গ্রহণ করবে। তবে গভর্নর বুলকের পূর্ববর্তী মন্তব্য বিবেচনায়, রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভবিষ্যতে আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধারণাগতভাবে, ২০২৪ সালে সুদের হার বৃদ্ধি করা হতে পারে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ডলার উল্লেখযোগ্যভাবে সহায়তা পেতে পারে, কারণ মার্কেটে বর্তমানে এমন পরিস্থিতি মূল্যায়ন করা হয়নি।

AUD/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ

দৈনিক টাইমফ্রেমে AUD/USD পেয়ারের মূল্য বর্তমানে 0.6650-এর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছেছে, যা বোলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরের আপার ব্যান্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই পেয়ারের মূল্য এখনো ইচিমোকু ইন্ডিকেটরের সব লাইনের উপরে অবস্থান করছে এবং সেখানে একটি বুলিশ "প্যারেড অফ লাইন্স" সিগন্যাল গঠিত হয়েছে। একই রকম প্যাটার্ন W1 টাইমফ্রেমেও গঠিত হয়েছে। এই টেকনিক্যাল কাঠামো কারেকশনের অংশ হিসেবে পুলব্যাক চলাকালীন সময়ে মার্কেটে লং পজিশনে এন্ট্রির সুযোগ প্রদান করছে। এই ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রাথমিক লক্ষ্যমাত্রা হলো 0.6650। যদি ক্রেতারা এই পেয়ারের মূল্যকে এই লেভেলটি অতিক্রম করাতে সক্ষম হয়, তাহলে পরবর্তী লক্ষ্যমাত্রা হবে 0.6710, যা সেপ্টেম্বর মাসে গঠিত বার্ষিক সর্বোচ্চ লেভেল।সাপোর্ট এরিয়ায় সংশ্লিষ্ট সিগন্যাল গঠিত হলে লং পজিশন নেওয়া যেতে পারে। শর্ট পজিশনের সম্ভাবনা সীমিত থাকবে এবং তা কেবল রেজিস্ট্যান্স এরিয়ায় রিভার্সাল সিগন্যাল গঠনের পর কার্যকর হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.